মুম্বই: বক্স অফিসে ঝড় তুলেছে হরর কমেডি ঘরানার (Horror Comedy) সিনেমা 'স্ত্রী ২' (Stree 2)। রেকর্ড ভাঙা ব্যবসায় বিপুল লক্ষ্মীলাভ বলিউডের। সেই আবহেই শ্রদ্ধা কপূর (Shraddha Kapoor) প্রকাশ্যে আনলেন তাঁর জীবনের 'ছোট্ট স্ত্রী'কে। আকারের সঙ্গে মিলিয়ে মিষ্টি নামও রাখা হয়েছে তাঁর, 'স্মল' (Small)। সোশ্যাল মিডিয়ায় অনুরাগীদের সঙ্গে আলাপ করালেন তাঁর নতুন চারপেয়ে বন্ধুর সঙ্গে। 


শ্রদ্ধার বাড়িতে এল 'খুদে স্ত্রী', কিন্তু মুখ ভার কার?


শনিবার নিজের সোশ্যাল মিডিয়ায় খান চারেক ছবি পোস্ট করেন অভিনেত্রী। সেখানেই জানান তাঁর পরিবারে বেড়েছে সদস্য সংখ্যা। এক খুদে সারমেয় উপহার পেয়েছেন তিনি। পুচকের আদর করে নাম রেখেছেন 'স্মল' যার বাংলা মানে দাঁড়ায় 'ছোট্ট'। অভিনেত্রীর বাড়িতে ইতিমধ্যেই রয়েছে এক সারমেয় পোষ্য। যার নাম শায়লো। 


এদিন মজা করে ক্যাপশনে অভিনেত্রী লেখেন, 'আমার ঘরে এসেছে এক ছোট্ট স্ত্রী!!! আলাপ করুন 'স্মল'-এর সঙ্গে। আমাদের পরিবারের নয়া সদস্য। আমার উন্মুক্ত মনের বন্ধু ফজা এই ছোট খুশি আমাকে উপহার দিয়েছে। এই না হলে উদযাপনের শ্রেষ্ঠ উপায়। সেটা আলাদা ব্যাপার যে এই উদযাপনে একজন অত্যন্ত অখুশি। সোআইপ করে দেখুন সেই ব্যক্তি কে!' দ্বিতীয় ছবিতেই দেখা যাচ্ছে নতুন সদস্যকে আদর করছেন শ্রদ্ধা, আর তার সামনেই বেজার মুখে বসে তাঁর অপর পোষ্য শায়লো। নতুন সদস্য যে আদর পাচ্ছে তা একেবারেই পছন্দ হচ্ছে না তার। অভিনেত্রীর পোস্টে 'স্মল'কে ভালবাসায় ভরিয়েছেন অনুরাগীরা ও ইন্ডাস্ট্রির অন্যান্যরা। অনন্যা পাণ্ডে লেখেন, 'স্মল তো কত বড় হয়ে গিয়েছে। ছোটবেলার ছবিও পোস্ট করো।' শ্রদ্ধার দাদা সিদ্ধান্ত কপূর লেখেন, 'ওর লাফানোর ভিডিও-ও শেয়ার করা উচিত তোমার।' অনেকেই যদিও শায়লোর রাগ দেখেও হেসে কুটোপাটি যাচ্ছেন। 


 






বক্স অফিসে 'স্ত্রী ২' ছবির সাফল্য


গত বুধবার 'ম্যাডক ফিল্মস'-এর তরফে নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে ঘোষণা করা হয় নয়া রেকর্ডের বিষয়ে। পোস্টার শেয়ার করা হয় একটি যেখানে উল্লেখ করা হয়, 'ভারতীয় বক্স অফিসের সর্বকালের ১ নম্বর হিন্দি সিনেমা।' ক্যাপশনে লেখা হয়, 'উনি স্ত্রী, এবং অবশেষে তিনি করে দেখিয়েছেন... হিন্দুস্তানের সর্বকালের সর্বশ্রেষ্ঠ ১ নম্বর সিনেমা!!!'


আরও পড়ুন: Tollywood News: 'এভাবে কাজ কেড়ে নেওয়া যায় না', হেয়ার ড্রেসারের আত্মহত্যার চেষ্টা প্রসঙ্গে প্রতিক্রিয়া সুদেষ্ণা রায়ের


একইসঙ্গে লেখা হয়, 'আমাদের সঙ্গে এই ইতিহাস রচনা করার জন্য সকল অনুরাগীকে অনেক অনেক ধন্যবাদ... 'স্ত্রী ২' এখনও প্রেক্ষাগৃহে সাফল্যের সঙ্গে চলছে... থিয়েটারে আসুন, আরও কিছু নতুন রেকর্ড তৈরি করা যাক।' 


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।