কলকাতা: খাগড়াগড় বিস্ফোরণের প্রেক্ষাপটে তৈরি হয়েছে শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় ও নন্দিতা রায়ের নতুন ছবি 'রক্তবীজ'। আজ স্বাধীনতা দিবসের দিন প্রকাশ্য়ে এল এই ছবির টিজার পোস্টার। যেখানে মিমি চক্রবর্তী, ভিক্টর বন্দ্য়োপাধ্য়ায়, আবির চট্টোপাধ্য়ায়কে দেখা যাচ্ছে। শোনা যাচ্ছে দুর্গাপুজোর ঢাকের আওয়াজও।



ইন্সটাগ্রামে এই পোস্টারের ছবি পোস্ট করে মিমি চক্রবর্তী লেখেন, 'চলেছে একদল বীর, পায়ে পায়ে ষড়যন্ত্রের তাস, নদীর এপারে যা বিপ্লব ওপারে সন্ত্রাস, রক্তবীজ আসছে উনিশে অক্টোবর,বাংলা, উড়িয়া, অসমীয়া এবং হিন্দি ভাষায়, পুজোয় এবার পুজোর ছবি।'


আরও পড়ুন...


ইয়ারফোন ছাড়া এক মুহূর্ত চলে না? বাড়তে পারে কথা বলা ও শোনার সমস্যা, অশনি সঙ্কেত গবেষণায়


অন্য়দিকে ফেসবুকে টিজার পোস্টার পোস্ট করে পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্য়ায় লেখেন,'এই স্বাধীনতা দিবস শুভ হোক, এই স্বাধীনতা দিবস মঙ্গলময় হোক, এই স্বাধীনতা দিবস অনিষ্টকারীদের বিনাশ করুক আর এই স্বাধীনতা দিবস হোক মিলনের স্বাধীনতা। স্বাধীনতা দিবসে আমাদের এই বছরের একমাত্র সিনেমা, পুজোর সিনেমা 'রক্তবীজ'-এর পোস্টার আপনাদের সামনে নিয়ে আসার সিদ্ধান্ত নিলাম। 'রক্তবীজ' বলে সব অনিষ্টকারীর বিনাশ হোক এবং শুভর সূচনা হোক। 'রক্তবীজ' সিনেমা মিলনের, ভাষার মিলনের। 'রক্তবীজ' চারটি ভাষায় মুক্তি পাবে - বাংলা, ওড়িয়া, অসমীয়া এবং হিন্দিতে।'


তিনি আরও লেখেন, 'কর্মসূত্রে আমার বন্ধু আসাম এর সুপারস্টার রবি শর্মা, যার সিনেমা 'শ্রী রঘুপতি' এবারে অসমীয়া ভাষায় রেকর্ড ব্যবসা করেছে। রবি আমাকে বলেছিল যে আমাদের সিনেমার আসামে প্রচুর দর্শক আছে, কেন অসমীয়া ভাষায় গুয়াহাটিতে, শিলচরে, সারা আসাম জুড়ে আমাদের ছবি মুক্তি পায় না? সে বিষয়ে আমাদের উদ্যোগ নেওয়া উচিত এবং অসমীয়া ভাষার সিনেমাও যেন বাংলায় মুক্তি পায়। রবির কথা অনুযায়ী, 'রক্তবীজ' হলো তার প্রথম পদক্ষেপ। হামি ২ সিনেমা নিয়ে এই বছরেই জানুয়ারি মাসে আমরা গিয়েছিলাম ভুবনেশ্বরে একটি অনুষ্ঠানে। ভারতের আঞ্চলিক ভাষার পরিচালক ও প্রযোজকরা এসেছিলেন সেখানে, 'ও টিভি'র উদ্যোগে এবং রঞ্জন সতপতির আমন্ত্রণে। সেখানেই ঠিক হয়েছিল যে বাংলা সিনেমা ওড়িয়া ভাষায় যদি মুক্তি পায়। আমাদের 'গোত্র' সিনেমায় সম্বলপুরের গান "রঙ্গবতী" ইতিহাস সৃষ্টি করেছে ইতিমধ্যে। 'গোত্র'- র সময় উড়িষ্যাতে শুটিংও করেছি। তাই সিদ্ধান্ত নিলাম 'রক্তবীজ' এবছরে ওড়িয়া ভাষাতেও মুক্তি পাবে। আমাদের এই সিনেমা হিন্দি ভাষাতেও মুক্তি পাচ্ছে। আরো বেশি সংখ্যক মানুষের কাছে এই সিনেমার কথা পৌঁছে দেওয়ার জন্য। আশা করব 'রক্তবীজ' সকলের ভালো লাগবে।'রক্তবীজ' পুজো নিয়ে পুজোর সিনেমা।'

 

উল্লেখ্য়, ১৯ অক্টোবর বাংলা, উড়িয়া, অসমীয়া এবং হিন্দি ভাষায় মুক্তি পাবে 'রক্তবীজ'।


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial