কলকাতা:  শ্যুটিং চলাকালীন পাঁজরে চোট পেলেন অমিতাভ বচ্চন। হায়দরাবাদে শ্যুটিং চলাকালীন আহত অমিতাভ বচ্চন। প্রোজেক্ট K সিনেমার শ্য়ুটিং চলাকালীন আহত বিগ বি। ডানদিকের পাঁজরে চোট লেগেছে অমিতাভ বচ্চনের। বেশ কয়েক মাস ধরেই শিরোনামে নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddi Siddiqui) ও তাঁর স্ত্রী আলিয়া (Aliya)। অভিনেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ নিয়ে এসেছেন আলিয়া। তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেতার ভাইও। অজস্র অভিযোগের পর আজ অবশেষে মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ট্যুইটারে পোস্ট করে সরব নওয়াজ। বিনোদন দুনিয়ায় সারাদিনে নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


 


চড়কাণ্ড নিয়ে অবশেষে মুখ খুললেন ক্রিস রক


প্রায় এক বছর আগের ঘটনা। অস্কার ২০২২-এর মঞ্চে সঞ্চালক ক্রিস রককে (Chris Rock) চড় মারেন (Oscars slap) অভিনেতা উইল স্মিথ (Will Smith)। তোলপাড় হয়ে যায় গোটা পৃথিবীর বিনোদন দুনিয়া। আগামী ১২ মার্চ পরবর্তী অস্কার। তার ঠিক আগেই এক বছর আগের সেই ঘটনা নিয়ে প্রথমবার মুখ খুললেন ক্রিস রক। নেটফ্লিক্স (Netflix) স্পেশাল 'সিলেক্টিভ আউটরেজ'-এ ('Selective Outrage') ক্রিসের লাইভে তিনি কথা বললেন সেই ঘটনা প্রসঙ্গে। প্রায় এক ঘণ্টা ধরে নানা নতুন বিষয়ে কথা বলার পর, কৌতুকাভিনেতা অবশেষে সেই বিষয়ে আলোকপাত করলেন যা হাজার হাজার শ্রোতা শোনার জন্য অপেক্ষা করছিলেন। তাঁর এবং অস্কার-বিজয়ী উইল স্মিথের মধ্যে মঞ্চের ওপর যা ঘটনা ঘটে তারপরে ভেঙে পড়েছিলেন তিনি, খবর ভ্যারাইটি সূত্রে। 


 


পাঁজরে চোট অমিতাভ বচ্চনের


শ্যুটিং চলাকালীন পাঁজরে চোট পেলেন অমিতাভ বচ্চন। হায়দরাবাদে শ্যুটিং চলাকালীন আহত অমিতাভ বচ্চন। প্রোজেক্ট K সিনেমার শ্য়ুটিং চলাকালীন আহত বিগ বি। ডানদিকের পাঁজরে চোট লেগেছে অমিতাভ বচ্চনের। কাজ চলছে প্রোজেক্ট K সিনেমাটির। সেই ছবিরই শ্য়ুটিং চলাকালীন আহত হলেন বিগ বি। ডানদিকের পাঁজরে চোট লেগেছে অমিতাভ বচ্চনের। পাঁজরের কার্টিলেজ ভেঙেছে তাঁর। ফলে শ্যুটিং বাতিল করে মুম্বইয়ে ফিরছেন অমিতাভ বচ্চন। তার আগে চিকিৎসককে দেখিয়ে সিটি স্ক্যান করিয়েছেন অমিতাভ। ব্লগে নিজেই একথা জানিয়েছেন অমিতাভ বচ্চন। 'প্রোজেক্ট কে' ছবির জন্য একটি অ্যাকশন দৃশ্যের শ্যুট করতে গিয়েই আহত হন বিগ বি। নিজের ব্লগেই আপডেট দিয়েছেন তিনি। আপাতত তিনি মুম্বইয়ের বাড়িতে বিশ্রামে আছেন। পাঁজরের পেশিতে চিড় ধরেছে। অভিনেতা জানিয়েছেন যে শ্যুটিং বাতিল করে দিতে হয়েছে কারণ চোট সারিয়ে উঠতে তাঁর কয়েক সপ্তাহ সময় লাগবে বলে জানা গেছে। হায়দরাবাদের এআইজি হাসপাতালে সিটি স্ক্যান করিয়েছেন বিগ বি। চিকিৎসকেরা তাঁকে আপাতত সম্পূর্ণ বিশ্রাম নিতে বলেছেন। ব্লগে অমিতাভ বচ্চন লিখেছেন, 'হ্যাঁ যন্ত্রণা হচ্ছে... নড়াচড়া করলে বা শ্বাসপ্রশ্বাস নিলে... স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ লাগতে পারে... ব্যথার জন্য ওষুধপত্র চলছে।'


 


