কলকাতা: সমাজমাধ্যমে স্বস্তিকা মুখোপাধ্যায়ের (Swastika Mukherjee) নতুন সিনেমার পোস্টারের ছবি দিয়ে কটাক্ষ করেছিলেন তৃণমূলের প্রাক্তন রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ (Kunal Ghosh)। নিজের এক্স হ্যান্ডলে স্বস্তিকা মুখোপাধ্যায়ের ছবি দেওয়া 'টেক্কা' (Tekka)-র একটি ছবি পোস্ট করেছিলেন কুণাল। পাশে লেখা, 'আমার মেয়েকে ফেরাবে কে?' এই ছবি পোস্ট করে কুণাল লিখেছেন, 'যদিও ছবিটির বিষয়বস্তু অপহরণের, তবু, এই RG Kar আবহে ট্র্যাজেডিকে কাজে লাগিয়ে সিনেমার প্রমোশনের কৌশল, একটু চোখে লাগছে। 'উৎসবে ফিরব না' অথচ 'সিনেমার পোস্টারে ফিরব', এটাও দ্বিচারিতা। শ্রীজিতের ছবি আমার প্রিয়। কিন্তু, যতই ছবির থিম হোক, সবাই বুঝবেন, কোন আবেগকে প্রচারে ব্যবহার করা হল।' নিজের এক্স হ্যান্ডেলে (প্রাক্তন ট্যুইটার) এই ছবিটি শেয়ার করে এই মন্তব্য করেছেন কুণাল। এবিপি লাইভ বাংলাকে (ABP Live Bengali) দেওয়া সাক্ষাৎকারে, এবার সেই মন্তব্যের পাল্টা উত্তর দিলেন স্বস্তিকা। 


আরও পড়ুন: Ranjit Mallick on Durga Puja: পুজো হবে, উৎসব নয়, ১০০ বছরে প্রথমবার বন্ধ থাকবে রঞ্জিত মল্লিক-কোয়েলদের বাড়ির দরজা


স্বস্তিকা কুণাল ঘোষ প্রসঙ্গে বলেন, 'প্রথমত, আমি খুব একটা এক্স অ্যাকাউন্ট ব্যবহার করি না। ফেসবুক আর ইনস্টাগ্রামই আমার সময় নিয়ে নেয় অনেকটা। আর তার বাইরেও তো কিছু কাজ করতে হবে। সারা জীবনটা তো আর সোশ্যাল মিডিয়ায় দিতে পারব না। কিন্তু এটুকু বলতে পারি, উনি হয়তো জানেন না সিনেমার দুনিয়াটায় কীভাবে কাজ হয়। ঠিক যেমন আমি ওঁর কাজটা জানি না। এখন অবশ্য সবাই না জানাটাকেই ক্রেডিট হিসেবে ভাবেন। আমি জানি না, কিন্তু আমি সব বিষয় নিয়ে মন্তব্য করি, এটাই যেন তাঁদের মুকুটে আরেকটা পালক। এটাই বোধহয় ওঁর ইউএসপি। একজন অভিনেতা কখনোই ঠিক করতে পারেন না পোস্টারে কোন ছবি বা লেখা যাবে। এটা আমার কাজ নয়, আমায় জিজ্ঞাসা করেও কেউ পোস্টার তৈরি করেন না। এটা সম্পূর্ণ পরিচালক আর প্রযোজকের দায়িত্ব। ওঁর হয়তো মহিলাদের টার্গেট করতে ভাল লাগে। এই ধরণের কাজটাকে মাথায় নেওয়ারই প্রয়োজন মনে করছি না। ওঁর যদি এই বিষয়টা নিয়ে আপত্তি থাকে তাহলে দেব আর সৃজিতের সঙ্গে কথা বলুন। আমি মহিলা বলে আমায় সব দায়িত্ব নিতে হবে এমন কোথাও লেখা নেই।'


আরও পড়ুন: Kunal Ghosh on Tekka Movie: আরজি কর আবেগকে কাজে লাগিয়ে 'টেক্কা'-র প্রচার? কুণালের নিশানায় স্বস্তিকা-সৃজিত


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।