এক্সপ্লোর
এভাবেই ক্যামেরার আড়ালে 'ড্রামাকুইন'দের নকল করতেন সুশান্ত, ভিডিও শেয়ার করলেন স্বস্তিকা
আর ঠিক তিন দিন।২৪ জুলাই ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাবে সুশান্ত সিংহ রাজপুত অভিনীত ছবি দিল বেচারা। ছবিতে সঞ্জনা সাঙ্ঘির মায়ের ভূমিকায় অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে অফস্ক্রিনেও দারুণ রসায়ন ছিল সুশান্তের।

কলকাতা: আর ঠিক তিন দিন।২৪ জুলাই ওটিটি প্ল্যাসটফর্মে মুক্তি পাবে সুশান্ত সিংহ রাজপুত অভিনীত ছবি দিল বেচারা। ছবিতে সঞ্জনা সাঙ্ঘির মায়ের ভূমিকায় অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী স্বস্তিকা মুখোপাধ্যায়। তাঁর সঙ্গে অফস্ক্রিনেও দারুণ রসায়ন ছিল সুশান্তের। ইদানীং, শ্যুটিংয়ের নানা মুহূর্ত, সুশান্তের সঙ্গে কাটানো বিভিন্ন সময়ের ছবি পোস্ট করেন স্বস্তিকা। এবার তিনি শেয়ার করলেন সুশান্তের একটি মজার ছবি। যেখানে তাঁকে নায়িকা সুলভ ভঙ্গিতে হাসতে দেখা যাচ্ছে। ছবি মুক্তির আর ৩দিন বাকি। সেই কথা উল্লেখ করে স্বস্তিকা সুশান্তকে উদ্দেশ্য করে লেখেন, কী উত্তেজনা হচ্ছে ভাই...তিনি আরো লেখেন, এভাবেই ক্যাসমেরার পিছনে ড্রামাকুইনদের নকল করে মজা করতেন সুশান্ত। কখনও সুশান্তের সঙ্গে তাঁর নাচের ভিডিও শেয়ার করেছেন স্বস্তিকা, কখনও আবার আবেগী বার্তা। এভাবেই এখন স্বস্তিকার টাইমলাইন জুড়ে এখন দিল বেচারার নায়ক।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
পার্সোনাল ফিনান্স





















