কলকাতা: তাঁর বিভিন্ন কনসার্ট বেশ জনপ্রিয়। অনুরাগীরা দামি দামি টিকিট কেটে তাঁর কনসার্ট দেখতে যান। তবে এমনই একটা কনসার্টে গান গাইতে এসে তীক্ত অভিজ্ঞতা হল সঙ্গীতশিল্পী সোনু নিগম (Sonu Nigam)-এর। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তা দিয়ে ক্ষোভ উগরে দিলেন সোনু নিগম। কী হয়েছে তাঁর সঙ্গে?
সোনু নিগম তাঁর ভিডিও বার্তায় বলেছেন, 'আমি এখনই একটা কনসার্ট শেষ করে এলাম। জয়পুরে। রাইজিং রাজস্থান কনসার্টটার নাম। গোটা বিশ্বের বিভিন্ন জায়গা থেকে অনেক খ্যাতনামা লোক এসেছিলেন। সবাই যেন রাজস্থানের জৌলুস আরও বাড়িয়ে তুলেছিল। মুখ্যমন্ত্রী ও এসেছিলেন। তাঁর সঙ্গে আরও অনেক নেতা মন্ত্রীরা। কিন্তু ঠিক শো-এর মধ্যে আমি দেখলাম, মুখ্যমন্ত্রী সহ অন্যান্য নেতা মন্ত্রীরা সবাই উঠে বেরিয়ে গেলেন। আর মুখ্যমন্ত্রী বেরিয়ে যেতেই যত অতিথি অভ্যাগত এসেছিলেন সবাই চলে গেলেন। সবার কাছে আমার একটাই আবেদন, যদি দেশেই দেশের শিল্পীর কদর না হয়, তাহলে বাইরের লোক কদর করবে কেন? তাঁরা কীই বা ভাববে? আমেরিকায় কেউ পারফর্ম করছেন আর প্রেসিডেন্ট উঠে চলে যাচ্ছেন, এই ছবি তো কখনও দেখা যায় না! যদি উঠে যাওয়ারই হয়, তাহলে হয় আসবেন না, নাহলে শো শুরু হওয়ার আগেই দয়া করে চলে যাবেন। যে কোনও শিল্পীর পারফর্মেন্সের মধ্যে উঠে যাওয়া ভীষণ অসংবেদনশীল একটা কাজ। এটা মা সরস্বতীর অপমান। আর মুখ্যমন্ত্রী যে উঠে চলে গিয়েছেন, সেটার কথা আমি জানতাম ও না। যখন সবাই চলে গেলেন, তখন সবাই আমায় মেসেজ করে জানালেন। সবাই বললেন, এই ধরনের কাজ করা উচিত হয়নি। আমার একটাই আবেদন... দয়া করে শিল্পী মঞ্চে ওঠার আগেই বেরিয়ে যাবেন। আপনারা মহান। আপনারা ব্যস্ত মানুষ। আপনাদের অনেক কাজ থাকে। সব দায়িত্ব সামলান আপনারা। একটা শো গোটা বসে শুনলে আপনাদের সময় নষ্ট হবে। দয়া করে এই কাজটা করলে উপকৃত থাকব।'
এর আগে মঞ্চে পারফর্ম করতে গিয়ে চোট লেগেছিল সোনু নিগমের। কিছুটা বিশ্রাম নিতে হয়েছিল তাঁকে সেই সময়ে। তবে তিনি আবার সুস্থ হয়ে মঞ্চে ফিরেছেন। তবে জয়পুরে শো করতে গিয়ে তীক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলেন সোনু নিগম।
আরও পড়ুন: Aryann Bhowmik: একদিকে বড়পর্দার বড় প্রোজেক্ট, তার মধ্যেই কেন ফিরছেন ছোটপর্দায়? উত্তর দিলেন আরিয়ান