পাঞ্জাব: খুশির আমেজ প্রয়াত সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার (Late Sidhu Moosewala) পরিবারে। পুত্র সন্তান এসেছে তাঁর বাবা-মায়ের কোলে। প্রখ্যাত পাঞ্জাবি গায়ক, গুরদাস মান (Gurdas Maan), সম্প্রতি শুভেচ্ছা জানাতে দেখা করেন মুসেওয়ালা পরিবারের সঙ্গে। 


রবিবার পুত্র সন্তানের জন্ম হল মুসেওয়ালা পরিবারে


বাড়ি থেকে বেরিয়েই গাড়িতে উঠতে যেতেই গুলিতে ঝাঁঝরা হয় শরীর। প্রাণ যায় পাঞ্জাবি সঙ্গীতশিল্পী সিধু মুসেওয়ালার। খবর ছড়িয়ে পড়তে বিশেষ সময় লাগেনি। এই ঘটনার পর কেটে গেছে প্রায় দুই বছর। কিছুদিন আগেই শোনা যায় তাঁর পরিবারে আসতে চলেছে নতুন সদস্য। সন্তানসম্ভবা তাঁর মা। শুভেচ্ছার বন্যা সোশ্যাল মিডিয়ায়। রবিবার তাঁর পরিবারে ফের খুশির হাওয়া নিয়ে এল সদ্যোজাত পুত্র সন্তান। 


গুরদাস মান এদিন পরিবারের সঙ্গে দেখা করে শুভেচ্ছা জানান। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, 'আজ আনন্দে ভরা একটি বিশেষ দিন। পরিবার অত্যন্ত আনন্দিত। সিধু মুসেওয়ালার পরিবার এই সন্তানের মধ্যে দিয়ে নিজেদের বেঁচে থাকার নয়া রসদ খুঁজে পেয়েছেন।' তিনি আরও বলেন, 'আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন বাবা-মা ও তাঁদের সন্তান চিরকাল সুস্থ থাকেন। সিধুর অনুরাগীরাও আজ খুবই খুশি।'


সিধু মুসেওয়ালার বাবা তাঁর ফেসবুকের অফিসিয়াল পেজে পোস্ট করে জানান যে তাঁদের কোলে এসেছে সিধুর ভাই। এর আগে একটি ফেসবুক পোস্ট করে লেখা হয়, 'আমরা সিধুর অনুরাগীদের কাছে কৃতজ্ঞ যাঁরা আমাদের পরিবারের ব্যাপারে উৎকণ্ঠায় রয়েছেন। তবে আমরা অনুরোধ করছি যে এই পরিবার নিয়ে একাধিক গুজব রটানো হচ্ছে, সবকিছু বিশ্বাস করবেন না। যাই খবর আসুক, পরিবারের তরফে আপনাদের সঙ্গে ভাগ করে নেওয়া হবে।' এরপর গতকাল সকাল নাগাদ অপর একটি পোস্টে ছেলের খবর দেন তিনি। সঙ্গে সদ্যোজাতকে কোলে নিয়ে একটি ছবি পোস্ট করেন। তাঁর পাশে ফ্রেমবন্দি সিধুর ছবিও দেখা যায়। সামনে রাখা ছিল একটি কেক। প্রসঙ্গত, সিধু মুসেওয়ালার অনুরাগীদের একাংশের মতে, 'সিধু মুসেওয়ালাই ফের ফিরে এসেছেন তাঁর মা-বাবার কোলে'। 


 



একাধিক সূত্র মারফৎ খবর, সিধুর মা 'এই ভিট্রো ফার্টিলাইজেশন' বা IVF থেরাপির মধ্যে দিয়ে যান ও গত রবিবার মা হন। 


আরও পড়ুন: Celebrity Cricket League: এই প্রথমবার! কর্ণাটককে হারিয়ে 'সেলিব্রিটি ক্রিকেট লিগ'-এর চ্যাম্পিয়ন যীশুর 'বেঙ্গল টাইগার্স'


২০২২ সালের ২৯ মে, মাত্র ২৮ বছর বয়সে, মানসায় গুলি করে খুন করা হয় সিধু মুসেওয়ালাকে। কংগ্রেসের হয়ে ভোটেও লড়েন তিনি একবার তবে জিততে পারেননি। 


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।