Top Entertainment news: সলমানের ছবিতে কেন থাকছে না লেখকের নাম?'রাউডি রাঠোর'-এর সিক্য়ুয়েলে থাকবেন অক্ষয়?বিনোদনের সারাদিন
Top Entertainment News: কে লিখেছেন 'কিসি কা ভাই কিসি কি জান'-এর গল্প? আপাতত পরিচালক রোহিত শেট্টির আগামী 'ইন্ডিয়ান পুলিশ ফোর্স' সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছেন সিদ্ধার্থ।
![Top Entertainment news: সলমানের ছবিতে কেন থাকছে না লেখকের নাম?'রাউডি রাঠোর'-এর সিক্য়ুয়েলে থাকবেন অক্ষয়?বিনোদনের সারাদিন Top Entertainment news of 4th March, 2023 Top Entertainment news: সলমানের ছবিতে কেন থাকছে না লেখকের নাম?'রাউডি রাঠোর'-এর সিক্য়ুয়েলে থাকবেন অক্ষয়?বিনোদনের সারাদিন](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/04/11/853af032741afe4b01b1b31e5f726d3f168123127344147_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: ইতিমধ্য়েই মুক্তি পেয়েছে 'কিসি কা ভাই কিসি কি জান'-এর ট্রেলার। এরইমধ্য়ে জানাযাচ্ছে, ছবির টাইটেল কার্ডে থাকবে না ছবির লেখকের নাম। কিন্তু কেন? প্রথমে জানা গেছিল, এই ছবির গল্প লিখেছেন সাজিদ নাদিয়াদওয়ালা। তবে পরবর্তী সময় জানা গেছে, ছবিটির গল্প লিখেছেন স্বয়ং সলমান খান। ছবি মুক্তি আগে যাতে এই বিষয়ে কোনওরকম দ্বন্দ্ব না হয়, সেই কারণেই সলমান টাইটেল কার্ডে লেখকের নাম দিতে চাননি।
অন্যদিকে, ২০১২ সালে মুক্তি পায় অক্ষয় কুমার (Akshay Kumar) অভিনীত 'রাউডি রাঠোর' (‘Rowdy Rathore’)। বক্স অফিসে দুর্দান্ত সাফল্য লাভ করে এই ছবি। শোনা যাচ্ছে এই ছবির সিক্যোয়েল 'রাউডি রাঠোর ২' (‘Rowdy Rathore 2’) তৈরির কাজ চলছে। কিন্তু সেই ছবিতে কামব্যাক করতে অস্বীকার করেছেন অক্ষয় কুমার, খবর এমনটাই। তাহলে তাঁর বদলে কে? শোনা যাচ্ছে এক নাম। শোনা যাচ্ছে, বক্স অফিসে সাফল্যপ্রাপ্ত 'রাউডি রাঠোর'-এর দ্বিতীয় পর্বে অভিনয় করতে অস্বীকার করেছেন অক্ষয় কুমার। তাঁর বদলে শোনা যাচ্ছে অপর এক নাম। সূত্রের খবর, অক্ষয়ের বদলে সিদ্ধার্থ মলহোত্র (Sidharth Malhotra) তাঁর জুতোয় পা গলাতে চলেছেন নাকি। নিশ্চিত করে এখনও কিছু না জানানো হলেও সিদ্ধার্থের কাছেই ছবির প্রস্তাব নিয়ে নাকি গিয়েছেন নির্মাতারা।
আরও পড়ুন...
'ভিকি ডোনার'-এর সাফল্য় উপভোগ করতে পারেননি! কেন? ১১বছর পর জানালেন ইয়ামি
পাশাপাশি, ১৪ই এপ্রিল মুক্তি পেতে চলেছে সামান্থা অভিনীত ছবি 'শকুন্তলম'। তার আগেই তিনি উঠে এলেন খবরের শিরোনামে। সম্প্রতি একটি সাক্ষাৎকারে সামান্থা জানান, নিজের জীবন থেকে বিয়ের অধ্য়ায় তিনি সম্পূর্ণভাবে ভুলে যেতে চান। কারণ এই বিয়ে ও বিয়ে ভাঙা তাঁকে অনেক কিছু শিখিয়েছে। বিয়ে নিয়ে প্রশ্ন করা হলে সাক্ষাৎকারীকে তিনি মজা করে বলেন 'আপনি কিন্তু আমায় সমস্য়ায় ফেলছেন'।
অন্য়দিকে, নিজের ব্যস্ত শিডিউল (busy schedule) থেকে খানিক সময় বের করে ছুটি কাটাচ্ছেন বলিউড অভিনেত্রী (bollywood actress) দীপিকা পাড়ুকোন (Deepika Padukone)। কোথায় গেছেন তারকা? ছুটি কাটাতে অভিনেত্রী পাড়ি দিয়েছেন ভুটানে (Bhutan)। সেখান থেকেই ভাইরাল হয়েছে তাঁর কিছু ছবি, যাতে বাড়ছে জল্পনা।
নিজের ব্যস্ত শিডিউল থেকে সময় বের করে ভুটানে ছুটি কাটাতে গেছেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। তবে অনেক অনুরাগীরই মতে অভিনেত্রী ছুটি কাটাতে নয় কাজের সূত্রেই ভুটান গেছেন। সেই জল্পনা আরও উস্কে দিয়েছে ভুটান থেকে ভাইরাল হওয়া অভিনেত্রীর সেলফি। তাঁর একাধিক ছবি ভাইরাল হয়েছে একাধিক ফ্যান পেজের মাধ্যমে।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)