এক্সপ্লোর
দেখুন, দুবাইতে সানি লিওনের ছুটিযাপনের ছবি
শুধু ট্যুইটারে নয়, ইনস্টাগ্রামেও ছুটির ছবি শেয়ার করেছেন সানি। সঙ্গে স্বামী ড্যানিয়েল। এছাড়াও পুলে ভাসমান সানির ছবি এখন ভাইরাল।

মুম্বই: কয়েকদিন আগেই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন বাচ্চাদের জন্মদিন পালনের ছবি। এবার তিনি শেয়ার করলেন দুবাইতে স্বামী ও বাচ্চাদের সঙ্গে ছুটি কাটানোর ছবি। সানির সেইসব ছবি রীতিমতো ভাইরাল! একসঙ্গে তিনটি ছবি ট্যুইটার হ্যান্ডেলে শেয়ার করেছেন সানি। ক্যাপশনে লিখেছেন, ‘সানি ডে ইন দুবাই’।
A #Sunny day in Dubai!! ☀️ pic.twitter.com/hPQC8VvGjL
— Sunny Leone (@SunnyLeone) October 30, 2019
শুধু ট্যুইটারে নয়, ইনস্টাগ্রামেও ছুটিযাপনের ছবি শেয়ার করেছেন সানি। সঙ্গে স্বামী ড্যানিয়েল। এছাড়াও পুলে ভাসমান সানির ছবি এখন ভাইরাল।
সম্প্রতি একটি চ্যারিটি ফাংশনের জন্য পেন্টিং বিক্রি নিয়ে বিতর্কের কেন্দ্রে উঠে এসেছে সানির নাম। একটি ছবি সানি এঁকে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেন। কিন্তু অন্য এক পেন্টার ওই ছবিটি নকল বলে দাবি করেন। তার প্রত্যুত্তরও দেন সানি। বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















