এক্সপ্লোর
Advertisement
কী সর্বনাশ! এই বলিউড নায়ককে হিজড়ে বললেন রামগোপাল
মুম্বই: টাইগার শ্রফকে কোনওমতেই পছন্দ হচ্ছে না রামগোপাল ভার্মার।
কয়েক সপ্তাহ আগে টাইগারের পৌরুষ নিয়ে প্রশ্ন তুলেছিলেন ইনি। এবার নেশার ঘোরে জ্যাকি শ্রফ পুত্রকে হিজড়ে বলে বসলেন।
অভিনেতা বিদ্যুৎ জামওয়ালের সঙ্গে নেশার ঘোরে গপ্প জুড়েছিলেন রামু। তখনই তিনি বলেন, টাইগার শ্রফই নাকি তাঁর দেখা শ্রেষ্ঠ মহিলা।
এতেই থেমে থাকেননি রামগোপাল ভার্মা কি আগ-এর পরিচালক। বাগি-র নায়ককে হিজড়েও বলেন তিনি। আর বিদ্যুৎ ওদিকে যতই নেশা করুন, জ্ঞানে যে বেশ টনটনে তাঁর প্রমাণ দিয়ে সব কথা রেকর্ড করে ফেলেন। তারপর জনসমক্ষে প্রকাশ করে দেন সেই অডিও ক্লিপ।
নেশা কাটার পর আরজিভি বুঝেছেন, কী কেলেঙ্কারি করে ফেলেছেন তিনি। এখন তাই জনে জনে ক্ষমা চেয়ে বেড়াচ্ছেন। প্রথমে টাইগারের কাছে। তারপর বিদ্যুতের কাছেও।
Though it was done in my usual fun way,I apologise to both @VidyutJammwal and @iTIGERSHROFF for the irritation caused
— Ram Gopal Varma (@RGVzoomin) April 11, 2017
Just decided to get off Vodka and also want to apologise to every1 i evr bothered including Lord Ganpati's devotees nd @PawanKalyan 's fans
— Ram Gopal Varma (@RGVzoomin) April 11, 2017
For all those who are disbelieving my vow,since I don't believe in God,I hearby swear on my mother,Steven Spielberg and @SrBachchan
— Ram Gopal Varma (@RGVzoomin) April 11, 2017
টাইগার অবশ্য প্রথমটা এ নিয়ে কিছু বলেননি। পরে বারবার খোঁচানোয় তিনি বলেন, ইচ্ছেমত মতপ্রকাশের স্বাধীনতা প্রত্যেকের আছে। রামগোপাল সিনিয়র, দীর্ঘদিন ধরে ইন্ডাস্ট্রিতে রয়েছেন, উল্টোদিকে তিনি সবে এসেছেন ইন্ডাস্ট্রিতে। তাই তিনি যদি এখনই মন কি বাত বলেন, তা খুব একটা ঠিক হবে না।
তবে নিজের একটা পরিচয় যে তিনি বলিউডে গড়ে তুলতে পেরেছেন, এ জন্য টাইগার খুশি। এতে বোঝা যাচ্ছে, লোকে অন্তত তাঁর কথা বলছে। রামু সিনিয়র, তিনি তাঁর কথা বলতেই পারেন। জবাবে টাইগারও যদি কিছু বলেন, তা তাঁর বাবা মার পক্ষে অপমানজনক হবে কারণ তিনি জানেন, তাঁরা চান না, তিনি রামুর কথার জবাব দিন।
জ্যাকি অবশ্য ছেলে সম্পর্কে এ মন্তব্য এমন স্পোর্টিংলি নেননি। উল্টে বলেছেন, এতে বোঝা যাচ্ছে, তাঁর ছোট্ট ছেলে এমন সাড়া ফেলেছেন, লোকে নিজেদের কাজ ফেলে তাঁকে নিয়ে মন্তব্য করছে।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
খেলার
জেলার
জেলার
ব্যবসা-বাণিজ্যের
Advertisement