এক্সপ্লোর
মন্তব্য 'না-পসন্দ' হওয়ায় ট্যুইটারে ব্লক করেছিলেন সোনাক্ষী! সঙ্গীত জগতে স্বজনপোষণ নিয়ে সরব সোনা মহাপাত্র
সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম সহ একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছে বিনোদন দুনিয়ার বিভিন্ন মহল। তবে কেবল বলিউড নয়, সঙ্গীতের জগতে স্বজনপোষণ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ফের একবার মুখ খুললেন গায়িকা সোনা মহাপাত্র।
![মন্তব্য 'না-পসন্দ' হওয়ায় ট্যুইটারে ব্লক করেছিলেন সোনাক্ষী! সঙ্গীত জগতে স্বজনপোষণ নিয়ে সরব সোনা মহাপাত্র Sonakshi Sinha blocked Sona Mohapatra on Twitter মন্তব্য 'না-পসন্দ' হওয়ায় ট্যুইটারে ব্লক করেছিলেন সোনাক্ষী! সঙ্গীত জগতে স্বজনপোষণ নিয়ে সরব সোনা মহাপাত্র](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2020/06/27133647/sonakshi-sona.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর নেপোটিজম সহ একাধিক ইস্যু নিয়ে সরব হয়েছে বিনোদন দুনিয়ার বিভিন্ন মহল। তবে কেবল বলিউড নয়, সঙ্গীতের জগতে স্বজনপোষণ ও মত প্রকাশের স্বাধীনতা নিয়ে ফের একবার মুখ খুললেন গায়িকা সোনা মহাপাত্র। ২০১৭ সালের বিতর্কের জের টেনে ফের ট্যুইট করে বললেন, বিরুদ্ধ মন্তব্য করার জন্য তাঁকে ব্লক করেছিলেন সোনাক্ষী সিনহা।
২০১৭ সালে জাস্টিন বিবারের একটি অনুষ্ঠানে সোনাক্ষী সিনহার পারফর্ম করা নিয়ে মুখ খুলেছিলেন ভারতীয় গায়িকা সোনা মহাপাত্র। পপ তারকার গানের সঙ্গে লিপ সিঙ্ক করে পারফর্ম করার জন্য সোনাক্ষীর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তিনি। বলি ইন্ডাস্ট্রিতে নিজেদের গায়ক গায়িকাদের কাজ না দিয়ে বিদেশি গানের প্রতি দুর্বলতা প্রকাশের বিরোধিতা করেন তিনি। সেইসঙ্গে বলিউড ও ভারতীয় মিউজিক ইন্ডাস্ট্রির ভবিষ্যত নিয়ে মুখ খুলেছিলেন সোনা।
এই বিষয় নিয়ে একাধিক ট্যুইট করেছিলেন সোনা। এরপরেই ট্যুইটারে সোনাকে ব্লক করে দেন সোনাক্ষী। একটি স্ক্রিনশট শেয়ার করে সোনাই জানিয়েছিলেন সেই কথা। ৩ বছর পর ফের সেই ইস্যুতেই সরব হলেন সোনা। পুরনো ট্যুইট নিজেই রিট্যুইট করে লেখেন, যোগ্য ভারতীয় সঙ্গীতের তারকা ও ব্যান্ড থাকা সত্ত্বেও কোল্ডপ্লের মতো বিদেশি ব্যান্ডের গানে লিপ সিঙ্ক করে পারফর্ম করছেন তারকারা। কিন্তু কেন?
বলিউডের নিজের মিউজিক ইন্ডাস্ট্রি থাকা সত্ত্বেও তার যথাযোগ্য ব্যবহার করা হচ্ছে না বলে অভিযোগ করেন সোনা।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
বিজ্ঞান
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)