কলকাতা: 'মাস্টারমশাই.. আপনি কিন্তু কিছু দেখেননি', পর্দায় এই সংলাপ ছিল তাঁরই। ঠাণ্ডা গলার সেই হুমকি শিরদাঁড়া দিয়ে হিমেল স্রোত বইয়ে দেয় এখনও। 'আতঙ্ক' ছবিতে সেই হুমকি দেওয়া হয়েছিল সৌমিত্র চট্টোপাধ্যায়কে (Soumitra Chatterjee)। দিয়েছিলেন সুমন্ত মুখোপাধ্যায় (Sumanta Mukherjee)। আর এবার তিনি নিজেই সেই মাস্টারমশাইয়ের ভূমিকায়। দেখে ফেলেছেন একটা খুনও!


শিলাদিত্য মৌলিকের (Shiladitya Moulick) ছবি 'মাস্টারমশাই আপনি কিছু দেখেননি'-তে মাস্টারমশাইয়ের ভূমিকায় অভিনয় করছেন সুমন্ত মুখোপাধ্যায়। যে সংলাপ তাঁর মুখে কালজয়ী হয়েছিল, সেই সংলাপের নামাঙ্কিত ছবিতে মাস্টারমশাইয়ের ভূমিকায় অভিনয় করে কেমন লাগছে? এবিপি লাইভের প্রশ্নের উত্তরে একটু হেসে সুমন্ত বললেন, 'এই অভিজ্ঞতাটা বেশ মজার। আতঙ্ক ছবির এই সংলাপটা নিয়ে যে একটা আস্ত ছবি হতে পারে সেটা আমি ভাবতেই পারিনি। পরিচালক শিলাদিত্য মৌলিক এই সাহস দেখাচ্ছেন। ছবির চিত্রনাট্যও বেশ গুছিয়ে লেখা। সংলাপও বেশ আধুনিক। তবে আতঙ্ক ছবির গল্পের থেকে আলাদা। কেবল একটা মিল আছে। গল্প প্রদক্ষিণ হয় মাস্টারমশাইয়ের একটি খুন দেখে ফেলা নিয়ে। ছাত্র রাজনীতি এই ছবির একটা বড় অংশ জুড়ে রয়েছে।'


আরও পড়ুন: Sabyasachi Chowdhury Exclusive: 'সেই ৫০ টাকাটা আমার কাছে এখনও রাখা আছে..'


ছবিতে নুসরত জাহানের (Nusrat Jahan) বাবার চরিত্রে অভিনয় করছেন সুমন্ত। এই ছবিতে অভিনয় করছেন এক ঝাঁক তরুণ প্রজন্ম। সবার সঙ্গে কাজের অভিজ্ঞতা কেমন? সুমন্ত বলছেন, 'নুসরতকে আমার প্রতিভাবান শিল্পী বলেই মনে হয়েছে। বেশ সাবলীল অভিনয়। আরও একজনের কথা আলাদা করে বলতে হয়, সেটা দেবাশীষ (মণ্ডল)। অভিনয় নিয়ে ওর বেশ পড়াশোনা রয়েছে। কাজ করার সময় ও যা যা বক্তব্য রাখছে তা বেশ ভেবেচিন্তে।'


ছবির পাশাপাশি ধারাবাহিক 'গৌরী এল'-তে অভিনয় করছেন সুমন্ত। এছাড়া 'ফেলনা'-র কাজ তো রয়েছেই। এত কিছু একসঙ্গে সামলান কীভাবে? একটু হেসে সুমন্ত বললেন, 'কিভাবে যেন হয়ে যায় সব। গৌরী এল-র শ্যুটিং এখন বাইরে হচ্ছে। কলকাতায় ফিরলে আমার অংশের শ্যুটিং শুরু হবে। এই মাসের শেষের দিক থেকে সম্প্রচার শুরু হওয়ার কথা শুনছি।'