এক্সপ্লোর
ডিসেম্বরে বিয়ে, তার আগে দেখে নিন নিক-প্রিয়ঙ্কার ‘রোকা’ অনুষ্ঠানের ছবি...
1/13

ছবি সৌজন্য সোশ্যাল মিডিয়া
2/13

ছবি সৌজন্য সোশ্যাল মিডিয়া
3/13

বিয়ের প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। আর কয়েকদিনের মধ্যেই হতে চলেছে বছরের অন্যতম ‘মোস্ট আওয়েটেড’ বিয়ে।
4/13

বিয়ের জন্য নিকের গোটা পরিবার ভারতে চলে এসেছে।
5/13

এখানে বলে দেওয়া যাক, গত ১৮ জুলাই, লন্ডনে অত্যন্ত গোপনে এনগেজমেন্ট সম্পন্ন করেন নিক-প্রিয়ঙ্কা। কারণ, ওইদিনই প্রিয়ঙ্কা নিজের ৩৭ তম জন্মদিন পালন করেছিলেন। আর সেই অনুষ্ঠানেই এনগেজমেন্টও সেরে নেন।
6/13

অনুষ্ঠানে পরিবার ও ঘনিষ্ঠ কয়েকজন বন্ধু-বান্ধব রাই উপস্থিত ছিলেন।
7/13

সোশ্যাল মিডিয়ার মাধ্যমে ‘রোকা’ অনুষ্ঠানের ছবি শেয়ার করেন প্রিয়ঙ্কা।
8/13

অনুষ্ঠানে প্রিয়ঙ্কাকে হলুদ রঙের স্যুটে দেখা গিয়েছিল। স্যুটের ডিজাইন করেছে সন্দীপ খোসলা। নিক পরেছিলেন শেরওয়ানি।
9/13

অনুষ্ঠান শেষ হওয়ার পর নিক ও প্রিয়ঙ্কা দুজনেই নিজ নিজ সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে ছবিগুলি শেয়ার করেন।
10/13

এই অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন নিকের বাবা-মায়েরা। গোটা সময়ে নিককে দেখা গিয়েছে ভারতীয় পোশাক পরে থাকতে। তাঁর এই ছবিগুলি সকলেই ভীষণ পছন্দ করেছিলেন।
11/13

নিক ও প্রিয়ঙ্কা দুজনকেই রীতি অনুযায়ী পুজোয় অংশগ্রহণ করতে দেখা গিয়েছিল।
12/13

গত ১৮ আগস্ট, মুম্বইয়ে প্রিয়ঙ্কা চোপড়ার বাড়িতে এই অনুষ্ঠান হয়েছিল।
13/13

বলিউডে এখন বিয়ের মরশুম চলছে। দীপিকা-রণবীরের পর এবার আগামী ২ ডিসেম্বর বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন প্রিয়ঙ্কা চোপড়া ও নিক জোনাস। গত আগস্ট মাসে হয়েছিল নিক-প্রিয়ঙ্কার ‘রোকা’ অনুষ্ঠান। দেখে নেওয়া যাক তারই কিছু ছবি...
Published at : 25 Nov 2018 04:20 PM (IST)
View More
POWERED BY
সেরা শিরোনাম
ব্যবসা-বাণিজ্যের
ব্যবসা-বাণিজ্যের
খুঁটিনাটি
ক্রিকেট






















