দিশার পরবর্তী সিনেমাও টাইগারের সঙ্গেই। দুজনকে ‘বাগী ২’-তে দেখা যাবে। (ফটো-মানব মঙ্গলানি)
2/6
উল্লেখ্য, দিশা ও টাইগারকে মিউজিক ভিডিও ‘বেফিকরে’ –তে দেখা দিয়েছে। ওই ভিডিও বেশ জনপ্রিয় হয়েছে।
3/6
শুধু তাই নয়, মুখ ঢেতে চুপচাপ চলেও গেলেন তাঁরা।
4/6
সিনেমা দেখতে যাওয়া এই জুটিকে ছবির জন্য পোজ দিতে বলা হলে তাঁরা তা অস্বীকার করেন।
5/6
বেশ কিছুদিন দিন ধরেই ডেট করছেন টাইগার ও দিশা। মাঝেমধ্যেই দুজনের ছবি ক্যামেরায় ধরা পড়ে। কিন্তু গতকাল আর তেমনটা হল না।
6/6
গতকাল নিজের জন্মদিন পালন করলেন বলিউড অভিনেত্রী দিশা পাটানি।এমন একটা দিনে তাঁর বিশেষ বন্ধু টাইগার শ্রফ থাকবেন না, এমনটা কী হতে পারে! জ্যাকি-পুত্র এই বিশেষ দিনে দিশাকে নিয়ে গেলেন মুভি ডেটে।