কলকাতা: ৯ জুলাই হিংসা-জর্জরিত মণিপুরে (Manipur) নারী-নিগ্রহের এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে শিউরে উঠেছে গোটা দেশ। প্রথমে গণধর্ষণ (Gangrape), তার পর সম্পূর্ণ নগ্ন করে (Naked) রাস্তায় হাঁটানোতেই (Women Paraded) শেষ নয়। নির্যাতিতারা যখন রেহাইয়ের আর্জি জানিয়ে কাঁদতে কাঁদতে হাঁটছেন, তখনও তাঁদের দেদার 'শ্লীলতাহানি' চলেছে। এই ঘটনায় আলোড়িত গোটা দেশ, এবার প্রতিবাদে মুখ খুললেন বলিউড তারকা অক্ষয় কুমার (Akshay Kumar)। আগামীকাল, অর্থাৎ ২১ জুলাই থেকে শুরু হচ্ছে সৃজিতের নতুন ছবি 'দশম অবতার' -এর শ্যুটিং। এই ছবি ২২শে শ্রাবণ ছবির প্রিক্যুয়াল। মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


এবার অভিনয়ে রাজ কুন্দ্রা! 


এবার অভিনয়ে ডেবিউ (acting debut) করতে চলেছেন শিল্পা শেট্টির (Shilpa Shetty) স্বামী রাজ কুন্দ্রা (Raj Kundra)! শোনা যাচ্ছে তাঁর আর্থার রোড জেলে (Arthur Road prison) কাটানো সময় এবার ফুটে উঠবে সেলুলয়েডে। এবং সূত্রের খবর, ছবিতে মুখ্য চরিত্রে দেখা যাবে ভারতীয় ব্যবসায়ীকে স্বয়ং। 'হটশটস' অ্যাপের মাধ্যমে পর্নোগ্রাফিক কনটেন্ট তৈরি এবং বিতরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে, রাজ কুন্দ্রাকে মুম্বই পুলিশ ২০২১ সালের ১৯ জুলাই আটক করেছিল। সম্প্রতি এক জাতীয় স্তরের বিনোদন সংস্থা সূত্রে খবর, রাজ কুন্দ্রার গ্রেফতারির ঠিক ২ বছর পর, শোনা যাচ্ছে রাজ কুন্দ্রার জেলে কাটানো ৬৩ দিন নিয়ে তৈরি হতে চলেছে সিনেমা। মুম্বইয়ের আর্থার রোড জেলে রাজ কুন্দ্রার অভিজ্ঞতাই এই ছবির মূল বিষয়বস্তু হবে এবং তিনিই নাকি মুখ্য চরিত্রে অভিনয়ের কাজ শুরু করবেন শীঘ্রই। 


মণিপুর হিংসার ঘটনায় সরব অক্ষয় কুমার


 ১৯ জুলাই হিংসা-জর্জরিত মণিপুরে (Manipur) নারী-নিগ্রহের এক ভিডিও ভাইরাল হয়েছে যা দেখে শিউরে উঠেছে গোটা দেশ। প্রথমে গণধর্ষণ (Gangrape), তার পর সম্পূর্ণ নগ্ন করে (Naked) রাস্তায় হাঁটানোতেই (Women Paraded) শেষ নয়। নির্যাতিতারা যখন রেহাইয়ের আর্জি জানিয়ে কাঁদতে কাঁদতে হাঁটছেন, তখনও তাঁদের দেদার 'শ্লীলতাহানি' চলেছে। এই ঘটনায় আলোড়িত গোটা দেশ, এবার প্রতিবাদে মুখ খুললেন বলিউড তারকা অক্ষয় কুমার (Akshay Kumar)। জানা যাচ্ছে, সম্প্রতি ভাইরাল হওয়া উক্ত ভিডিওর ঘটনাটি ঘটে ৪ মে, উত্তর-পূর্বের রাজ্যে অশান্তি শুরুর এক দিন পরেই, কাঙ্গপোকপি জেলায়। মণিপুরের মুখ্যমন্ত্রী এন বীরেন সিংহ ও রাজ্যের মুখ্যসচিবকে তড়িঘড়ি ফোন করে অভিযুক্তদের দ্রুত গ্রেফতারির নির্দেশ দিয়েছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণমন্ত্রী স্মৃতি ইরানি। নারী নির্যাতনের এই দৃশ্য ভাইরাল হওয়ার পর এর বিরুদ্ধে মুখ খুলেছেন অক্ষয় কুমারও। এই ঘটনায়, 'মর্মাহত ও উদ্বিগ্ন' অক্ষয় কুমার। ঘটনার প্রতিক্রিয়ায় অক্ষয় কুমার ট্যুইট করে বলেন, 'মণিপুরে নারী নির্যাতনের ঘটনায় মর্মাহত ও উদ্বিগ্ন। আমি আশা করব যে দোষীরা যাতে এমন শাস্তি পায় যে আর কখনও কেউ এমন ঘৃণ্য কাজ করার কথা ভাববেও না।'


