কলকাতা: ফের বদলে গেল রাজ চক্রবর্তীর (Raj Chakraborty) পরিচালিত বহু প্রতীক্ষিত ছবি 'ধর্মযুদ্ধ'র (DharmaJuddha) মুক্তির দিন। শুরুতে ২১ জানুয়ারি মুক্তি পাওয়ার কথা শোনা গেলেও দিন বদলে জানা যায়, ১২ অগাস্ট মুক্তি পাবে 'ধর্মযুদ্ধ'। কিন্তু আজ টলিউড অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায়ে (Subhashree Ganguly) ফের তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে পোস্ট করে ছবির নতুন মুক্তির দিন ঘোষণা করেছেন।


ধর্মীয় হানাহানি, হিংসার এক চিত্র উঠে আসবে পর্দায়। 'ধর্মসংকট নাকি অস্তিত্ত্বের সংকট? বেঁচে থাকার যুদ্ধ নাকি ধর্মযুদ্ধ?' (অপরিবর্তিত)। এই প্রশ্নের উত্তর নিয়ে আসবেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়, সোহম চক্রবর্তী, পার্নো মিত্র, ঋত্বিক চক্রবর্তী। অভিনয় করেছেন প্রয়াত অভিনেত্রী স্বাতীলেখা সেনগুপ্ত। ছবির সংলাপ ও গল্প পদ্মনাভ দাশগুপ্তের। সঙ্গীত পরিচালনায় ইন্দ্রদীপ দাশগুপ্ত। ইতিমধ্যেই বেশ প্রশংসিত হয়েছে ছবির ট্রেলার। সোশ্যাল মিডিয়ায় ছবির নতুন ট্রেলার পোস্ট করে অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় লেখেন, "ধর্মের বেশে মোহ যারে এসে ধরে.. অন্ধ সে-জন মারে আর শুধু মরে!"(অপরিবর্তিত)


বদলে গেল 'ধর্মযুদ্ধ' ছবির মুক্তির দিন- (Dharmajuddha New Release Date)


দ্বিতীয়বার বদলে গেল 'ধর্মযুদ্ধ' ছবির মুক্তির দিন। এদিন শুভশ্রী গঙ্গোপাধ্যায় তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ছবির পোস্টার শেয়ার করে লিখেছেন, 'ধর্ম কি আমাদের পরিচয়? আমরা মানুষ, এটাই আমাদের পরিচয়। আসছে বহু প্রতীক্ষিত ছবি 'ধর্মযুদ্ধ'। ১১ অগাস্ট ২০২২ আপনাদের নিকটবর্তী প্রেক্ষাগৃহে।'



আরও পড়ুন - Achena Uttam Trailer: প্রকাশ্যে 'অচেনা উত্তম' ছবির ট্রেলার, কোন চরিত্রে কে? দেখুন কাকে কতটা মানালো


প্রসঙ্গত, কিছুদিন আগেই মুক্তি পেয়েছে রাজ চক্রবর্তী পরিচালিত 'হাবজি গাবজি'। ছবিটি শুধুমাত্র বক্স অফিসেই সাফল্য পায়নি, তার সঙ্গে দর্শকদের কাছেও প্রশংসিত হয়েছে। এখন আগামী ছবি 'ধর্মযুদ্ধ'র অপেক্ষায় দর্শকেরা। রাজ চক্রবর্তীর পরিচালনায় ধর্মীয় সঙ্কট নিয়ে গড়ে তোলা ছবি বড়পর্দায় মুক্তি পাচ্ছে চলতি বছর ১১ অগাস্ট। এই দিনই বলিউডে মুক্তি পাবে একাধিক বিগ বাজেট ছবি। তার সঙ্গে পাল্লা দিয়ে বক্স অফিস কালেকশন কতটা বজায় রাখতে পারে এই ছবি, সেটাই এখন দেখার অপেক্ষায় অনুরাগীরা।