কলকাতা: একই দিনে দুই নায়ক নায়িকা। নাহ, এক ছবিতে নয়, বরং মুখোমুখি। ৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে 'মিনি' (Mini) আর 'কলকাতার হ্যারি' (Kolkatar Harry)। প্রযোজক, নায়ক সোহম চক্রবর্তীর (Soham Chakraborty) সঙ্গে কী মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) লড়াই? এবিপি লাইভের সঙ্গে নতুন ছবি নিয়ে আড্ডা দিতে বসে, সোহমের গলায় বন্ধুত্বের সুর।
মুখোমুখি 'মিনি' আর 'হ্যারি'
'বোঝে না সে বোঝে না'-য় (Bojhe na Se Bojhe na) নিজের নায়িকা সঙ্গে এবার ব্যবসায়ীক লড়াই? স্বভাবসিদ্ধ হাসিমুখে সোহমের উত্তর, বিন্দুমাত্র লড়াই নেই, অবশ্যই বন্ধুত্ব আর স্বাস্থ্যকর প্রতিযোগীতা। কোভিড পরিস্থিতিতে আমাদের ইন্ডাস্ট্রি যেভাবে লড়াই করে চলেছে.. সেই পরিস্থিতি কাটিয়ে বাংলা ছবি আমার ফ্লোরে ফিরেছে, শ্যুটিং চলছে, দর্শক সেই ছবি দেখতেও যাচ্ছে, আমাদের কাছে এটা একটা বিশাল ব্যাপার। স্বাস্থ্যকর প্রতিযোগীতা সবসময়েই থাকবে কিন্তু বাংলা ছবির সদস্য হিসেবে আমরা প্রতিযোগীতাটাকে এমন জায়গাতেও নিয়ে যাব না যেখানে একটা ছবি অপর ছবির ক্ষতি করে বসবে। ইন্ডাস্ট্রিতে সবসময় একে অপরকে সমর্থন করা উচিত। আমি যখন দেখলাম দেব (Dev) ২৯ এপ্রিল 'কিশমিশ' (Kishmish) মুক্তির সিদ্ধান্ত নিল, ভেবে নিয়েছিলাম, হয় এর আগে না হয় এর পরে 'কলকাতার হ্যারি' মুক্তি পাবে। একে অপরকে এই জায়গাটা দিলে তবেই ইন্ডাস্ট্রির উন্নতি হবে। 'মিনি' আর 'কলকাতার হ্যারি' দুটোই বাংলার ছবি কিন্তু সম্পূর্ণ ভিন্ন দুটো প্রেক্ষাপটের।
আরও পড়ুন: 'শ্যুটিংয়ের ফাঁকে আমায় গাড়ি চাপিয়ে আইসক্রিম খাওয়াতে নিয়ে যেতেন বুম্বা মামু'
'কলকাতার হ্যারি' কী ম্যাজিকের গল্প বলবে? সোহম বলছেন, 'কলকাতার হ্যারি অনেকটা লার্জার দ্যান লাইফ। আমরা বাচ্চাদের রুপকথার জগতে নিয়ে গিয়েছি। কোথাও সে আবার কড়া বাস্তবের মুখোমুখি হয়েছে, ধাক্কা খেয়ে পড়েছে। এভাবেই গল্পটা এগিয়েছে। দর্শকদের বলব, পুজোর তো চারটে দিন থাকে। আমরা পরিকল্পনা করি একদিন উত্তর কলকাতার ঠাকুর দেখব, অন্যদিক দক্ষিণ কলকাতা... তেমন করেই আপনারা শুক্রবার 'কলকাতার হ্যারি' দেখুন, শনিবার 'মিনি'। ছবিগুলোও ভাগ করে নিন, অসুবিধা কী!