মুম্বই: 'আঁখো দেখি' (Ankhon Dekhi), 'মাসান' (Masaan) এবং 'নিউটন' (Newton)-এর পর নির্মাতারা অপর এক মানবিক গল্প নিয়ে আসছেন। ছবির নাম 'সিয়া' (Siya)।


এবার আসছে 'সিয়া'


দুটি 'কান ফিল্ম ফেস্টিভ্যাল' পুরস্কার বিজয়ী 'মাসান', অষ্টম 'বার্ষিক মোজাইক ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ান ফিল্ম ফেস্টিভ্যাল' (MISAFF) এর উদ্বোধনী ছবি 'আঁখো দেখি' এবং অস্কারে ভারতের আনুষ্ঠানিক প্রবেশের মতো চলচ্চিত্র 'নিউটন' তৈরির পরে, 'দৃশ্যম ফিল্মস' (Drishyam Films) আপনাদের জন্য ভারতের আরও একটি মানবিক গল্প নিয়ে এসেছে। ছবির নাম 'সিয়া'। মাসান, আঁখো দেখি, নিউটনের মতো ছবির প্রযোজক হওয়া কর্পোরেট লিডার মণিশ মুন্দ্রার (Manish Mundra) প্রথম পরিচালনা এটি।


গল্পের প্রেক্ষাপট


'সিয়া' এক ছোট শহরের মেয়ের গল্প বলবে। এই মেয়ে সমস্ত প্রতিকূলতার বিরুদ্ধে, ন্যায়বিচারের জন্য লড়াই করার সিদ্ধান্ত নেয় এবং চিরাচরিত পুরুষতান্ত্রিক ব্যবস্থার বিরুদ্ধে আন্দোলন শুরু করে। এমন সিনেম্যাটিক অভিজ্ঞতাকে প্রাণ দিতে 'দৃশ্যম ফিল্মস' এই ছবিতে নাম ভূমিকায় নিয়ে আসছে পূজা পাণ্ডেকে (Pooja Pandey)। সেই সঙ্গে প্রধান চরিত্রে দেখা যাবে 'মুক্কাবাজ', 'রংবাজ ৩' খ্যাত বিনীত কুমার সিংহকে (Vineet Kumar Singh)।


পরিচালক মণিশ মুন্দ্রার কথায়, 'দিনের পর দিন, বছরের পর বছর, মহিলাদের বিরুদ্ধে অন্যায় বেড়েই চলেছে। সিয়া, সমাজের সেই ঘৃণ্য অমানবিক ছবি তুলে ধরবে যেখানে শক্তিহীন, নিরপরাধ মহিলারা যৌন বস্তু হিসেবে বিবেচিত হয় অথচ এখানে নাকি যৌনতাকে নিষিদ্ধ রূপে দেখা হয়।'


পূজা পাণ্ডে বলেন, 'একজন মহিলা হিসেবে, এই ছবির গল্প শুনে মনে হয়েছিল এটা জরুরি। এই গল্প মানুষকে শোনানোর প্রয়োজনীয়তা আছে। এই গল্প অগণিত ভুক্তভোগীর আবেগকে প্রকাশ করবে।'


আরও পড়ুন: Bollywood Update: 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র সেট থেকে একসঙ্গে পোজ দিলেন ইব্রাহিম আলি খান ও জয়া বচ্চন


বিনীত কুমার সিংহের কথায়, 'বিনোদন এবং প্রভাব সম্পন্ন বার্তার মধ্যে সূক্ষ্ম রেখা ধরে চলতে প্রচুর দক্ষতা লাগে। দৃশ্যম ফিল্মস এখানে সেই বিশ্বাসে ভর করে সিয়া তৈরি করতে চলেছে।' 'দৃশ্যম ফিল্মস' প্রযোজিত এই ছবি মুক্তি পাবে ১৬ সেপ্টেম্বর ২০২২।