মুম্বই: পতৌদি খানদানের ছোটে নবাব তৈমুর আলি খান, মায়ের কোলে চেপে বন্ধুর বাড়ি খেলতে যাক, বা বিমানবন্দরে বাবার কাঁধে মাথা রেখে ঘুম। সবসময়ই ক্যামেরার নজরে থেকেছে। আবার প্রকাশ্যে তৈমুরের চুল আঁচড়ানোর ছবিও ভাইরাল হয়ে যায়। সোশ্যাল মিডিয়ায় তারকা-সন্তানদের মধ্যে অন্যতম জনপ্রিয় সে। প্রসঙ্গত, জন্মের দিন থেকে করিনা-পুত্রর নামকরণের মুহূর্ত সবকিছু নিয়েই সংবাদমাধ্যমে জোর চর্চা হয়েছে। সম্প্রতি জানা গেল তৈমুর জিম যাওয়া শুরু করেছে। হ্যাঁ, ঠিকই পড়ছেন, জিমে যাচ্ছে এই খুদে। আর তারজন্যে টুইটারে ঠাট্টা-তামাশার ঢল। সম্প্রতি বান্দ্রা পশ্চিমে মাই জিম নামের একটি ফিটনেস সেন্টারের বাইরে ন্যানির কোলে চেপে দেখা যায় তৈমুরকে। নীল রঙের পোশাকে তৈমুরকে জিমের বাইরে খুবই উজ্জীবিত চেহারায় দেখা গিয়েছে। জানা গিয়েছে, ওই জিমে ছ সপ্তাহ থেকে ১০ বছর বয়সি বাচ্চাদের সঠিক মস্তিষ্ক, শারীরিক এবং মানসিক উন্নতির জন্যে বিভিন্ন রকমের ব্যবস্থা আছে। আর সেই বিশেষ ব্যবস্থাই উপভোগ করে তৈমুর। সূত্রের খবর ওই জিমে সপ্তাহে একটা করে গান, নাচ, রিলে, খেলার, স্পেশাল রাইড সহ নানা রকমের ক্লাস নেওয়া হয়। আর সেখানেই একবছরের জন্যে ছেলেকে নিযুক্ত করেছে মা করিনা। তবে তারপর থেকেই সোশ্যাল মিডিয়া ছেয়ে গিয়েছে তৈমুরকে নিয়ে নানা মজার পোস্ট দেখুন তারই ঝলক