প্রথম মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি


 বেশ কয়েক মাস ধরেই শিরোনামে নওয়াজউদ্দিন সিদ্দিকি (Nawazuddi Siddiqui) ও তাঁর স্ত্রী আলিয়া (Aliya)। অভিনেতার বিরুদ্ধে একের পর এক অভিযোগ নিয়ে এসেছেন আলিয়া। তাঁর বিরুদ্ধে মুখ খুলেছেন অভিনেতার ভাইও। অজস্র অভিযোগের পর আজ অবশেষে মুখ খুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। ট্যুইটারে পোস্ট করে সরব নওয়াজ। এদিনের বিবৃতিতে নওয়াজউদ্দিন তাঁর চুপ থাকার কারণ জানিয়েছেন। সেই সঙ্গে পয়েন্ট করে করে বেশ কিছু তথ্য তুলে ধরেছেন। তাঁর কথায়, 'সর্বত্র আমাকে খারাপ হিসেবে প্রতিপন্ন করা হচ্ছে কারণ আমি নিশ্চুপ। আমার চুপ থাকার একমাত্র কারণ এই সমস্ত তামাশা কোথাও না কোথাও আমার ছোট ছোট ছেলেমেয়েরা পড়বে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, প্রেস ও কিছু মানুষ এক পক্ষের কথা শুনে ও কিছু ভিডিও দেখে আমার চরিত্রের বিশ্লেষণ করে বেশ মজা পাচ্ছেন। কিছু পয়েন্ট আছে যেগুলো বলতে চাই...'।


আরও পড়ুন: Chipkali: 'ছিপকলি'-র হাত ধরে বলিউডে পাড়ি বাঙালি পরিচালক, অভিনেত্রীর, মুক্তি ৭ এপ্রিল


 


প্রকাশ্যে অজয়-তব্বুর 'ভোলা' ছবির ট্রেলার


 অবশেষে অপেক্ষার অবসান। মুক্তি পেল অজয় দেবগণের (Ajay Devgn) আগামী ছবি 'ভোলা'র ট্রেলার (Bholaa Trailer Out)। ছবির প্রথম লুক, পোস্টার, টিজার সবই নজর কেড়েছে দর্শকের। ফলে সকলেই অপেক্ষায় ছিলেন ট্রেলারের। বহু প্রতীক্ষার পর প্রকাশ্যে এল 'ভোলা' ছবির ট্রেলার। অ্যাকশন-এন্টারটেইনার ঘরানার এই ছবির ট্রেলার ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়ায়। এই প্রথম কোনও হিন্দি ছবির ট্রেলার আইম্যাক্স থ্রিডি (IMAX 3D) ফরম্যাটে লঞ্চ হল। লার্জার-দ্যান-লাইফ এই অভিজ্ঞতা মন জয় করেছে দর্শকের। এই ছবিতে অবশ্যই দেখা যাবে মাস মহারাজ অজয় দেবগণকে। সেই সঙ্গে অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন তব্বু (Tabbu), বিনীত কুমার (Vineet Kumar), গজরাজ রাও (Gajraj Rao), সঞ্জয় মিশ্র (Sanjay Mishra), দীপক ডোব্রিয়ল ও অমলা পাল। অ্যাকশন সিক্যোয়েন্সের সঙ্গে, আবেগঘন দিকও মন কেড়েছে দর্শকের।


 


নতুন ছবিতে সারা, চিত্রাঙ্গদা, বিক্রান্ত


ফাঁকা লিফটের দরজা খুলে গেল, তাতে উঠে পড়লেন বিক্রান্ত মেসি (Vikrant Massi)। তারপরেই আবার লিফট দাঁড়াল, দরজা খুলে সেখানে উঠলেন সারা আলি খান (Sara Ali Khan)। শুরু হল দুজনের কথোপকথন। বিক্রান্ত প্রশ্ন করলেন সারাকে, তিনি কি পাপারাৎজিদের থেকে বাঁচতে লিফটে উঠেছেন, খুনসুটি আর কপোট রাগে সারা জানালেন, তিনি একটি ছবির চিত্রনাট্য পড়তে এসেছিলেন। ছবিটি একটি ক্রাইম থ্রিলার। কথায় কথায় জানা গেল, দুজনেই নাকি চিত্রনাট্য পড়তে গিয়েছিলেন, দুইই ক্রাইম থ্রিলার। আর তাঁদের চরিত্র দুটি একেবারেই আলাদা। এরপরেই লিফটে প্রবেশ তৃতীয় চরিত্রের। চিত্রাঙ্গদা সিং (Chitrangada Singh)। তাঁকে দেখেই সম্ভ্রমে আমন্ত্রণ জানালেন সারা ও বিক্রান্ত। তাঁর সঙ্গে কথায় কথায় জানা গেল, তিনিও নাকি ফিরছেন ক্রাইম থ্রিলারের চিত্রনাট্য শুনে। এবার ৩ জনেরই অবাক হওয়ার পালা। একই সময় চিত্রনাট্য শুনে নামছেন যে ৩ জন, তাঁরা একই ছবিতে অভিনয় করতে যাচ্ছেন না তো? হঠাৎ নিভে গেল লিফটের আলো। লিফটের ভিতর জ্বলে উঠল লন্ঠন। ঘনিয়ে এল রহস্য। ক্যাপশানে চোখ রাখতে অবশ্য সেই রহস্য কিছুটা কাটে। ছবির নাম গ্যাসলাইট (Gas Light)। ডিজনি প্লাস হটস্টারে ৩১ মার্চ মুক্তি পাবে এই ছবিটি। ভিডিওতেই স্পষ্ট, এই ছবির মুখ্যভূমিকায় দেখা যাবে, সারা আলি খান, বিক্রান্ত মেসি ও চিত্রাঙ্গদা সিং-কে।