কলকাতা: বিনোদন দুনিয়ায় শোকের ছায়া। শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন অভিনেতা উদয়শঙ্কর পাল (Uday Shankar Pal)। পরলোকে পাড়ি দিয়েছেন অনীক দত্তের (Anik Dutta) 'ভূতের ভবিষ্যৎ' (Bhooter Bhabishyat) ছবির আত্মারাম (Atmaram)। সোমবার সন্ধ্যার দিকে মেলে দুঃসংবাদ। শোকপ্রকাশ করেন অনীক দত্ত, মানসী সিনহা (Manasi Sinha) প্রমুখরা। 


না ফেরার দেশে পাড়ি দিলেন 'আত্মারাম'


আত্মারাম পাসওয়ান, পেশায় বিহারী রিক্সাচালক। 'চৌধুরী প্যালেস'-এর বাসিন্দা, যিনি গাড়ি চাপা পড়ে মারা যান। মনে আছে নিশ্চয়ই? 'ভূতের ভবিষ্যৎ' ছবিতে যাঁর উপস্থিতি ছিল স্বল্প অথচ দৃঢ়। যাঁকে ভালবেসেছেন আপামর বাঙালি দর্শক। বহুদিন ধরে অসুস্থ থাকার পর সোমবার শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন প্রবীণ এই অভিনেতা, উদয়শঙ্কর পাল।                                                           


দীর্ঘদিন ধরেই ফুসফুসের ক্যান্সারে ভুগছিলেন উদয়শঙ্কর। ভর্তি ছিলেন দক্ষিণ কলকাতার এক হাসপাতালে। জীবনের অধিকাংশ সময়েই কাটিয়েছেন নাটকের মঞ্চে। অভিনয় করেছেন অজস্র বাংলা ছবিতে। তবে 'ভূতের ভবিষ্যৎ' তাঁকে প্রচারের আলোয় নিয়ে আসে। সম্প্রতি তাঁর অসুস্থতার খবর প্রকাশ্যে আসে। ব্যয়সাপেক্ষ চিকিৎসার দায়িত্ব নেয় আর্টিস্ট ফোরাম। কিন্তু ঝুঁকি কমেনি। এরপর মেলে দুঃসংবাদ। 


সোমবার অভিনেত্রী পরিচালক মানসী সিনহা উদয়শঙ্কর পালের একটি ছবি পোস্ট করে লেখেন, 'ভালো থেকো উদয়মামা। সাবধানে যেও। প্রণাম নিও।' তাঁর পোস্টের কমেন্টে পরিচালক অনীক দত্ত শোকপ্রকাশ করে লেখেন, 'উদয়দা, ডাবিংটা আর হল না... আমাদের চেষ্টা বৃথা গেল।'                                          




এদিন অনীক দত্তও একটি পোস্টে লেখেন, 'আমার প্রথম কাজ থেকে শুরু করে, উনি প্রায় আমার সমস্ত ছবিতে ছিলেন শেষ কাজটা নিয়ে (যার ডাবিং এখনও বাকি)। আমরা আমাদের সামর্থ অনুযায়ী অনেক চেষ্টা করেছিলাম কিন্তু শেষ পর্যন্ত ক্যান্সারের সঙ্গে যুদ্ধে তিনি হেরে গেলেন।'


আরও পড়ুন: Akshay Kumar: ৫৬ বছর বয়সে প্রথম ভোট দিতে পারলেন ভারতে! উচ্ছ্বসিত অক্ষয় কুমার



আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।