কলকাতা: প্রয়াত প্রবীণ অভিনেতা রাজ কাপুরের মুম্বাইতে চেম্বুর বাংলোটি অধিগ্রহণ করল গোদরেজ সংস্থা। এই বাংলোটি চেম্বুরের দেওনার এলাকায়। অবস্থিত। এই জমির আয়তন, ৪.২৬৫.৫০ বর্গমিটার। গোদরেজ প্রপার্টিজ লিমিটেড জানিয়েছে, বিলাসবহুল আবাসন প্রকল্প তৈরি করতে মুম্বইয়ের চেম্বুরে জায়গা খুঁজছিল তারা। রাজের ঐতিহ্যবাহী বৃহৎ বাংলোটি সে দিক দিয়ে আদর্শ। জমিটি কপূর পরিবারের উত্তরাধিকারীদের কাছ থেকেই বৈধ চুক্তিতে কিনেছে গোদরেজ। চুক্তিতে সই করেছেন রণবীর রাজ কাপুর,রীমা জৈন,নিতাশা নন্দা,নিখিল নন্দা এবং নীতু কাপুর।
অন্য়দিকে, ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষ্যে বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছিল একগুচ্ছ পুরনো জনপ্রিয় সিনেমা। এমনই একটি প্রেক্ষাগৃহে তখন চলছে 'জব উই মেট'ছবির শেষ গান। 'মউজ্জা হি মউজ্জা', জমাটি ভাংড়ার তালি 'হ্যাপি এন্ডিং'। নায়ক নায়িকার মিলন। বিয়ে।। প্রেক্ষাগৃহ ভর্তি দর্শক তখন তাল মেলাচ্ছেন গানে। হঠাৎ অন্ধকার ঠেলে হলে প্রবেশ করলেন একজন। জ্বলে উঠল আলো। নিজের চোখকে বিশ্বাস করতে পারলেন না অনেকেই। মুহূর্তের মধ্যে প্রেক্ষাগৃহ ফেটে পড়ল উচ্ছ্বাসে। একবার হাত মেলানোর জন্য, সামনে থেকে তাঁকে দেখার জন্য হুড়োহুড়ি। পর্দায় যিনি জমাটি নাচ করছেন, সেই নায়ক এক্কেবারে তাঁদের মধ্যে, চোখের সামনে।
জেনে নেব সারাদিনের বিনোদনের গুরুত্বপূর্ণ খবর
থ্রিলার ধর্মী ছবি 'A Thursday'তে ইয়ামির পাশাপাশি অভিনয় করেছিলেন নেহা ধুপিয়া,অতুল কুলকার্নি, ডিম্পল কাপাডিয়া সহ একাধিক নামীদামী অভিনেতা। এবার শোনা যাচ্ছে নয়া গুঞ্জন। সূত্রের খবর অনুযায়ী এই ছবির সিক্য়ুয়েল তৈরি হতে চলেছে খুব শীঘ্রই। এবারও সামাজিক কোনও ইস্য়ুকে ভিত্ততি করে তৈরি হবে এই ছবি। তবে এই ছবিতেই কি দেখতে পাওয়া যাবে ইয়ামি গৌতম কে? এই নিয়েই শুরু হয়েছে জল্পনা।যদিও ছবিটির সঙ্গে যুক্ত কেউই এই খবরটি নিশ্চিত করেননি।
শুটিং- এর কাজে কলকাতা চলে আসতে হয়েছে। তাই মা কে মিস করছেন তিনি। আপতত উপায় ভিডিও কল। তাই সুযোগের সদ্ব্য়বহার করে ভিডিও কলেই মায়ের হাসি মুখটা দেখলেন তিনি। কিন্তু এই আলাপ খুবই স্বল্প সময়ের জন্য। তাই নিজের অনুভূতিকে ভাষায় রূপ দিলেন অভিনেতা। ফেসবুকে মায়ের ভিডিও কলের স্ক্রিনশট পোস্ট করে লম্বা পোস্ট লিখলেন অভিনেতা।
আরও পড়ুন...
পর্দায় চলছে 'জব উই মেট', হঠাৎ প্রেক্ষাগৃহে এলেন খোদ শাহিদ কপূর, তারপর?
রূপটানের যাদুতে চেনা মানুষও অচেনা। বড়পর্দায় এই গল্প নতুন নয়। আর সেই সমস্ত উদাহরণই ফের একবার মনে পড়ে যায় শুভশ্রী গঙ্গোপাধ্যায় (Subhasree Ganguly)-র নতুন ওয়েব সিরিজের লুক দেখে। হইচই (Hoichoi)-এর ওয়েব প্ল্যাটফর্মে (Web Platform) -এ মুক্তি পাচ্ছে নতুন ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল (Indubala Bhater Hotel)। এখানেই মুখ্য অর্থাৎ ইন্দুবালার ভূমিকায় দেখা যাবে শুভশ্রীকে।