মুম্বই: বলিউড অভিনেত্রী তাপসী পান্নু (Taapsee Pannu) তাঁর জনপ্রিয় ছবি 'থাপ্পড়'-এর (Thappad) দুবছর পূর্তি উদযাপন করছেন। এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'থাপ্পড়' ছবির একটি ভিডিও পোস্ট করে তিনি সকলের উদ্দেশে বার্তা দিয়েছেন যে এই ছবি 'পুরুষতান্ত্রিক সমাজের উদ্দেশে আসলে থাপ্পড়।'


এদিন নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে 'থাপ্পড়' ছবির ট্রেলারটি পোস্ট করেছেন বলিউড অভিনেত্রী তাপসী পান্নু। ভিডিও পোস্ট করে তিনি লিখেছেন, 'দু'বছর পরও এই 'থাপ্পড়'-এর আওয়াজ শোনা যাচ্ছে। পরিচালক অনুভব সিনহার 'থাপ্পড়'-এর দু'বছর পূর্তি উদযাপন করছি। এই ছবি সমগ্র পুরুষতান্ত্রিক সমাজের উদ্দেশে আসলে 'থাপ্পড়'। দুবছর আগে আজকের দিনেই মুক্তি পায় তাপসী পান্নু অভিনীত 'থাপ্পড়'। এই ছবিতে বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দিয়া মির্জা, কুমুদ মিশ্রা, রত্না পাঠক শাহ, রাম কপূর, মানব কৌল, অঙ্কুর রাঠি প্রমুখ অভিনেতারা। এই ছবিতে তাপসী পান্নুর বিপরীতে দেখা যায় পাভেল গুলাটিকে।



আরও পড়ুন - Gangubai Kathiawadi: তিনদিনে কি ৪০ কোটি টাকার ব্যবসা করতে পারল 'গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি'?


প্রসঙ্গত, কিছুদিন আগেই নেপোটিজম প্রসঙ্গে মুখ খোলেন তাপসী পান্নু। তাঁর কেরিয়ারে এটি কী প্রভাব ফেলেছে, সে সম্পর্কে জানান। তাপসী পান্নু জানান, কেরিয়ারের শুরু থেকেই তাঁর সঙ্গে স্টার কিডদের তুলনা টানা হত। বিভিন্ন প্রযোজক পরিচালকরা তাঁর সঙ্গে স্টার কিডদের তুলনা করতেন। শুধু তাই নয়, তিনি স্টার কিড না হওয়ায় বেশ কিছু ছবি হাতছাড়াও হতে হয়েছে কেরিয়ারের শুরুতে। পরবর্তীতে তাই তাঁর মধ্যে জেদ তৈরি হয়ে যায় যে, তিনি এমন ধরনের কাজ করবেন, যাতে স্টার কিড না হওয়া সত্বেও পরিচালক প্রযোজকরা তাঁর সঙ্গে বারবার কাজ করতে চাইবেন। আর নিঃসন্দেহে সেই কাজটা করতে পেরেছেন তাপসী পান্নু। বিভিন্ন পরিচালক প্রযোজকদের প্রথম পছন্দের অভিনেত্রী হিসেবে জায়গা পাকা করে ফেলেছেন। তাঁকে খুব শীঘ্রই দেখা যাবে 'উও লড়কি হ্যায় কাঁহা', 'ব্লার', 'সাবাস মিঠু' ছবিতে।