এক্সপ্লোর
দেখুন, ‘রইস’-এ শাহরুখের ডায়ালগে কীভাবে অনুপ্রাণিত হলেন এক মুচি
![দেখুন, ‘রইস’-এ শাহরুখের ডায়ালগে কীভাবে অনুপ্রাণিত হলেন এক মুচি Srks Dialogue From Raees Inspires A Mumbai Cobbler In An Interesting Way দেখুন, ‘রইস’-এ শাহরুখের ডায়ালগে কীভাবে অনুপ্রাণিত হলেন এক মুচি](https://static.abplive.com/wp-content/uploads/sites/3/2017/01/06142717/raees-759.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
মুম্বই: কোই ধান্ধা ছোটা নেহি হোতা হ্যায় অর ধান্ধে সে বড়া কোই ধরম নেহি হোতা।
‘রইস’-এ চোরাচালানকারী শাহরুখ খানের এই ডায়ালগ তাঁর ফ্যানদের নির্ঘাত মনে ধরেছে। রোমান্সের বাদশা শাহরুখের রোমান্টিক সব ডায়লগ এখনও আউড়ে বেড়ান তাঁরা। কিন্তু তা বাস্তব জীবনের সঙ্গে মিশিয়ে নেওয়ার কথা কজন ভেবেছেন? তাও রোমান্টিসিজমের ধার কাছ দিয়ে না হাঁটা, চোরাচালানকারীর জীবনের অভিজ্ঞতা ছেঁচে উঠে আসা, কঠোর বাস্তব শব্দবন্ধ।
হ্যাঁ, এমনটাই করে দেখিয়েছেন খাস মুম্বইয়ের এক মুচি। শাহরুখের ওই ধান্ধা সংক্রান্ত ডায়ালগটি দোকানের বাইরে লিখে টাঙিয়ে দিয়েছেন তিনি। তা নাকি অনুপ্রেরণা জোগাচ্ছে তাঁকে।
ভদ্রলোকের নাম শ্যাম বাহাদুর রোহিদাস। বাড়ি উত্তরপ্রদেশের সুলতানপুরে। ‘রইস’-এর ডায়ালগটি তাঁকে শিখিয়েছে, কোনও কাজ ছোট বা বড় হয় না, কাজ কাজই। আর তা থেকে বড় কিছু নেই।
তাই তাঁর ছোট্ট দোকানের বাইরে কিং খানের ডায়ালগ ঝলমলাচ্ছে!
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
জেলার
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)