কলকাতা: আজ.. মিমি চক্রবর্তীর (Mimi Chakraborty) জন্মদিন। বিশেষ এই দিনটি, টলিউডের বন্ধুদের নিয়েই কাটিয়েছেন তিনি। সোশ্যাল মিডিয়াতেও নায়িকাকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকেই। কে কী লিখল অভিনেত্রীকে? আসুন এক ঝলকে দেখে নেওয়া যাক। 


সোশ্যাল মিডিয়ায় আজ নজর কেড়েছে অঙ্কুশ হাজরা (Ankush Hazra)-র একটি পোস্ট। মিমির সঙ্গে একটি পুরনো ছবি শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। লিখেছেন, 'ভীষণ সরল একটা মানুষ। শুভ জন্মদিন মিমি.. অনেক ভালবাসা।' এই পোস্টে মজা করেই মিমি উত্তর দিয়েছেন, 'হঠাৎ ভাল কথা লিখছিস তুই।' আসলে অঙ্কুশের খুনসুটি বেশ জনপ্রিয়। নায়িকাদের সঙ্গে, এমনকি নিজের প্রেমিকার সঙ্গেও হামেশাই মজা করেন তিনি। আর তাই.. এ হেন পোস্ট পেয়ে অবাক মিমি। আনন্দিতও।


সোশ্যাল মিডিয়ায় আজ অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee) পোস্ট করেছেন মিমির জন্মদিন উদযাপনের দিনের ভিডিও। সেখানে দেখা যাচ্ছে, একেবারে রাতপোশাকে বাড়িতে রয়েছেন মিমি, আর সেই সময়েই তাঁর বাড়িতে হাজির সমস্ত বন্ধুরা। এসেছে কেক, 'বার্থ ডে গার্ল'-এর জন্য বিশেষ চশমা, মুকুট। দরজা খুলেই হাসতে হাসতে বন্ধুদের মুখের ওপরেই দরজা বন্ধ করে দিতে চান মিমি। তবে তাঁর সেই অনুরোধ শোনা হয় না মোটেই। সাদা টি-শার্ট আর শর্টসেই কেক কাটেন মিমি। তাঁর মাথায় পরিয়ে দেওয়া হয় আলো জ্বলা টিয়ারা, 'হ্যাপি বার্থডে' (Happy Birthday) লেখা চশমা। মিমির ভিডিওতে অবশ্য দেখা যাচ্ছে না তাঁর বন্ধুদের। তবে গলা শুনে বোঝা যায়, মিমির বাড়িতে যাঁরা হাজির ছিলেন তাঁদের মধ্যে রয়েছেন অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)। মিমি ও অনিন্দ্যর বন্ধুত্ব ইন্ডাস্ট্রির কাছেও বেশ পরিচিত।


ইনস্টাগ্রাম পোস্টে মিমির একটি ছবি শেয়ার করে তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়ও (Subhasree Ganguly)-ও। বর্তমানে মিমি ও শুভশ্রী দুজনেই সদ্ভাব বজায় রেখেই চলেন। মিমিকে শুভেচ্ছা জানিয়েছেন দর্শনা বণিক (Darshana Banik)-ও। তবে নুসরতের সোশ্যাল মিডিয়া পোস্ট বা ইনস্টাগ্রাম পোস্টে মিমিকে শুভেচ্ছা জানানোর চিহ্নমাত্রও নেই। 




 


 






আরও পড়ুন: Mimi Chakraborty: জন্মদিনে মধ্যরাতে মিমির ফ্ল্যাটের দরজায় আচমকা হাজির বন্ধুরা, নুসরতও এসেছিলেন কি?


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।