মুম্বই: বলিউড অভিনেত্রী সোনম কপূর বেশ কিছুদিন ব্যবসায়ী আনন্দ আহুজার সঙ্গে সম্পর্কে থাকার পর ২০১৮-তে বিয়ের পিঁড়িতে বসেন। দেখতে দেখতে তিন বছর কেটে গেল তাঁর সংসার জীবনের। সম্প্রতি স্বামী আনন্দ আহুজার সঙ্গে পুরনো ছবি শেয়ার করে স্মৃতিচারণা করেছেন অনিল কন্যা সোনম কপূর। সঙ্গে বেশ কিছু আবেগঘন বার্তাও দিয়েছেন আনন্দ আহুজার উদ্দেশে।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডলে স্বামী আনন্দ আহুজার সঙ্গে পুরনো একটি ছবি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী সোনম কপূর। এদিন তিনি ছবি পোস্ট করে লেখেন, 'সবসময় খুব ভালোবাসি তোমায়। আর এই ভালোবাসা চিরদিন থাকবে। আনন্দ আহুজা (Anand Ahuja) এটা আমাদের প্রথম একবছর সঙ্গে থাকার সেই মুহূর্ত'। শুধু সোনম কপূরই (Sonam Kapoor) নন, অভিনেত্রীর সঙ্গে একাধিক ক্যামেরাবন্দি মুহূর্ত নিজের সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন আনন্দ আহুজাও। সঙ্গে তিনি লেখেন, 'সোনম কপূরের সঙ্গে বাছা বাছা কিছু সেলফি। আমি জানি, এর কিছুদিন আগেই আমি আমার নাক ভেঙেছি। এই ছবি তোলার কয়েক সপ্তাহ আগেই বাস্কেটবল খেলতে গিয়ে আমি নাক ভাঙি। এটা খুব একটা সুন্দর ছবি নয়। কিন্তু সোনম কপূরকে দেখতে খুব সুন্দর লাগছে। তাই আমি শেয়ার করলাম।'
আরও পড়ুন - Sayantani Ghosh Engagement: বাগদান সেরে ফেললেন 'নাগিন' অভিনেত্রী বাঙালি কন্যা সায়ন্তনী ঘোষ, পাত্রকে দেখেছেন?
'প্রেম রতন ধন পায়ো' ছবির শ্যুটিং করার সময় আনন্দ আহুজার সঙ্গে প্রথম সাক্ষাৎ হয় বলিউড অভিনেত্রী সোনম কপূরের। ২০১৫ সাল থেকে তাঁদের বন্ধুত্বের সম্পর্ক শুরু হয়। এরপর তাঁরা বন্ধুত্বের সম্পর্ককে আরও কিছুটা এগিয়ে নিয়ে গিয়ে ভালোবাসার সম্পর্ক শুরু করেন। একে অপরকে বেশ কিছুদিন ডেট করার পর ২০১৮-তে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনম কপূর এবং আনন্দ আহুজা।
প্রসঙ্গত, অনিল কপূরের 'একে ভার্সেস একে'তে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল সোম কপূরকে। বড় পর্দায় তাঁকে খুব একটা দেখা না গেলেও ফ্যাশন এবং স্টাইল স্টেটমেন্ট নিয়ে সবসময়ই খবরে থাকেন অভিনেত্রী।