কলকাতা: নিখিল আডবাণীর ছবি 'বেদা'-র শুটিং শুরু হয়েছে ইতিমধ্য়েই। এই ছবিতে মুখ্য় চরিত্রে অভিনয় করছেন জন আব্রাহাম (John Abraham) ও অভিনেত্রী শর্বরী ওয়াঘ (Sharvari Wagh)। রাজস্থানের বুকে চলছে ছবির শ্য়ুটিং। এরইমধ্য়ে প্রকাশ্য়ে এল নতুন খবর। জানা যাচ্ছে, এই ছবিতে দেখা মিলতে চলেছে অভিনেত্রী তমান্না ভাটিয়ারও (Tamannaah Bhatia)। পরিচালক নিজেই ইন্সটাগ্রামে একটি পোস্টের মাধ্য়মে প্রকাশ্য়ে এনেছেন এই খবর।
আরও পড়ুন...
বাড়ছে কনঞ্জাকটিভাইটিস, এই উপসর্গগুলি দেখলেই সতর্ক হোন, কী করবেন, কী করবেন না
এই ছবি প্রসঙ্গে তমান্না জানিয়েছেন,'নিখিল যেভাবে গল্প বলে, তা সবসময় প্রশংসার যোগ্য়। তাঁর গল্প বলার দক্ষতা ও নৈপুণ্য়তা অন্য় পরিচালকদের থেকে তাঁকে আলাদা করে দেয়। আমরা প্রথমবার একসঙ্গে কাজ করতে চলেছি। এমন সুযোগ পেয়ে আমি যথেষ্ট উচ্ছ্বসিত। পাশাপাশি এই ছবিতে আমার চরিত্র নিয়েও আমি বেশ আশাবাদী।'
অন্য়দিকে, পরিচালক নিখিল আডবাণী জানিয়েছেন,'তমান্না পর্দায় থাকলে ছবিতে আলাদা চমক আসে। তাঁর অভিনয় দক্ষতার কারণেই এই ছবির অফার নিয়ে আমি ওঁর কাছে যাই, ওঁর সঙ্গে কাজ করার জন্য় আমি ও আমার ছবির টিম রীতিমত মুখিয়ে আছে।'
প্রসঙ্গত, কিছুদিন আগেই 'লাস্ট স্টোরিজ ২' (Lust Stories 2)-তে একসঙ্গে দেখা গিয়েছিল বিজয় ভার্মা ও তমন্না ভাটিয়াকে। টিনসেন টাউনে কান পাতলেই শোনা যায় এই ডুয়োর প্রেমের গুঞ্জনও।
উল্লেখ্য়, সম্প্রতি এক সাক্ষাৎকারে তমন্নাকে প্রশ্ন করা হয়েছিল, তাঁর প্রেমিকের মধ্যে কী কী পছন্দ করেন তিনি? উত্তরে নায়িকা বলেন, 'সবকিছু'। এরপর নায়িকা বলেন, 'আমার মনে হয়, বিজয় মানুষ হিসেবে দুর্দান্ত। আমার মনে হয়, এটাই ওর সবচেয়ে ভাল গুণ। এছাড়াও আরও অনেক কিছু রয়েছে। কিন্তু এক কথায় বলতে হলে আমি এটুকুই বলব।'
সেই সাক্ষাৎকারে বিয়ে নিয়েও মুখ খোলেন তমন্না। তিনি বলেন, 'বিয়ে কেবল দুটো মানুষের মধ্যে হয় না। যখন আপনি একজন মানুষকে পছন্দ করছেন, সেই সঙ্গে সঙ্গে, তাঁর পরিবারটাকেও পছন্দ করছেন, ভালবাসছেন। যে পরিবারে একটা মানুষ জন্মায়, বড় হয়, তার ওপর তার কোনও হাত থাকে না। কিন্তু যখন সে তার জীবনসঙ্গীকে পছন্দ করতে যায়.. সেটার ওপর তার অধিকার আছে। আর তাই, জীবনসঙ্গীকে পছন্দ করা আর পরিবারকে পছন্দ করা সমান।'
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন