এক্সপ্লোর
মনোনয়ন জমা দিলেন উর্মিলা মাতণ্ডকর ও প্রিয়া দত্ত, সঞ্জয় বললেন, ‘বোন বললে ভোটেও দাঁড়াব’
1/6

প্রিয়া দত্ত এবারও প্রতিদ্বন্দ্বিতা করবেন বিজেপি প্রার্থী পুনম মহাজনের বিরুদ্ধে। ২০১৪ সালের নির্বাচনে প্রিয়া পুনমের কাছে হেরেছিলেন ১ লক্ষ ৮৬ হাজার ভোটে। (ছবি সৌজন্যে- মানব মঙ্গলানি)
2/6

বোনের মনোনয়ন পত্র জমার পর সঞ্জয় বলেন, “আমি সবসময় প্রিয়ার পাশে ছিলাম এবং ওর পাশেই দাঁড়াব। যদি আমার বোন আমাকে ভোটে লড়তে বলে আমি তাই করব।আমি ওর কথা হৃদয় দিয়ে ভাবি। পাঁচ বছর পর আমার বোন ভোটে লড়বে, ও যা চাইবে আমি তাই করব।”
Published at : 08 Apr 2019 04:30 PM (IST)
Tags :
Sanjay DuttView More






















