কলকাতা: গতকালই অন্তঃসত্ত্বা হওয়ার খবর প্রকাশ্য়ে এনেছেন বিটাউন অভিনেত্রী স্বরা ভাস্কর। তারপরই সোশ্যাল মিডিয়ায় শুভেচ্ছার বন্য়া। একের পর এক বলিউড সেলিব্রিটি অভিনন্দন জানালেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও রাজনীতিক ফাহাদ আহমেদকে। 


অভিনেত্রী সোনম কপূর লিখেছেন "অভিনন্দন স্বরা, আমি তোমাদের দুজনের জন্য খুব খুশি।" এর মেসেজের স্বরা ভাস্কর উত্তর দিয়েছেন, "ধন্যবাদ, সোনম মাসি।" অভিনেত্রী গওহর খান লিখেছেন “অনেক অভিনন্দন, আশীর্বাদ এবং ভালবাসা”। অভিনেত্রী রিচা চাড্ডাও অভিনন্দন জানিয়েছেন হবু মা স্বরাকে।


অস্কার বিজয়ী প্রযোজক গুনীত মঙ্গা লিখেছেন, “ এইমুহূর্তকে উদযাপন করা উচিত।ভালোবাসা ভালোবাসা ভালোবাসা!! এবং ঈশ্বর আপনাকে এবং ছোটটিকে উভয়ের মঙ্গল করুন। অভিনন্দন!" শ্রুতি শেঠ  লিখেছেন, " এই বছরের সেরা খবর। তোমাদের দুজনের জন্যই রোমাঞ্চিত অনুভব করছি!” পাশাপাশি সায়ানি গুপ্তাও অভিনন্দন জানিয়েছেন দুজনকে।


স্বরার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে হুমা কুরেশি এবং রসিকা দুগ্গলও আনন্দ প্রকাশ করেছেন। হুমা লিখেছেন, "অভিনন্দন বাবু ❤️তোমার জন্য অনেক খুশি," রসিকা দুগাল মন্তব্য করেছেন, "অনেক অনেক অভিনন্দন।"


আরও পড়ুন...


'নিরাপদ' খাবারেই লুকিয়ে থাকে স্বাস্থ্য, কেন পালন হয় এই দিনটি?


প্রসঙ্গত, ২০২৩ সালের ফেব্রুয়ারি মাসে গাঁটছড়া বাঁধেন অভিনেত্রী স্বরা ভাস্কর ও রাজনীতিক ফাহাদ আহমেদ। জুন মাসে শোনালেন সুখবর।


মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় বেবিবাম্পের ছবি পোস্ট করে স্বরা লেখেন, 'কখনও কখনও তোমার সব প্রার্থনার উত্তর একসঙ্গে পাওয়া যায়। একেবারে নতুন পৃথিবীতে পদার্পণ করার ক্ষেত্রে আমরা ধন্য, কৃতজ্ঞ, উত্তেজিত, (এবং অজ্ঞাত!)।'


পোস্টের সঙ্গে যে ছবিগুলি শেয়ার করেছেন স্বরা, সেখানে দেখা যাচ্ছে সকালের সূর্যে স্নাত তারকা দম্পতি। ফাহাদের উষ্ণ আলিঙ্গনে আবদ্ধ স্বরা ভাস্কর। মুখে প্রশান্তির হাসি। পোস্টের একটি হ্যাশট্যাগে স্বরা উল্লেখ করেছেন 'অক্টোবর বেবি'। এর থেকে ধরেই নেওয়া যায় তাঁদের কোল আলো করে খুদে প্রাণ আসবে অক্টোবর মাসে। 


যে কোনও বিষয়ে তীক্ষ্ণ এবং স্পষ্ট মতামত পোষণ করেন স্বরা ভাস্কর। অভিনয়ের পাশাপাশি একাধিক রাজনৈতিক প্রেক্ষাপটেও তিনি পরিচিত মুখ। ১৬ ফেব্রুয়ারি, ২০২৩-এ রাজনৈতিক সমাজকর্মী ফাহাদ আহমেদের সঙ্গে বিয়ে হয় তাঁর। বিগত বেশ কয়েক মাস ধরেই সম্পর্কে ছিলেন তাঁরা। ২০২২ সালের ডিসেম্বর মাসে সিএএ বিরোধী এক আন্দোলনে তাঁদের দেখা হয়। একই ধরনের মতামতের কারণে মনের মিল ঘটতে বেশি সময় লাগেনি।