কলকাতা: রাজারহাটে ৩টে ফ্ল্যাট নিয়ে শ্যুটিং চলত সিনেমার। যাতায়াত বাঁচাতে অনেকেই থেকে যেতেন সেখানে। সারাদিন শ্যুটিং চলত, আর দিনের শেষে সবাই মিলে স্যুইমিং পুলে ধুয়ে ফেলতেন সারাদিনের সমস্ত ক্লান্তি। ছোট বড় মিলিয়ে সে এক মজার টিম ছিল। ২০১৯-এর শ্যুটিং হলেও সেইসব দিনগুলো মনে রয়েছে অভিনেতা অনুভব কাঞ্জিলালের ( Anubhav Kanjilal)।


২ বার ছবি মুক্তির পরিকল্পনা করেও বাতিল করতে হয়েছিল। অবশেষে ২২ জুলাই মুক্তি পাচ্ছে ইশা সাহা (Isha Saha), অনুভব কাঞ্জিলাল (Anubhab Kanjilal), সায়নী ঘোষ (Sayani Ghosh) ও রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায় (Rahul Arunoday Banerjee) অভিনীত ছবি 'সহবাসে'। ছবি মুক্তি নিয়ে উত্তেজনা আর আনন্দ দুইই ঘিরে রয়েছে ছবির নায়ককে। 


আরও পড়ুন: Top Entertainment News Today: বলিউডের মাদকযোগে ৩৫ জনের বিরুদ্ধে চার্জশিট, স্বস্তি আরিয়ান খানের, বিনোদনের সারাদিন


'সহবাসে' কী শুধুই নতুন প্রজন্মের গল্প? অনুভব বলছেন, 'একেবারেই না। এই ছবি যেখানেই দেখানো হয়েছে, মধ্যবয়স্করাই বেশি প্রশংসা করেছেন এই ছবির। কারণ তাঁরা অনেকেই এই পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছেন। আমাদের আগের প্রজন্মের অনেকেও হয়তো বোঝেন না যে দুটি ছেলে মেয়ে একসঙ্গে থাকে, অথচ তারা বিবাহিত নয়, সেই সম্পর্কটা ঠিক কেমন। আগের প্রজন্মের অনেক মানুষ এই পরিস্থিতিকে কাছ থেকে দেখেছেন বলেই তাঁদের হয়ত মনে হয়েছে 'সহবাসে' যেন তাঁদের জীবনেরই গল্প। তবে এই ছবিতে যেমন নতুন প্রজন্মের যুক্তিকে তুলে ধরা হয়েছে, পাশাপাশি তুলে ধরা হয়েছে পুরনো প্রজন্মের যুক্তি আর ধ্যানধারণাকেও। ঠিক ভুল বিচার করা হয়নি। আমরা একটি গল্পের মাধ্যমে একটা পরিস্থিতি তুলে ধরেছি কেবল।'


ছবির গল্প এক প্রেমিক প্রেমিকা জুটির 'সহবাস'-এর গল্প নিয়ে। নিজে 'লিভ ইন'-এ কতটা বিশ্বাস করেন অনুভব? অভিনেতা বলছেন, 'সহবাস আর বিয়ের মধ্যে কোনও পার্থক্য় আছে বলে আমার মনে হয় না। একটায় আইনি কাগজে সই করতে হয়, অন্যটায় হয় না। যদি দুজন মানুষ একে অপরকে ভালোবেসে একসঙ্গে থাকতে চান, কিন্তু বিয়েতে বিশ্বাসী না হন, তাঁরা লিভ ইন করতেই পারেন। কিন্তু যদি লিভ ইন বিষয়টাকে হালকাভাবে নিলে আমার আপত্তি আছে। সম্পর্কের দায়িত্ব অবশ্যই নিতে হবে।'