কলকাতা: আর জি কর কাণ্ডের প্রতিবাদে একের পর এক শিল্পীর পদ ও পুরস্কার প্রত্যাখ্যানের ঢল। আর জি কর কাণ্ডের প্রতিবাদে এবার পদত্যাগ করলেন শিল্পী সনাতন দিন্দা। রাজ্য চারুকলা পর্ষদের সদস্যপদ ছাড়লেন সনাতন। দীর্ঘদিন রাজ্য চারুকলা পর্ষদের কার্যকরী সদস্য ছিলেন তিনি। পশ্চিমবঙ্গ নাট্য অ্যাকাডেমি পুরস্কার প্রত্যাখ্যান অভিনেতা সুপ্রিয় দত্তর। নাট্য অ্যাকাডেমি পুরস্কার ফেরালেন নাট্যকর্মী সঞ্জিতা মুখোপাধ্য়ায়। শম্ভু মিত্র পুরস্কার ফেরালেন আবহশিল্পী শুভদীপ গুহ।
এই আবহে সুপ্রিয় দত্ত বলছেন, 'আজ অবধি কোনও সিনেমা বা ধারাবাহিকের পুরস্কার নিইনি। ২০২১ সালে বিশিষ্ট অভিনেতা হিসেবে এই ১০ হাজার টাকা নিয়েছিলাম থিয়েটারের পুরস্কার হিসেবেই। তারপরে এই নক্কারজনক পরিস্থিতিতে পুরস্কারটা কোথাও যেন ভার বলে মনে হচ্ছিল। মনে হচ্ছিল ঘাড়ের ওপর চেপে আছে। কিন্তু আমি কিছু বলছিলাম না। কিন্তু তারপরে যখন ওনাদের একজন বিধায়ক বললেন, এগুলো কি ফেরত দেবেন? তখন আমি একটু নড়েচড়ে বসলাম। মনে হল.. কী বলছে এটা? আমায় মুক্তি করে দিক। আমি এই ভার বইতে পারছি না। এটা আমি ফেরত দিলাম।'
নাট্যকর্মী সঞ্জিতা মুখোপাধ্য়ায় বলছেন, 'পরিপ্রেক্ষিতটা দীর্ঘ। বেশ কিছুদিন ধরে নান কারণেই খুবই বিব্রত, বিরক্ত হয়ে রয়েছি বর্তমান প্রশাসনের ওপরে। সারা পৃথিবীর মানুষ রাস্তায় আমাদের মেয়ের বিচার চেয়ে। এই পরিস্থিতিতে আগুনে ঘি দেওয়ার মতো মাননীয় কাঞ্চন মল্লিক আমাদের যেভাবে বললেন যে আপনারা কি বেতন নেবেন না? সরকারী পুরস্কার নেবেন না? নিয়েছেন তো। তাঁর যা কথা বলার শরীরী ভঙ্গিমা এত কুৎসিত আর কদর্য্য, আমার মনে হচ্ছে যেন প্রশাসনকেই দেখতে পাচ্ছি। আমি যদি প্রশাসনের চরিত্রে কাউকে অভিনয় করাই তাহলে সেটা তিনিই। স্বাধীনতা সংগ্রামের সময় তো যার কাছে যা আছে তিনি সেটা দিয়ে দিতেন। উৎসর্গ করতেন। আমি আমার আগামী প্রজন্মকে এই পুরস্কার ছেড়ে দেওয়াটা উৎসর্গ করলাম। আমরা শুধু রাস্তায় নামিনি, রাস্তায় সোজা হয়ে দাঁড়িয়ে রয়েছি। ওই মন্তব্যগুলো হল নামা। আমরা নামিনি। আমরা জাতে উঠেই আছি। দাঁড়ানো আর নেমে যাওয়া দুটো এক কথা নয়।'
আরও পড়ুন: RG Kar Issue: 'আরজি কর কাণ্ডে মন ভাল নেই', গানের অনুষ্ঠান স্থগিত রাখলেন জয়-লোপামুদ্রা
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।