কলকাতা: এই গল্পের পরতে পরতে নোনা জল লেগে। পুরীর সমুদ্রতটে ঘটে যাওয়া একটা খুন, তার তাকে ঘিরে বিভিন্ন চরিত্র আর তাদের গল্প, মুক্তি পেল অঞ্জন দত্তের (Anjan Dutt) নতুন ওয়েব সিরিজ 'মার্ডার বাই দ্য সি' (Murder By The Sea) -র ট্রেলার (Trailer)। অভিজিৎ চৌধুরী পরিচালিত ওয়েব সিরিজে জনি ওরফে জনার্দনকে তাঁর পছন্দ হয়েছিল ঠিক এই কারণেই। তারপর? দেবাশিস মণ্ডল (Debashish Mondal) থেকে পুলিশ অফিসার হওয়ার সফর। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


 


মার্ডার বাই দ্য সি-এর ট্রেলার


এই গল্পের পরতে পরতে নোনা জল লেগে। পুরীর সমুদ্রতটে ঘটে যাওয়া একটা খুন, তার তাকে ঘিরে বিভিন্ন চরিত্র আর তাদের গল্প, মুক্তি পেল অঞ্জন দত্তের (Anjan Dutt) নতুন ওয়েব সিরিজ 'মার্ডার বাই দ্য সি' (Murder By The Sea) -র ট্রেলার (Trailer)। নামে মিল থাকলেও এই গল্প 'মার্ডার ইন দ্য হিলস' -এর সিক্যুয়াল নয় 'মার্ডার বাই দ্য সি'।  'মার্ডার ইন দ্য হিলস' -এর একমাত্র অভিনেতা অর্জুন চক্রবর্তী (Arjun Chakraborty)- রয়েছেন 'মার্ডার বাই দ্য সি'-তে। তবে তাঁর চরিত্রের নাম ও পেশা সবই আলাদা। আর অবশ্যই পর্দায় দেখা যাবে অঞ্জন দত্ত (Anjan Dutt)-কে। এই দুই পরিচালক অভিনেতা ছাড়াও এই সিরিজে দেখা যাবে পায়েল সরকারকে (Paayel Sarkar)। তাঁর চরিত্রের নাম বিমলা মিশ্র। তিনি একজন মনোবিদের চরিত্রে অভিনয় করছেন। অঞ্জন দত্তের চরিত্রের নাম রাজা সেন। তাঁকে দেখা যাবে একজন পরিচালকের ভূমিকাতেই। 


 


'জনি বনি'-র অন্দরের গল্প


ইতিমধ্যেই ক্লিক ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে দেবাশিস মণ্ডল, স্বস্তিকা দত্ত অভিনীত নতুন ওয়েব সিরিজ 'জনি বনি'। এবিপি লাইভের সঙ্গে সেই সিরিজ নিয়ে আড্ডা দিতে গিয়ে শ্যুটিংয়ের গল্প সামনে আনলেন দেবাশিস। এই গল্পে ভরপুর অ্যাকশন রয়েছে। সেই অভিজ্ঞতা কেমন? এবিপি লাইভকে দেবাশিস বলছেন, 'আমি দীর্ঘদিন থিয়েটার করেছি। আর মার্শাল আর্টেরও শিক্ষা রয়েছে আমার। ফলে কোনও সমস্যা হয়নি সিনগুলো করতে। একবার খালি সেটে একটা দুর্ঘটনা ঘটে। কাচ ভেঙে হাতে ঢুকে যায়। পাঁচটা সেলাই পড়ে। ২দিন শ্যুট করতে পারিনি। তবে যে কোনও অ্যাকশন সিকোয়েন্সে অভিনয় আমি বেশ উপভোগ করি।' 


আরও পড়ুন: Debashsish Mondal Exclusive: কাচ ভেঙে হাতে পাঁচটা সেলাই, 'জনি বনি'-র শ্যুটিং বন্ধ রাখতে হয়েছিল দেবাশিসকে


 


'লাল সিং চড্ডা' নিয়ে বিস্ফোরক কঙ্গনা


মুক্তির আগে বিতর্কের মুখে পরেছে আমির খান (Aamir Khan), করিনা কপূর (Kareena Kapoor) অভিনীত ছবি 'লাল সিং চড্ডা' (Laal Singh Chaddha)। এই ছবিতে বয়কট করার ডাক দিয়েছেন নেটিজনদের একাংশ। প্রশ্ন উঠেছিল আমির খানের দেশাত্ববোধ নিয়েও। আজ সেই বিতর্কের আগুনে যেন ঘি ঢাললেন কঙ্গনা রানাউত। ইনস্টাগ্রাম স্টেটাসে তিনি লেখেন, ''লাল সিং চাড্ডা নিয়ে যা বিতর্ক বা নেতিবাচক প্রচার করা হচ্ছে সেটা আমির খানেরই পরিকল্পনা। মাস্টারমাইন্ড সেই।' এখানেই থামেন না কঙ্গনা, তিনি আরও বলেন, 'এই বছরে এখনও পর্যন্ত বলিউডে তেমন কোনও হিট ছবি নেই। শুধুমাত্র একটি হরর কমেডি মুভির সিক্যুয়েলই বক্স অফিসে ব্যবসা করতে পেরেছে। দক্ষিণী ছবি ভারতীয় সিনে ইন্ডাস্ট্রিকে একেবারেই কবজা করে নিয়েছে। তাই হলিউডের রিমেক ছবিও বক্স অফিসে মোটেই লক্ষ্মীলাভে সফল হবে না।'


 


সন্তানসম্ভবা হয়েও কাজ! মুখ খুললেন আলিয়া


আলিয়া ভট্ট সন্তানসম্ভবা, এই খবর কারও অজানা নয়। তবে তাঁর কাজে কোনও খামতি নেই। কখনও তিনি স্বমহিমায় শেষ করছেন 'রকি অউর রানি কি প্রেম কাহানি' (Rocky Aur Rani Ki Prem Kahani)-র শ্যুটিং। কখনও আবার নিজের প্রযোজিত ছবির প্রচারে হাজির হয়ে যাচ্ছেন সংবাদমাধ্যমের সামনে। আজ তেমনই নিজের পরিচালিত প্রথম ওয়েব সিরিজ ‘ডার্লিংস’ (Darlings)-এর নতুন গান ‘লা ইলাজ’-এর প্রচারে এসেছিলেন অভিনেত্রী। সেখানেই তাকে প্রশ্ন করা হয়, সন্তানসম্ভবা হয়েও এত কাজ কেন করছেন আলিয়া? তাঁর কি বিশ্রামের প্রয়োজন নেই? উত্তরে আলিয়া বলেন, 'কাজ করতে আমি ভালোবাসি। কাজ করে আমি শান্তি পাই, আনন্দ পাই। তাই সন্তানসম্ভবা হওয়া সত্তেও আমি বিশ্রামের প্রয়োজনবোধ করছি না।'