কলকাতা: সঙ্গীতশিল্পী কেকে'র মৃ্ত্যুতে এবার অমিত শাহকে চিঠি সৌমিত্র খাঁ-র। স্বরাষ্ট্রমন্ত্রীকে এদিন চিঠিতে বিভিন্ন বিষয় নিয়ে নিজের মতামত জানান লোকসভার সাংসদ। সেই চিঠিতে ছিল নজরুল মঞ্চের এয়ার কন্ডিশন কাজ না করা থেকে শুরু করে কেকে-কে যে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, সেখানে তৃণমূল নেতাদের উপস্থিতি নিয়ে প্রশ্ন তোলা হয়। 


কে কে-র মৃত্যুতে এবার কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি তুললেন সৌমিত্র খাঁ। কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি জানিয়ে অমিত শাহকে চিঠি বিজেপি সাংসদের। ৬ দফা প্রশ্ন তুলে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি দিয়েছেন তিনি। আর সেই চিঠির কপি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেছেন সৌমিত্র। সেই প্রশ্নের মধ্যে ছিল,



  • ‘৩ হাজার আসনের নজরুল মঞ্চে কেন ৭ হাজার মানুষের জমায়েত হয়েছিল?’

  • ‘ঘটনার সময় কি নজরুল মঞ্চে কি পুলিশ বাহিনী ছিল?’

  • ‘কনসার্টের সময় ইভেন্ট অর্গানাইজাররা কি স্থানীয় থানায় জানিয়েছিলেন?’

  • ‘নজরুল মঞ্চের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার কি রিপোর্ট পেশ করেছেন? করলে তা কোথায়?’

  • ‘ময়নাতদন্তের সময় হাসপাতালে তৃণমূল নেতারা কী করছিলেন?’

  • ‘শুভেন্দু অধিকারী সহ অন্যদের কেন হাসপাতালে যেতে দেওয়া হল না?’

  • ‘এসি যদি কাজ না করে তাহলে কেন অনুষ্ঠানের অনুমতি দেওয়া হল?’


আরও পড়ুন:KK Death: 'হোটেলে পৌঁছতে আর কতক্ষণ লাগবে?' গাড়ি চালককে প্রশ্ন করেছিলেন 'অস্থির' কে কে


চিঠিতে এই সবকটি প্রশ্নের উল্লেখ করে কেন্দ্রীয় এজেন্সি দিয়ে তদন্তের দাবি করে অমিত শাহকে চিঠি দিয়েছেন সৌমিত্র খাঁ। প্রসঙ্গত, কেকে-র মৃত্যু নিয়ে একাধিক তথ্য, তর্ক বিতর্ক উঠে এসেছে। এর মধ্যে সবচেয়ে চর্চিত যে দুটি বিষয়, সেটি হল নজরুল মঞ্চে এসি কার না করা এবং আসনসংখ্যার থেকে অধিক মানুষের জড়ো হওয়া। 


সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত ভিডিও প্রকাশ্যে এসেছে, সেখানে দেখা গিয়েছে, বার বার নিজের ঘামে ভেজা জামা দেখিয়েছেন কেকে, বলেছিলেন গরম লাগছে। একসময় এসি কাজ না করা নিয়ে সামান্য বিরক্তিও প্রকাশ করেন তিনি। শেষমেশ নিভিয়ে দিতে বলেন মঞ্চের স্পটলাইট। বার বার জল খাচ্ছিলেন, তোয়ালেতে ঘাম মুছছিলেন কেকে। এই ঘটনার সাক্ষী ছিলেন সেদিন নজরুল মঞ্চে উপস্থিত সমস্ত দর্শক।