কলকাতা: তাঁর নাম বারে বারে উঠে এসেছে বিভিন্ন বিতর্কে। আইনিভাবে তিনি জড়িয়েও গিয়েছিলেন এক অভিনেত্রীর মৃত্যুরহস্যের সঙ্গে। তবে প্রমাণের অভাবে সেই মামলা থেকে মুক্তি পেয়েছেন তিনি। এরপরে, অনেকটাই এগিয়ে গিয়েছে তাঁর জীবন। নতুন সম্পর্কে জড়িয়েছেন তিনি, দীর্ঘ সেই প্রেমের সম্পর্কে অবশ্য কোনও সমস্যার কথা শোনা যায়নি। তবে, একটি সাক্ষাৎকারে, নিজের জীবন, সম্পর্ক নিয়ে মুখ খুললেন সূর্য পাঞ্চোলি (Suraj Pancholi)। 


জিয়া খান (Jiah Khan) মৃত্যুরহস্যে সূর্যের নাম জড়িয়ে গিয়েছিল। জিয়ার সঙ্গে মৃত্যুর সময় অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে ছিলেন তিনি। জিয়ার পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়েছিল, সূর্যর সঙ্গে সম্পর্কে সমস্যার কারণেই আত্মহত্যা করতে বাধ্য হয়েছিলেন জিয়া। ২০১৩ সালে জিয়ার ফ্ল্যাট থেকে উদ্ধার হয়েছিল তাঁর ঝুলন্ত মৃতদেহ। জিয়ার মা রাবিয়া খান অভিযোগ করেছিলেন সূর্যের বিরুদ্ধে। তাঁর নামে জারি হয়েছিল মামলাও। কিন্তু সেই মামলায় কোনওরকম পর্যাপ্ত প্রমাণ না পাওয়ার জন্য সূর্য বেকসুর খালাস পেয়ে যান। 


সম্প্রতি, একটি সাক্ষাৎকারে তাঁর সম্পর্ক ও জিয়া খানকে নিয়ে মুখ খুলেছিলেন সূর্য। তিনি বলেছেন, 'জিয়ার সঙ্গে আমার জীবনের সবচেয়ে সংক্ষিপ্ত সম্পর্কটা ছিল। জিয়ার মৃত্যুর পরে আমি অবসাদে চলে গিয়েছিলাম, আর তখন আমায় সামলেছিলেন আমর বর্তমান প্রেমিকাই। এরপরে, ৭ বছর ধরে ওর সঙ্গেই সম্পর্কে রয়েছি আমি। ভালবাসায় আমি বিশ্বাস হারাইনি। আমার এই সম্পর্কে কোনও সমস্যা হয়নি। কেউ আপনাকে ভালবাসে, এই অনুভূতিটই ভীষণ সুন্দর। জিয়া খানের মৃত্যুর পরে সবাই ভেবেছিল, আমি খুব খারাপ। শুধু মানুষ হিসেবে নয়, প্রেমিক হিসেবেও নাকি আমি ভীষণ খারাপ। তবে আমার একমাত্র কাছের মানুষই জানেন, আমি ঠিক কেমন।'


মাত্র ২৫ বছর বয়সে আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন জিয়া। কেরিয়ারের গতি মন্দ ছিল না জিয়ার। কিন্তু তাঁর হঠাৎ মৃত্যু নড়িয়ে দিয়েছিল গোটা বলিউডকে। একটি অ্যাপার্টমেন্টে একাই থাকতেন জিয়া। তবে অভিনেত্রীর পরিবারের তরফ থেকে বলা হয়, প্রেমিক সূর্য পাঞ্চোলির সঙ্গে লিভ ইন করতেন জিয়া। ২০১৩ সালের ৩ জুন মুম্বইতে সেই ফ্ল্য়াট থেকেই উদ্ধার হয় জিয়ার নিথর দেহ। ২০১২ সাল থেকেই সূর্যের সঙ্গে সম্পর্কে ছিলেন জিয়া। 


অভিনেত্রীর পরিবারের তরফ থেকে অভিযোগ করা হয়, সম্পর্কে থাকাকালীনই জিয়াকে নানারকমভাবে হেনস্থা করতেন সূর্য। মানসিক টানাপোড়েনেই আত্মহত্যায় বাধ্য হয়েছেন জিয়া। দীর্ঘ ১০ বছর ধরে চলছে এই মামলা। আর আজ, বিশেষ সিবিআই আদালতে, উপযুক্ত তথ্যপ্রমাণের অভাবে সূর্যের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ খারিজ করে দিয়েছিল বিশেষ সিবিআই আদালত। 


আরও পড়ুন: 'অন্য় রূপকথা'-র ট্রেলার লঞ্চ অনুষ্ঠানে হাজির রুদ্রনীল-রূপঙ্কর সহ ছবির অন্য়ান্য় কলাকুশলীরা