এক্সপ্লোর
‘পিকে’-র আমিরের পর এবার নিজের পরবর্তী ছবি ‘ড্রাইভ’-এর জন্যে ‘নটি’ হবেন সুশান্ত?

মু্ম্বই: বলিউড নায়কদের নয়া ট্রেন্ড সমস্ত আভরণ ছেড়ে নিজের উন্মুক্ত শরীর ছবির প্রয়োজনে ব্যবহার করা। এর আগে দর্শকদের সামনে সব ছেড়ে সামনে শুধু একটি রেডিও ধরে রেখে 'পিকে' ছবিতে প্রকাশ্যে এসেছিলেন আমির খান। এবার সেই একই পথে হাঁটতে চলেছেন সুশান্ত সিংহ রাজপুত। সুশান্ত তাঁর পরবর্তী ছবি 'ড্রাইভ'-এ শরীর থেকে সমস্ত পোশাক ছেড়ে সামনে আসতে চলেছেন দর্শকের। গোপন সূত্রে খবর, ছবির এই দৃশ্যটি করার জন্যে সুশান্তকে সমস্ত পোশাক ছাড়তে হত, এবং জানা গিয়েছে পরিচালকের সেই দাবিতে সহমত হয়েছেন সুশান্ত। এই ছবিই হচ্ছে সুশান্তের কেরিয়ারের প্রথম অ্যাকশন ফিল্ম। প্রসঙ্গত, বলা যেতেই পারে এইমুহূর্তে বলিউডে সবচেয়ে ভাল শরীরী গঠন রয়েছে এমন কিছু নায়কের মধ্যে অন্যতম হলেন সুশান্ত। দিন কয়েক আগে মারিও টেস্টিনোর একটি ফটোশ্যুটের জন্যে নিজের তওয়ালে প্রায় খুলে সকলের সামনে এসেছিলেন তিনি।
এবার ছবির প্রয়োজনে সেই সুযোগ পেয়েও গেলেন তিনি, যেখানে সুশান্তকে দেখা যাবে উন্মুক্ত শরীরে। ছবিতে সুশান্ত ছাড়াও রয়েছেন জ্যাকলিন ফার্নান্ডেজ। এটি একটি হলিউডি ছবির রিমেক।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও পড়ুন






















