কলকাতা: পরিচালক সুদীপ্ত সেনের (Sudipto Sen) ছবি 'দ্য কেরালা স্টোরি' (The Kerala Story) এখন খবরের শিরোনামে। সর্বত্র এই ছবি নিয়ে চর্চা। বিতর্ক রাজনৈতিক মোড় নিয়েছে। বঙ্গে নিষিদ্ধ করে দেওয়া হয়েছে এই ছবি। তা সত্ত্বেও বক্স অফিসে (Box Office Collection) সাফল্যের ঘোড়া ছুটছে টগবগিয়ে। প্রথম ৭ দিনের প্রত্যেকদিন বেড়েছে ব্যবসার পরিমাণ। এখনও পর্যন্ত কত আয় করল এই ছবি?
'দ্য কেরালা স্টোরি'র বক্স অফিস আয়
বিতর্ক যতই বাড়ছে, আয়ের পরিমাণও ততই ঊর্ধ্বমুখী হচ্ছে। দিনে দুই অঙ্কের সংখ্যায় আয় চালিয়ে যাচ্ছে 'দ্য কেরালা স্টোরি'(The Kerala Story)। বুধবার, ১২ কোটি টাকার ব্যবসা করল সুদীপ্ত সেনের ছবি। অর্থাৎ প্রথম ৭ দিনে সিনেমার মোট আয় গিয়ে দাঁড়াল ৮০কোটি টাকায়।
আরও পড়ুন...
Health Tips: খাওয়ার আগে ভিজিয়ে রাখেন? কোন কোন খাবারে এমন করতেই হবে?
ট্রেড অ্যানালিস্ট ও ফিল্ম সমালোচক তরণ আদর্শ সম্প্রতি ছবির বক্স অফিস কালেকশন বিস্তারিত পোস্ট করেন। তাঁর পোস্ট অনুযায়ী, 'স্বপ্নের দৌড়' অব্যাহত এই ছবির। মুক্তির দিন অর্থাৎ ৫ মে, শুক্রবার এই ছবি আয় করে ৮.০৩ কোটি টাকা, শনিবার ব্যবসা দাঁড়ায় ১১.২২ কোটি টাকায়। রবিবার আয় হয় ১৬.৪০ কোটি টাকা, সোমবার আয় হয় ১০.০৭ কোটি টাকা, মঙ্গলবার আয় হয় ১১.১৪ কোটি টাকা ও বুধবার আয় হয় ১২ কোটি টাকা। অর্থাৎ এখনও পর্যন্ত মোট আয়ের পরিমাণ ৬৮.৮৬ কোটি টাকায়। আয়ের পরিমাণ প্রত্যেকদিনই বেড়েছে। সোমবার ২৫.৪০ শতাংশ, মঙ্গলবার ১০.৬৩ শতাংশ ও বুধবার ৭.৭২ শতাংশ আয় বেড়েছে।
এই ছবির কারণে ফের একবার দেশের রাজনীতি সরগরম। কিছু রাজ্যে এই ছবি নিষিদ্ধ ঘোষণা করার পাশাপাশি, বেশ কিছু রাজ্যে এই ছবিকে করমুক্তও ঘোষণা করা হয়েছে। প্রসঙ্গত, এই আয়ের পরিমাণ শুধুমাত্র দেশেই। উল্লেখ্য, আগামী ১২ মে, অর্থাৎ আগামীকাল এই ছবি আরও ৩৭ দেশে মুক্তি পাবে।
আরও পড়ুন...
Swimming: সাঁতার কাটার সময় কীভাবে চোখ রক্ষা করবেন ইনফেকশন থেকে? নজরে থাকুক সহজ কয়েকটি টিপস
পশ্চিমবঙ্গে এই ছবিকে নিষিদ্ধ ঘোষণা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী, তামিলনাড়ুর বেশ কিছু প্রেক্ষাগৃহে ছবির প্রদর্শনী বাতিল করে দেওয়া হয়েছে। অন্যদিকে হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও মধ্যপ্রদেশে এই ছবিকে করমুক্ত ঘোষণা করা হয়েছে।