কলকাতা: 'বিয়ারবাইসেপস' রণবীর এলাহবাদিয়া (Ranveer Allahbadia)-র আপত্তিকর মন্তব্যের তদন্তে নয়া মোড়। মহারাষ্ট্র সাইবার পুলিশ এই মামলার তদন্ত করতে গিয়ে তলব করে পাঠিয়েছে একাধিক পরিচিত তারকাকে। যাঁরা 'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' (India's Got Latent) -এ কখনও না কখনও বিচারকের ভূমিকায় থেকেছেন, এমন বেশ কিছু সেলিব্রিটিকে তলব করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ। আর এই তালিকায় নাম রয়েছে অভিনেত্রী রাখী সবন্ত (Rakhi Sawant), উরফি জাভেদ (Uorfi Javed), তন্ময় ভট্ট (Tanmay Bhatt), সিদ্ধান্ত চতুর্বেদী (Siddhant Chaturvedi) ও দীপক কালাল (Deepak Kalal) -কে তলব করেছে মহারাষ্ট্র সাইবার পুলিশ।
একজন সিনিয়র পুলিশ অফিসার এই তথ্যে সিলমোহর দিয়েছে যে এই তারকাদের তলব করা হয়েছে। পরিচিত ইউটিউবার, কমেডিয়ান ও এমন কিছু অভিনেতা অভিনেত্রী, যাঁরা কখনও না কখনও এই সময় রায়না-র শো -এর বিচারকের আসনে বসেছেন, তাঁদেরই ডেকে পাঠিয়েছে পুলিশ। জানা যাচ্ছে, সম্মতি পাণ্ডে বলে একজন এই শো ও রণবীর এলাহবাদিয়ার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি এই সময় রায়নার শো-এর নিয়মিত দর্শক। সাবস্ক্রাইবারও। সেই অভিযোগের ভিত্তিতে মহারাষ্ট্র সাইবার পুলিশ রণবীর এলাহবাদিয়া, আশীষ চাঁচলানি (Ashish Chanchlani), অপূর্ব মুখীজা (Apoorva Mukhija) ও এই শো-এর ক্রিয়েটার সময় রায়নার বিরুদ্ধে অভিযোগ দায়ের করে।ইতিমধ্যেই সময় রায়না ইউটিউব থেকে সমস্ত বিতর্কিত ভিডিও সরিয়ে দিয়েছেন।
'ইন্ডিয়াজ গট ল্যাটেন্ট' (India's Got Latent) -এ এসে রণবীর এক প্রতিযোগীকে প্রশ্ন করেছিলেন, 'তুমি কী তোমার বাবা-মায়ের যৌনতা দেখতে চাও নাকি একবার সেখানে যোগ দিয়ে চিরকালের মতো তা বন্ধ করে দিতে চাও' । এই মন্তব্য ইউটিউবে প্রকাশ পাওয়ার পরেই তা ভাইরাল হয়ে যায়। চূড়ান্ত কটাক্ষের শিকার হল রণবীর। প্রসঙ্গত উল্লেখ্য, কমেডিয়ান সময় রায়না (Samay Raina) ইউটিউবে একটি শো করেন যার নাম India's Got Latent এবং এই অনুষ্ঠানেই প্যানেলিস্ট হিসেবে আরও অনেকের সঙ্গে হাজির ছিলেন রণবীর এলাহাবাদিয়া। ওই এপিসোডেই এক প্রতিযোগীর সঙ্গে কথোপকথনের 'বিয়ারবাইসেপস' চরম অশালীন মন্তব্য করেছেন। পডকাস্টের দুনিয়ায় জনপ্রিয় রণবীরের এ হেন মন্তব্য শুনে সোশ্যাল মিডিয়ায় উঠেছে সমালোচনার ঝড়। তৈরি হয়েছে আইনি জটিলতাও। আর এবার সেই মামলায় তলব করা হল আরও একাধিক পরিচিত নামকে।
আরও পড়ুন: Tollywood Film: বিভিন্ন ফিল্ম ফেস্টিভ্যালে প্রশংসিত, সাধারণ মানুষেরা কবে দেখতে পাচ্ছেন এই বাংলা ছবি?