এক্সপ্লোর
দেখুন! ফ্যাশন শো মাতালেন অমিতাভ কন্যা, পড়েও যাচ্ছিলেন

মুম্বই: অমিতাভ বচ্চনের মেয়ে শ্বেতা নন্দা বলিউডের পরিচিত মুখ। অভিনয়ে না এলেও নানা পার্টি, ফ্যাশন শোয়ে নিয়মিত দেখা যায় তাঁকে। এর আগেও র্যাম্পে হেঁটেছেন। এবারও আবু জানি-সন্দীপ খোসলার পোশাকে র্যাম্প মাতালেন তিনি। দর্শকাসনে বসে অমিতাভ, জয়া, অভিষেকরা তখন মোবাইলে ছবি তুলতে ব্যস্ত।
সাদা ধবধবে পোশাক, মাথায় পালকের টুপি। দীর্ঘাঙ্গী শ্বেতাকে আপাদমস্তক রাজকীয় লাগছিল। মা জয়া, ভাই অভিষেক হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানাচ্ছিলেন, বাবা অমিতাভ প্রতি মুহূর্তের ছবি তুলছিলেন মোবাইল ক্যামেরায়। এছাড়াও ছিলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে, তাঁর স্বামী পরিচালক গোল্ডি বহেল ও পরিচালক কর্ণ জোহর।
কিন্তু একী! শ্বেতা তো পড়ো পড়ো হয়ে সামলালেন একবার।
সাদা ধবধবে পোশাক, মাথায় পালকের টুপি। দীর্ঘাঙ্গী শ্বেতাকে আপাদমস্তক রাজকীয় লাগছিল। মা জয়া, ভাই অভিষেক হাততালি দিয়ে তাঁকে অভিনন্দন জানাচ্ছিলেন, বাবা অমিতাভ প্রতি মুহূর্তের ছবি তুলছিলেন মোবাইল ক্যামেরায়। এছাড়াও ছিলেন অভিনেত্রী সোনালি বেন্দ্রে, তাঁর স্বামী পরিচালক গোল্ডি বহেল ও পরিচালক কর্ণ জোহর।
কিন্তু একী! শ্বেতা তো পড়ো পড়ো হয়ে সামলালেন একবার। ফেসবুকে মেয়ের ক্যাটওয়াকের ছবি পোস্টও করেছেন গর্বিত বাবা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন


















