Plane Crash: অন্তঃসত্ত্বা ছিলেন, ২১ বছর আগে এক বিমান দুর্ঘটনাই প্রাণ কেড়ে নিয়েছিল অমিতাভ বচ্চনের এই সহ অভিনেত্রীর!
Bollywood News: আমদাবাদের ভয়াবহ প্লেন দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে আরেক হতভাগ্য অভিনেত্রীর কথা

কলকাতা: আমদাবাদে ভয়াবহ প্লেন দুর্ঘটনা। টেক অফের পরেই, ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। টেক অফের পরেই ভেঙে পড়ল আমদাবাদ থেকে লন্ডনগামী বিমান। বিস্ফোরণে ভেঙে টুকরো টুকরো হয়ে যায় লন্ডনগামী ড্রিমলাইনার। ২৪২ জনকে নিয়ে ভেঙে পড়ে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। বিমানে থাকা যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ নাগরিক, ১ জন কানাডার নাগরিক, ৭ জন পর্তুগালের। আর এই বিমান দুর্ঘটনা মনে করিয়ে দিচ্ছে, ২১ বছর আগের এক বিমান দুর্ঘটনার কথা। সেই বিমান দুর্ঘটনাও ছিল ভয়াবহ। আর সেই দুর্ঘটনায় অনেকের সঙ্গে, খুব অল্প বয়সেই প্রাণ হারিয়েছিলেন এক অভিনেত্রী।
সেই অভিনেত্রীর নাম সৌন্দর্য। সৌন্দর্য তামিল, তেলুগু, হিন্দি, কন্নড় এবং মালয়লাম ভাষায় কাজ করেছেন। তাঁকে সাধারণ মানুষ 'সূর্যবংশম' সিনেমার হাত ধরেই প্রথম চিনেছিলেন। এই ছবিতে তিনি অমিতাভ বচ্চনের সঙ্গে অভিনয় করেছিলেন। তিনি রাধা ঠাকুরের চরিত্রে অভিনয় করেছিলেন। সৌন্দর্যর এটিই ছিল বলিউডে প্রথম ছবি। এই সিনেমাটি এখনও ইউটিউব বা টিভিতে খুঁজলেই পাওয়া যায়।
বিমান দুর্ঘটনায় হয়েছিল অভিনেত্রীর
১৫ বছরের কেরিয়ার ছিল সৌন্দর্যের। যেখানে তিনি ১০০ টির বেশি ছবিতে কাজ করেছেন। তিনি ২০০৩ সালে বিয়ে করেন। বিয়ের এক বছর পরেই সৌন্দর্য রাজনীতিতে পা রাখেন। তিনি বিজেপি এবং তেলুগু দেশম পার্টিতে যোগ দেন। তিনি করিমনগরে একটি র্যালিতে যাচ্ছিলেন। তিনি সকালে তাঁর ভাইয়ের সঙ্গে প্লেনে উঠেছিলেন এবং কয়েক মিনিটের মধ্যেই প্লেনটি ভেঙে যায়।
সেই বিমান দুর্ঘটনায় কোনও যাত্রী বাঁচেননি
১৭ এপ্রিল ২০০৪-এর সকালে সৌন্দর্য বেঙ্গালুরু থেকে ৪ সিটের একটি ব্যক্তিগত বিমানে উঠেছিলেন। ওড়ার ১০০ ফুট উপরে উঠতেই বিমানে আগুন লেগে যায়। পুরো বিমানটি জ্বলে যায় এবং দ্রুতগতিতে নীচে পড়ে যায়। শোনা যায়, সৌন্দর্য সেই সময় গর্ভবতী ছিলেন এবং ফিল্ম ইন্ডাস্ট্রি ছাড়ার সিদ্ধান্ত নিচ্ছিলেন। অনুরাগীরা আজও তাঁর সিনেমা দেখে মুগ্ধ হন। এত প্রতিভাবান একজন নায়িকা হারিয়ে গিয়েছিলেন একটি বিমান দুর্ঘটনাতেই। আর আজ, আমদাবাদের ভয়াবহ বিমান দুর্ঘটনা যেন ফের একবার মনে করিয়ে দিল সৌন্দর্যের চলে যাওয়া।
বাঁচাতে পারল না Mayday Call
‘MAYDAY’, ‘MAYDAY’, ‘MAYDAY’... শেষ মুহূর্তে কন্ট্রোলরুমে বার্তা পাঠিয়েছিলেন আমদাবাদের ভেঙে পড়া এয়ার ইন্ডিয়ার বিমানের পাইলট। কিন্তু রক্ষা করা গেল না কিছুই। ‘MAYDAY’ শোনার পরে তৎপর হয়ে উঠেছিল কন্ট্রোলরুম, কিন্তু তারপরে ওই পাইলটের সঙ্গে আর যোগাযোগ করা যায়নি। কয়েক মুহূর্ত বাদেই খবর আসে, চুরমার হয়ে ভেঙে পড়েছে বোয়িং ড্রিমলাইনার ৭৮৭। বিমানের মধ্যে থাকা ২৪২ জনের মধ্যে ২৪১ জনের মৃত্যু হয়েছে। বেঁচে গিয়েছেন মাত্র ১ জন। এখনও যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চলছে। একের পর এক পোড়া দেহ বের করা হচ্ছে। বিমানটি যে হোস্টেলের ওপর ভেঙে পড়েছে, সেখানেও ক্ষয়ক্ষতির মাত্রা প্রচুর। কিন্তু প্রশ্ন রয়েই যাচ্ছে, এত অভিজ্ঞ পাইলট হওয়ার পরেও, কেন দুর্ঘটনার হাত থেকে বাঁচানো গেল না বিমানটিকে?























