পার্থপ্রতিম ঘোষ, কলকাতা: বেজিকাণ্ডে টলিউড অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে (Srabanti Chatterjee) ফের জিজ্ঞাসাবাদ। অভিনেত্রীকে আবারও ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল (Wild Life Crime Control Cell) জিজ্ঞাসাবাদ করে। 


সোমবার শ্রাবন্তীকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করে ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেল। রেকর্ড করা হয় বয়ানও। আগামীকাল কোর্টে পেশ করা হবে বেজিকাণ্ডে ধৃত অভিনেত্রীর চালককে। 


প্রায় ৬ ঘণ্টা ধরে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে কেন্দ্রীয় সংস্থা জিজ্ঞাসাবাদ করে একাধিক বিষয়ে জানতে চায়। ‘কেন বেজিকে শ্যুটিংয়ের সেটে আনা হয়েছিল? কেন বেজিটিকে শিকল পরিয়ে রাখা হয়েছিল?’ ইত্যাদি বিষয়ে জানতে চাওয়া হয় অভিনেত্রীর কাছে।


আরও পড়ুন: Rupa Dutta Case Update: চুরির অভিযোগে ধৃত অভিনেত্রী রূপা দত্তকে ১৭ মার্চ পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ


গত ৯ মার্চ, বেজিকাণ্ডে নেপালগঞ্জ থেকে গ্রেফতার করা হয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের গাড়ির চালককে (Driver)। বেজিকে শিকল পরিয়ে শ্যুটিং স্পটে আনার অভিযোগে গ্রেফতার করা হয় তাকে। কেন্দ্রীয় সংস্থা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল গ্রেফতার করে। বন্যপ্রাণ আইন লঙ্ঘনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে। 


ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সূত্রে খবর, ওই বেজিটির মালিকানা ছিল শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের গাড়ির চালকের কাছে। তিনি যেভাবে বেজিটিকে গলায় শিকল দিয়ে রাখেন এবং তারপর সেই প্রাণিটিকে শ্যুটিং স্পটে নিয়ে আসা হয়, তা বন্যপ্রাণ আইনকে লঙ্ঘন করে। সেই কারণেই অভিনেত্রীর গাড়ির চালককে গ্রেফতার করা হয়। কাল তাঁকে আদালতে পেশ করা হবে। 


প্রসঙ্গত, গত ১৫ জানুয়ারি অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেন। সেখানে দেখা যায় একটি বেজির গলায় শিকল বাঁধা অবস্থায় রয়েছে। গোটা বিষয়টা ওয়াইল্ড লাইফ ক্রাইম কন্ট্রোল সেলের নজরে আসে এবং অভিনেত্রীকে কিছুদিন আগে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়।


দ্বিতীয় দফার জিজ্ঞাসাবাদের শেষে সাংবাদিকদের অভিনেত্রী বলেন, 'যে ছবিটা আমি বেজির সঙ্গে তুলেছিলাম সেটা নিয়ে তদন্ত চলছে। যাঁর বেজি ছিল তিনিও এসেছেন। শ্যুটিং করছিলাম, কারও একটা বেজি ছিল। আমি ধরে আদর করছিলাম।''