নয়াদিল্লি: রণবীর কপূর (Ranbir Kapoor), দীপিকা পাড়ুকোন (Deepika Padukone) অভিনীত রোম্যান্টিক ড্রামা (Romantic Drama) ঘরানার 'তামাশা' (Tamasha), এমন একটি সিনেমা যা সম্পূর্ণ নতুন দৃষ্টিকোণ থেকে আধুনিক সময়ে প্রেমের অর্থ তুলে ধরেছে পর্দায়। এই ছবির হাত ধরে দর্শক ভালবাসার সম্পর্কের মধ্যে দিয়ে জীবনের নতুন অর্থ দিয়েছে। সেই সঙ্গে ছবির দুর্দান্ত সুন্দর গানগুলিও মানুষের মনে গেঁথে গেছে। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত এই ছবি ফের আসছে বড়পর্দায়। তাও এই প্রেমের দিনেই। 


বড়পর্দায় ফের মুক্তি পাচ্ছে 'তামাশা'


আগামী মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারি গোটা পৃথিবী উদযাপন করবে প্রেমের দিন (Valentine's Day)। ভালবাসার দিনে ভালবাসার ছবি ফের আলো করবে বড়পর্দা। ইমতিয়াজ আলি (Imtiaz Ali) পরিচালিত রণবীর কপূর ও দীপিকা পাড়ুকোন অভিনীত এই প্রেমের ছবি পুনরায় মুক্তি পাবে দেশজুড়ে সমস্ত পিভিআর সিনেমাসে (PVR Cinemas)। তারিখ, ১৪ ফেব্রুয়ারি, ২০২৩। 


এই বছরের প্রেমের দিন কাটুক আরও খানিক ভালবাসায়, 'নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট'-এর (Nadiadwala Grandson Entertainment) হাত ধরে। প্রযোজনা সংস্থার সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে এই ব্যাপারে পোস্ট করা হয়। ক্যাপশনে লেখা হয়, 'এই ভ্যালেন্টাইন্স সপ্তাহে, নিজেদের ভালবাসার মানুষের সঙ্গে ওঁদের প্রেমকাহিনি উদযাপন করুন! তামাশা রি-রিলিজ করছে আপনার নিকটের পিভিআরে।'


 






২০১৫ সালে মুক্তি পাওয়ার পর এই ছবি হিট করেছিল। যদিও ছবিটি মিশ্র রিভিউ পেয়েছিল সমালোচক ও দর্শকদের থেকে। তবে বছরের পর বছর ধরে এই ছবি প্রশংসাই পেয়েছে। দুই তারকার অনবদ্য অভিনয়ের পাশাপাশি ছবিতে এ আর রহমানের সঙ্গীত পরিচালনা বিশেষ প্রশংসা পেয়েছিল। 


বিশ্বজুড়ে এই ছবি সেই সময়ে ১৩৬.৬৩ কোটি টাকার ব্যবসা করেছিল। ছবির বাজেট ছিল ৮৭ কোটি। হিট হিসেবেই ঘোষণা করা হয়। 'তামাশা'র পর ইমতিয়াজ আলির 'যব হ্যারি মেট সেজল' ('Jab Harry Met Sejal') বা 'লভ আজ কাল' ('Love Aaj Kal') সেরকম ভাল ব্যবসা করতে পারেনি। 


আরও পড়ুন: Nawazuddin Siddiqui: নওয়াজউদ্দিনের সঙ্গে তিক্ত কথোপকথনের ভিডিও সামনে আনলেন স্ত্রী আলিয়া


অন্যদিকে 'নাদিয়াদওয়ালা গ্র্যান্ডসন এন্টারটেনমেন্ট'-এর পরবর্তী দুটি কাজ আসছে, 'বাওয়াল' ও 'সত্যপ্রেমি কি কথা'।