কলকাতা: বাঙালি দর্শকের অত্যন্ত পছন্দের বিনোদনের চ্যানেল সান বাংলা (Sun Bangla) নিয়ে আসতে চলেছে নতুন এক ধারাবাহিক। শুরু হবে 'বসু পরিবার' (Basu Paribar)। আবারও এক পারিবারিক গল্প নিয়ে হাজির হচ্ছে সান বাংলা, প্রযোজনায় শ্রী ভেঙ্কটেশ ফিল্মস (SVF)। মুখ্য চরিত্রে দেখা যাবে সৌরজিৎ বন্দ্যোপাধ্যায় (Sourajit Banerjee) ও শ্রীমা ভট্টাচার্যকে (Shreema Bhattacharya)। 


এক ঝলকে 'বসু পরিবার'-এর গল্প


অঞ্জনবাবু বসু পরিবারের কর্তা। তিনি একজন অবসরপ্রাপ্ত শিক্ষক। তিন ছেলে, দুই মেয়ে এবং স্ত্রী মীনাক্ষীকে নিয়ে তাঁর ভরা সংসার। ছেলেমেয়েদের বড় করে তুলতে কোনও ত্রুটি রাখেননি তিনি। তাঁর সকল সন্তানই আজ সুপ্রতিষ্ঠিত। শুধু ছোটছেলে দীপ্তেশ এখনও ঠিকঠাক নিজের পায়ে দাঁড়াতে পারিনি। ছোটখাটো যা কাজ পায় সেটাই সে করে। তবে দীপ্তেশ খুবই পরোপকারী ছেলে। পাড়ার সবাই তাকে ভালবাসে।


কর্তা-গিন্নি দু'জনেই আজ নিশ্চিন্ত। মনের মতো করে ছেলেমেয়েদের তাঁরা মানুষ করতে পেরেছেন। 'বসু পরিবার' আজ সত্যি সত্যি সুখী পরিবার। বড় মেয়ের বিয়েও দিয়েছেন ধুমধাম করে। কিন্তু এই সুখ বেশিদিন আর টিকল না। যে ছেলেদের ওপর এত বল, ভরসা অঞ্জনবাবুর, পরিবারে একটা দুর্ঘটনা ঘটনায় ছেলেদের আসল চেহারা বেরিয়ে পড়ে। যে ছেলেমেয়েদের মানুষ করার জন্য অঞ্জনবাবু ও মীনাক্ষীদেবী সর্বস্ব দিয়ে দিয়েছেন, তারাই আজ বাবা-মায়ের পাশে থাকতে অস্বীকার করছে। শুধু দীপ্তেশই রয়ে গেল বাবা-মায়ের পাশে। বসু পরিবারের ভাঙন ঠেকাতে দীপ্তেশ পাশে পায় নীলাকে। দীপ্তেশ ও নীলা দু'জনে কি পারবে বসু পরিবারের ভাঙন ঠেকাতে? 


ধারাবাহিকের দীপ্তেশের চরিত্রে দেখা যাবে সৌরজিৎ ও নীলার চরিত্রে শ্রীমাকে। অভিনেতা সৌরজিতের কথায়, 'ধারাবাহিকে আমার চরিত্র দীপু। তার সকল দাদা দিদিরা জীবনে সুপ্রতিষ্ঠিত। কিন্তু পড়াশোনায় ভাল না হওয়ার কারণে তার কাছে কোনও ডিগ্রি নেই। ফলে ভাল চাকরি না পেলেও সে নিজেকে যতটা সম্ভব কাজে লাগানোর চেষ্টা করে। যে কোনও ছোটখাটো কাজও করে। হাতের কাজ আর ক্রিকেটে সে পটু। পাড়ার সকলের অসুবিধায় এক কথায় পাশে দাঁড়ায়। দীপুর জন্য তার বাবা মা সবকিছু।' অন্যদিকে নিজের চরিত্র প্রসঙ্গে শ্রীমা বলেন, 'নীলার চরিত্রটা বেশ মজার। সে অত্যন্ত প্রাণোচ্ছ্বল, সৎ। ভুলকে ভুল বলতে জানে। সত্যের জন্য লড়াই করতে সে ভয় পায় না। তবে জীবনে তার একাধিক প্রতিকূলতা রয়েছে। তবে নীলা এমন একজন যে সকলকে আগলে রাখতে জানে। আমি খুবই উত্তেজিত এই প্রজেক্টটা নিয়ে।'


আরও পড়ুন: Rashmika Mandanna Deepfake: ৬ মাসের মধ্যে ফের একবার ডিপফেকের শিকার অভিনেত্রী রশ্মিকা মান্দান্না


নির্মাতাদের কথায়, 'বসু পরিবার' একটা পরিবারের গল্প। অন্যান্য ধারাবাহিকের গল্পের মত নারীকেন্দ্রিক গল্প একেবারেই নয়। দর্শক এক নতুন স্বাদের ধারাবাহিক উপহার পেতে চলেছেন, এমনই দাবি নির্মাতাদের। সুমাল্য ভট্টাচার্যের পরিচালনায় এই ধারাবাহিকের ক্রিয়েটিভ পরিচালক অদিতি রায়। গল্প লিখেছেন পৌলমী ভৌমিক। সৌরজিৎ ও শ্রীমা ছাড়াও ধারাবাহিকে দেখা যাবে অরিন্দম গঙ্গোপাধ্যায়, কৌশিকী গুহ, অনিমেষ ভাদুড়ী, সায়ন্তনী মল্লিক, কৌশিক দাস, শ্রীতমা রায়চৌধুরী, দীপ্সিতা মিত্র, রাজর্ষি প্রমুখকে।


আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।