গাঁধীনগর : গত মাসেই কংগ্রেস (Congress) ত্যাগ করেছিলেন। গুজরাত বিধানসভা নির্বাচনের (Gujrat Assembly Election) আগে দলবদল হার্দিক প্যাটেলের (Hardik Patel)। এবার বিজেপিতে যোগ দিলেন পতিদার আন্দোলনের নেতা । দলের গুজরাত রাজ্যের সভাপতি সি আর পাতিলের হাত ধরে গেরুয়া শিবিরে যোগ দেন তিনি।


আজই সকালের দিকে হার্দিক জানান, তিনি কাজ করার জন্য বিজেপিতে যোগ দিতে চলেছেন। বলেন, আজ আমি একটা নতুন অধ্যায় শুরু করছি। একজন সৈনিক হিসেবে কাজ করব। আমি কোনওদিনই কোনও পদের দাবি জানাইনি কারও কাছে। কাজ করার জন্যই বিজেপিতে যোগ দিচ্ছি।


আরও পড়ুন ; নেতারা শুধু মোবাইলেই মগ্ন! রাহুলের বিরুদ্ধে তোপ দেগে কংগ্রেস ছাড়লেন হার্দিক


তাঁর সংযোজন, দেশজুড়ে যে উন্নয়নষজ্ঞ চলছে, তা সম্ভব হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে। তাতে আমিও সামিল হওয়ার সিদ্ধান্ত নিই। গোটা বিশ্বের গর্ব প্রধানমন্ত্রী।    


কংগ্রেস-ত্যাগ-


সম্প্রতি কংগ্রেসের (Congress) হাত ছাড়েন হার্দিক পটেল (Hardik Patel)। শুধু দলত্যাগই নয়, যে রাহুল গাঁধীর (Rahul Gandhi) হাত ধরে কংগ্রেসে যোগদান করেছিলেন, বিদায়বেলায় তাঁকেই তীব্র কটাক্ষ করেন গুজরাতের পতিদার আন্দোলনের নেতা। সনিয়া গাঁধীকে লেখা পদত্যাগপত্রে হার্দিক লেখেন, 'কংগ্রেস নেতৃত্ব মোবাইল ফোনে মুখ গুঁজে থাকতেই ব্যস্ত। আর গুজরাতের কংগ্রেস নেতারা তাঁদের মুখে চিকেন স্যান্ডউইচের জোগান দিতে।'


তবে দলের অন্দরের সমস্যার জেরে নয়, বিধানসভা নির্বাচনের (Gujarat Assembly Election 2022) আগে নিজের স্বার্থসিদ্ধি করতে, রীতিমতো পরিকল্পনা মাফিক হার্দিক এমন সিদ্ধান্ত নিয়েছেন বলে দাবি করে কংগ্রেস। এমনকি সনিয়াকে লেখা হার্দিকের পদত্যাগপত্রের ছত্রে ছত্রে বিজেপি-রই বুলি প্রতিফলিত হয়েছে বলে দাবি করেন দলের নেতারা। এতে অবশ্য অবাক হননি কেউই। কারণ, তলে তলে হার্দিক বেশ কিছু দিন ধরেই বিজেপি-র সঙ্গে যোগাযোগ রাখছেন, এমনটা তাঁদের কানে এসে পৌঁছচ্ছিল বলে খবর।