সৌরভ বন্দ্যোপাধ্যায়, বলাগড়: বানভাসি হুগলি (Hooghly) জেলার বলাগড়ের বিস্তীর্ণ এলাকা। সাংসদকে পেয়েই ক্ষোভ উগরে দিলেন দুর্গতরা। 


বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে বুধবার বলাগড়ে গিয়েছিলেন রচনা বন্দ্যোপাধ্যায় (Rachana Banerjee)। তাঁকে সামনে পেয়ে ভাঙন নিয়ে ক্ষোভপ্রকাশ করে এলাকাবাসী। 'বড় বড় নেতারা কেন জানে না, যে বস্তা দিলে থাকবে না। নিজেরা ইনকাম করেছে, আমাদের জন্য কিছু করেনি, নিজেদের পকেট ভরেছে,' তৃণমূল সাংসদের কাছে নালিশ গ্রামবাসীদের। 


বুধবার বলাগড়ের বন্যা কবলিত এলাকা পরিদর্শনে যান হুগলির তৃণমূল সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। চাঁদরা মিলনগর, চর খয়রামারি সহ ভাঙন ও বন্যা কবলিত এলাকা ঘুরে দেখেন দিদি নম্বর ওয়ান। ডিভিসির জল ছাড়া প্রসঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সুরেই গলা মেলান তিনি। রচনা বলেন, 'যেটা হয়েছে খুব খারাপ হয়েছে। মুখ্যমন্ত্রী যে বিষয়ে বলেছেন সে বিষয়ে আমি কিছু বলব না। উনি আমাদের গুরুজন।' তারপরই তাঁর বিতর্কিত মন্তব্য, 'সাধারণ মানুষ এমন সমস্যার মধ্যে পড়েছেন। কুইন্টাল কুইন্টাল জল বেরিয়ে আসছে। মানুষের বাড়ি ঘর কিচ্ছু নেই। সকলে রাস্তায় বেরিয়ে পড়েছেন। আর ওঁরা বলছেন নাকি জানিয়ে জল ছেড়েছেন।সত্যিটা কী আমাদের এই মুহূর্তে জানা নেই।' বলাগড়ে ভাঙন নিয়ন্ত্রণে মাস্টার প্ল্যানের কথা বলতে গিয়ে সাংসদ বলেন, 'ঘাটাল মাস্টার প্ল্যান হয়েছে। কেন্দ্র করেনি, মুখ্যমন্ত্রী করে দিয়েছেন।'


তৃণমূল সাংসদের এই বক্তব্যকেই তীব্র কটাক্ষ করেছে বিজেপি। হুগলি জেলা বিজেপির সাধারন সম্পাদক সুরেশ সাউ বলেছেন, 'মুখ্যমন্ত্রীর উচিত হুগলির সাংসদকে মিউজিয়ামে রাখা। সাংসদ বলছে কেন্দ্রীয় সরকার নাকি কুইন্টাল কুইন্টাল জল ছাড়ছে। জল কুইন্টালে কবে থেকে মাপা হয়। আমরা তো জানি কিউসেকে জল মাপা হয়। বলছে ঘাটালে মাস্টার প্ল্যান করে দিয়েছে দিদি। ঘাটালে মাস্টার প্ল্যান করে দিলে দেব লাইফ জ্যাকেট পরে সাঁতার কাটতেন না। ন্যূনতম জ্ঞান নেই বলেই ভুলভাল বকছেন উনি। কপালে দুঃখ সাধারণ মানুষের।'


আরও পড়ুন: বন্যাদুর্গতদের পাশে সৌরভ, ত্রাণ নিয়ে প্লাবিত এলাকায় হাজির দাদার দূতেরা


রচনা বন্দ্যোপাধ্যায় নির্বাচনী প্রচারে বেরিয়ে সিঙ্গুরের গরুর দুধ থেকে তৈরি দই কেন ভাল তার ব্যাখ্যা দিয়েছিলেন। রাইস মিলের চিমনির ধোঁয়ায় শিল্প দেখেছিলেন। যা নিয়ে সেই সময় বিস্তর মিম ছড়িয়েছিল সোশ্যাল মিডিয়ায়। তা নিয়ে অবশ্য সাংসদ বলেছিলেন, মিম তাঁর ভালোই লাগে। বিজেপির এক নেতার কটাক্ষ, মিম তৈরির রসদ উনি নিজেই দেন। যাঁরা মিম করেন তাঁদের আর দোষ কী!


আরও পড়ুন: Sourav Ganguly Exclusive: মানবিক দাদা, দুঃস্থ ক্যানসার রোগীদের চিকিৎসার বন্দোবস্ত করতে উদ্যোগী সৌরভ


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।