২২ শে শ্রাবণ'-এর নস্ট্যালজিয়া ছুঁয়ে পুজোয় 'দশম অবতার' আনছেন সৃজিত


বৃহস্পতিবার সকাল। থেকে থেকে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আবার ঝিলিক দিয়ে উঠছে রোদ্দুর। গুগল ম্যাপ দেখে প্রথমবার যদি কেউ গন্তব্যে পৌঁছন, তাহলে থমকে যাওয়াই স্বাভাবিক। এক মুহূর্তের জন্য, 'ভুল ঠিকানায় চলে এসেছি' মনে হতে বাধ্য। ধুলো, আর পুরনো ইটে লেগে থাকা ইতিহাস পেরিয়ে বাড়ির দালানে পা রাখলেই এক ঝলক মনে পড়ে যায় 'বাইশে শ্রাবণ'-এর শেষটা। যেখান থেকে শেষ হয়েছিল প্রবীর রায়চৌধুরীর গল্প, সেখান থেকেই আবার নতুন গল্প শুরুর ঘোষণা করলেন পরিচালক সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherjee)। আগামীকাল, অর্থাৎ ২১ জুলাই থেকে শুরু হচ্ছে সৃজিতের নতুন ছবি 'দশম অবতার' -এর শ্যুটিং। এই ছবি ২২শে শ্রাবণ ছবির প্রিক্যুয়াল। মুখ্যভূমিকায় থাকছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায় (Prosenjit Chatterjee), অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharya), যিশু সেনগুপ্ত (Jisshu U Sengupta), জয়া আহসান (Jaya Ahsaan)। সঙ্গীতের দায়িত্বে রয়েছেন অনুপম রায় (Anupam Roy), রূপম ইসলাম (Rupam Islam) ও ইন্দ্রদীপ দাশগুপ্ত (Indraadip Dashgupta)। আজ, সাদা পোশাক আর নীল ডেনিমে বাগবাজারের বসুবাটিতে হাজির ছিলেন ছবির সমস্ত কলাকুশলীরা। উপলক্ষ্য... এসভিএফের প্রযোজনায় তৈরি নতুন ছবির আনুষ্ঠানিক ঘোষণা ও লোগো-প্রকাশ। 


শাহরুখের গলায় প্রকাশ পেল বিশ্বকাপের প্রোমো


আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরেই ৫ অক্টোবর থেকে ভারতের মাটিতে শুরু হতে চলেছে এবারের ৫০ ওভারের বিশ্বকাপ (ICC World Cup 2023)। এই প্রথমবার গোটা টুর্নামেন্টটাই ভারতের মাটিতে আয়োজিত হবে। সেই বিশ্বকাপের জন্য এক প্রোমো ভিডিও প্রকাশ্যে এনেছে ক্রিকেটে সর্বোচ্চ নিয়ামক সংস্থা আইসিসি (ICC)। সেই ভিডিওতে ধরা দিলেন 'বলিউড বাদশা' শাহরুখ খান (Shah Rukh Khan)। গতকালই আইসিসির তরফে বিশ্বকাপের ট্রফির সামনে দাঁড়ানো শাহরুখের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হয়েছিল। তারপর থেকেই অনুরাগীদের মধ্যে জল্পনা-কল্পনা শুরু হয়ে গিয়েছিল। সেই জল্পনার অবসান ঘটল। শাহরুখের গলাতেই প্রায় মিনিট দু'য়েকের একটি প্রোমো ভিডিও আইসিসির তরফে পোস্ট করা হয়েছে। সেখানে গোটা ভিডিওটাই 'অল ইট টেকস ইজ ওয়ান ডে' ট্যাগলাইনকে মাথায় রেখে করা হয়েছে, যেখানে শাহরুখের গলাতেই গোটা প্রোমোটা রয়েছে।


আন্তর্জাতিক দাবা দিবসে শিবপ্রসাদ-নন্দিতার প্রথম চাল


সাদা কালো বোর্ডে প্রথম দান। আজ থেকে শুরু হল উইন্ডোজ (Windows)-এর প্রযোজনা ও পথিকৃৎ বসুর পরিচালনায় তৈরি নতুন ছবি 'দাবাড়ু'-র শ্যুটিং। সোশ্যাল মিডিয়ায় এই খবর শেয়ার করে নেওয়া হয়েছে প্রযোজনা সংস্থার তরফ থেকেই। আজ আন্তর্জাতিক দাবা দিবস। আর তাই, দাবা নিয়ে ছবির শ্যুটিং শুরু করার জন্য বিশেষ এই দিনটাকেই বেছে নেওয়া হল। উত্তর কলকাতার একটি সাবেকি বাড়িতে শুরু হল 'দাবাড়ু'-র শ্যুটিং। শিবপ্রসাদ মুখোপাধ্যায় (Shiboprosad Mukherjee) ও নন্দিতা রায় (Nandita Roy)-এর প্রযোজনায় আসছে পথিকৃৎ বসু (Pathikrit Basu) পরিচালিত নতুন ছবি, 'দাবাড়ু'। সদ্যই উইন্ডোজ (Windows)-এর তরফ থেকে এই ছবির পোস্টার লঞ্চ করা হয়েছে। ছবিতে মুখ্যভূমিকায় দেখা যাবে, ঋতুপর্ণা সেনগুপ্ত (Rituparna Sengupta), চিরঞ্জিৎ চক্রবর্তী (Chiranjeet Chakraborty), দীপঙ্কর দে (Dipankar Dey), বিশ্বনাথ বসু (Biswanath Basu), কৌশিক সেন (Kaushik Sen), শঙ্কর চক্রবর্তী (Sankar Chakraborty), সংঘশ্রী সিংহ মিত্র (Sanghasree Sinha Mitra)- ও অন্যান্যরা। 


আরও পড়ুন: Nusrat-Yash: বৃষ্টি ভেজা শহরে শুরু হল নুসরত-যশের প্রযোজনা সংস্থার প্রথম ছবির শ্যুটিং


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial