কলকাতা: ইন্টারনেট এবং সোশ্যাল মিডিয়ার দৌলতে সারা বিশ্ব হাতের মুঠোয়। শুধু তাই নয়, তারকারাও যেন আমাদের অনেক বেশি কাছের মানুষ হয়ে উঠেছেন। সোশ্যাল মিডিয়া আসার আগে তারকাদের ব্যক্তিগত জীবন নিয়ে কৌতুহল থাকলেও, তাঁদের সম্পর্কে বেশি জানার উপায় ততটাও ছিল না। কিন্তু আজকের দিনে তারকারা নিজেরাই নিজেদের নানা তথ্য শেয়ার করে নেন অনুরাগীদের সঙ্গে। তাঁদের ব্যক্তিগত জীবন, ছোটবেলার ছবি, খুঁটিনাটি নানা কিছু আজ অনেক বেশি সহজে জানতে পারা যায়। তারকারা নানা সময়ই নিজেদের ছোটবেলার ছবি পোস্ট করেন সোশ্য়াল মিডিয়া হ্যান্ডলে। সম্প্রতি টলিউডের দুই তারকা ভাইও ছোটবেলার ছবি শেয়ার করে নিয়েছেন। যা দেখে আপ্লুত নেটিজেনরা।


টলিউডের দুই তারকার ছোটবেলার ছবি-


সদ্যই টলিউড অভিনেতা গৌরব চক্রবর্তী (Gaurav Chakraborty) এবং অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty) নিজেদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছোটবেলার ছবি পোস্ট করেছেন। যদিও তাঁদের ছবিটি খুব ছোটবেলার নয়। দুই তারকার মুখের সঙ্গে তাঁদের আজকের চেহারার অনেক মিল রয়েছে। ছবি পোস্ট করে গৌরব এবং অর্জুন চক্রবর্তী লিখেছেন, 'ছোটবেলার স্মৃতিগুলো সত্যিই খুবই স্পেশাল। তাই নয় কি? আপনারা কি এটা কোন জায়গা বলতে পারবেন?' দুই তারকার পোস্ট করা ছবির ব্যাকগ্রাউন্ডে রয়েছে পাহাড়। ছবি দেখে নেটিজেনরা অনেকেই আন্দাজ করতে চাইছেন, কোন জায়গায় তোলা এটি। কেউ বলেছেন, নর্থবেঙ্গলের কোথাও। কেউ কমেন্ট করেছেন ঝাড়খণ্ড। কেউ আবার বলেছেন দার্জিলিং। যদিও ঠিক কোথাও তোলা এই ছবি, সে সম্পর্কে সঠিকভাবে তাঁরা কিছু জানাননি।


আরও পড়ুন - Jeet: কাজের ফাঁকে সময় পেতেই কোথায় গেলেন জিৎ?



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">



" data-captioned data-default-framing width="400" height="400" layout="responsive">