কলকাতা: ২০২০ সালে মুক্তি পায় 'চিনি' (Cheeni)। প্রযোজনা সংস্থা 'শ্রী ভেঙ্কটেশ ফিল্মস'-এর (Sree Venkatesh Films) প্রযোজনায়, মৈনাক ভৌমিকের (Mainak Bhaumik) পরিচালনায় এই ছবি দর্শকদের মনে ধরে। টানা ১০০দিন প্রেক্ষাগৃহে এই ছবি রমরমিয়ে চলে। এবার সেই ফ্র্যাঞ্চাইজির দ্বিতীয় ছবি 'চিনি ২' (Cheeni 2) ঘোষণা করা হল প্রযোজনা সংস্থার তরফে। এবারেও পরিচালক মৈনাক ভৌমিক। এবারেও ছবিতে মজা, হাসির সঙ্গে আবেগের মিশেল থাকবে বলেই জানা যাচ্ছে।
আসছে নতুন ছবি 'চিনি ২'
পারিবারিক ড্রামা, একে অপরের সঙ্গে সম্পর্ক, সেই সম্পর্কের টানাপোড়েন, ইতিবাচকতা, বাস্তবতা, এই সবকিছুই মানুষকে 'চিনি'র প্রতি আকৃষ্ট করেছিল। এবার ফের এক ফ্রেমে মৈনাক ভৌমিক নিয়ে আসতে চলেছেন অপরাজিতা আঢ্য (Aparajita Adhya) ও মধুমিতা সরকারকে (Madhumita)। মধ্যবয়সী মা 'মিষ্টি'র চরিত্রে অপরাজিতা। অন্যদিকে অল্পবয়সী, চনমনে মেয়ে 'চিনি'র চরিত্রে মধুমিতা সরকার। এই ছবিতে দেখা যাবে স্বামী শুভর সঙ্গে থাকেন মিষ্টি। তাঁর স্বামীর চরিত্রে দেখা যাবে অনির্বাণ চক্রবর্তীকে (Anirban Chakrabarti)। এছাড়াও দেখা যাবে 'প্রেম টেম' খ্যাত নায়ক সৌম্য মুখোপাধ্যায়কে (Soumyo Mukherjee)। তাঁর চরিত্রের নাম 'স্যামি'। 'প্রসেনের দলবল'-এর (Prasen er Dolbol) সঙ্গীত পরিচালনায়, মধুরা পালিতের (Modhura Palit) সিনেম্যাটোগ্রাফিতে বড়পর্দায় ফিরছে চিনি। আগামী ১৬ মার্চ শুরু হতে চলেছে ছবির শ্যুটিং। মূলত কলকাতাতেই হবে শ্যুটিং।
১৪ মার্চ মোশন পোস্টারের মাধ্যমে ছবির নাম ঘোষণা করা হয়েছে। 'চিনি' ছবিতে দেখা গিয়েছিল এক আধুনিক কর্মরতা মেয়ের গল্প। তাঁর মায়ের সঙ্গে ভালবাসা-ঝগড়া-খুনসুটির সম্পর্কের গল্প। তবে নির্মাতাদের দাবি 'চিনি ২' আরও ভাল হবে, এবং দর্শকদের মনে স্থায়ী জায়গা করে নেবে। এই ছবিতে মা-মেয়ের চরিত্রে দেখা যাবে না মিষ্টি ও চিনিকে। বরং সম্পূর্ণ ভিন্ন মতে বিশ্বাসী, সম্পূর্ণ উল্টো দৃষ্টিকোণ সম্পন্ন দুই আলাদা চরিত্রে দেখা যাবে তাঁদের। যাঁরা দুটি আলাদা সামাজিক স্তর থেকে এসেছে এবং একমাত্র আবেগের সুতো দিয়ে একে অপরের সঙ্গে একাত্ম বোধ করবেন।
মৈনাক ভৌমিকের কথায়, 'চিনি ২ একেবারে সাধারণ একটি গল্প যেখানে মানুষের আবেগের একাধিক উপাদান মিলবে। আমার পরিবারের সঙ্গে ফের সেটে ফেরার অনুভূতিটাই আলাদা। অপা দি ও মধুমিতার সঙ্গে কাজ করা সবসময়েই আনন্দের। এই সুযোগ দেওয়া ও সাপোর্ট করার জন্য এসভিএফকে ধন্যবাদ।'