কলকাতা: এবার কাজলের বিপরীতে যিশু সেনগুপ্ত (Jissu Sengupta)। মুক্তি পেল কাজলের নতুন ওয়েব সিরিজ 'দ্য ট্রায়াল' (The Trial)-এর ট্রেলার। ১৪ জুলাই থেকে ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar)-এ মুক্তি পাবে এই সিরিজ। কাজলকে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়, তাঁর চরিত্রের নাম নয়না। ফ্যাশন র‍্যাম্পে (Fashion Ramp) হাঁটার সময় হঠাৎ ভেঙে পড়ল লোহার স্তম্ভ (Iron Pillar)। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৪ বছর বয়সী মডেল (model dies), খবর পুলিশ সূত্রে। নয়ডার (Noida) ঘটনা। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন।


র‍্যাম্পে হাঁটার সময় ভেঙে পড়ল লোহার স্তম্ভ, ঘটনাস্থলেই মৃত্যু মডেলের


ফ্যাশন র‍্যাম্পে (Fashion Ramp) হাঁটার সময় হঠাৎ ভেঙে পড়ল লোহার স্তম্ভ (Iron Pillar)। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারালেন ২৪ বছর বয়সী মডেল (model dies), খবর পুলিশ সূত্রে। নয়ডার (Noida) ঘটনা। তিনি মডেল। র‍্যাম্প ওয়াক করা তাঁর পেশার অংশ। আর সেই সময়েই দুর্ঘটনা। নয়ডার এক ফ্যাশন শোয়ে স্টেজে হাঁটার সময়েই ভেঙে পড়ে এক লোহার স্তম্ভ। দুর্ঘটনায় মৃত্যু হল মডেলের। ২৪ বছর বয়সী মডেলকে শনাক্ত করা হয়েছে, নাম জানা গেছে বংশিকা চোপড়া। নয়ডার সেক্টর ১৬এ-র ফিল্ম সিটির লক্ষ্মী স্টুডিওর ঘটনা বলে খবর। প্রাথমিক তথ্য অনুযায়ী, একটি লোহার স্তম্ভ রাখা হয়েছিল আলো লাগানোর কাজের জন্য, কিন্তু আচমকাই তা খুলে পড়ে স্টেজের ওপর। এর ফলস্বরূপ ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই মডেলের। দুর্ঘটনায় আহত হয়েছেন ববি রাজ নামের এক ব্যক্তি। তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয় সঙ্গে সঙ্গে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। 


ইরফান খানের ব্যক্তিত্বের 'মজার দিক তুলে ধরতে' বই লিখবেন স্ত্রী


প্রয়াত স্বামীর কথা মনে করে বই লিখতে চান সুতপা শিকদার (Sutapa Sikdar)। ২০২০ সালের ২৯ এপ্রিল, বিনোদন জগতে নামে শোকের ছায়া। অসুস্থতার সঙ্গে লড়াইয়ে হার মানেন প্রতিভাবান অভিনেতা ইরফান খান (Irrfan Khan)। চোখের জলে ভাসেন অনুরাগীকূলও। এবার অভিনেতার স্বভাবের মজার দিক তুলে ধরে একটি বই লেখার ইচ্ছা প্রকাশ করলেন তাঁর স্ত্রী সুতপা শিকদার। প্রায় তিন দশক ধরে বিস্তৃত কর্মজীবন। কাজ করেছেন একাধিক কাল্ট ছবিতে, অবিস্মরণীয় চরিত্রে। তার মধ্যে খল, সিরিয়াস থেকে শুরু করে রয়েছে একাধিক মজার চরিত্রও। 'মকবুল' (Maqbool), 'দ্য নেমসেক' (The Namesake), 'পান সিং তোমর' (Paan Singh Tomar), 'হায়দার' (Haider), 'পিকু' (Piku), 'দ্য লাঞ্চবক্স' (The Lunchbox)... ইরফান খানের দুর্দান্ত পারফর্ম্যান্সের তালিকা সহজে শেষ হওয়ার নয়। ক্যান্সারে আক্রান্ত হয়ে মাত্র ৫৪ বছর বয়সে জীবন সফর থামে অভিনেতার। 


মধু মন্তেনা-ইরা ত্রিবেদীর বিয়েতে চাঁদের হাট


 গাঁটছড়া বাঁধলেন প্রযোজক মধু মন্তেনা (Madhu Mantena) ও যোগ শিক্ষিকা ইরা ত্রিবেদী (Ira Trivedi)। বিয়ের আসরে বসেছিল চাঁদের হাট। বলিউডের তাবড় (Bollywood Stars) তারকাদের সমাগম হয় মুম্বইয়ের বিলাসবহুল হোটেলে। সেখানেই দেখা গেল বিরল ফ্রেম, হৃত্বিক রোশন (Hrithik Roshan), অল্লু অর্জুন (Allu Arjun) ও আমির খান (Aamir Khan)। মুহূর্তে ভাইরাল হল ছবি। জীবনের দ্বিতীয় ইনিংস শুরু করলেন প্রযোজক মধু মন্তেনা। রবিবার তাঁর বিয়ের রিসেপশন পার্টিতে দেখা মিলল সিনে দুনিয়ার একাধিক তারকার। আমির খান, হৃত্বিক রোশন, অনিল কপূর, জ্যাকি শ্রফ, সারা আলি খান, জ্যাকি ভাগনানি, রাজকুমার রাও, কে না আসেন এদিন। তারই মধ্যে ভাইরাল হল একটি বিশেষ ছবি। মুখোমুখি তিন তারকা, হৃত্বিক রোশন, অল্লু অর্জুন ও আমির খান। হ্যান্ডসাম ট্রায়োকে দেখা গেল সুন্দর মুহূর্ত ভাগ করে নিতে। মুখে চওড়া হাসি নিয়ে করমর্দন করতে দেখা গেল তাঁদের। 


কাজলের ওয়েব সিরিজে যীশু


 এবার কাজলের বিপরীতে যিশু সেনগুপ্ত (Jissu Sengupta)। মুক্তি পেল কাজলের নতুন ওয়েব সিরিজ 'দ্য ট্রায়াল' (The Trial)-এর ট্রেলার। ১৪ জুলাই থেকে ডিজনি প্লাস হটস্টারে (Disney Plus Hotstar)-এ মুক্তি পাবে এই সিরিজ। কাজলকে দেখা যাবে একজন আইনজীবীর ভূমিকায়, তাঁর চরিত্রের নাম নয়না। এই সিরিজে কাজলের স্বামীর চরিত্রে দেখা যাবে যীশুকে, তাঁর চরিত্রের নাম রাজীব। ট্রেলারের শুরুতে দেখানো হয়, অ্যাডিশনাল বিচারক রাজীব সেনগুপ্তকে গ্রেফতার করা হয়। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি নাকি ঘুষ হিসেবে শারীরিক সম্পর্কে জড়িত হয়েছেন একাধিক নারীর সঙ্গে। এই অভিযোগে, বাড়ি থেকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় তাঁকে। আর তারপরেই কাজলের পরিবারে নেমে আসে অন্য়রকম পরিস্থিতি। 


৫০ বছরে ফের বাবা হলেন প্রভু দেবা


বাবা হলেন পরিচালক, অভিনেতা ও কোরিওগ্রাফার প্রভু দেবা (Prabhu Deva)। মা হলেন স্ত্রী হিমানি। প্রভু দেবা ও হিমানির একটি কন্যসন্তান রয়েছেন। দ্বিতীয়বার বাবা হয়েছেন অভিনেতা। একটি সাক্ষাৎকারে এই গুঞ্জনে সিলমোহর দেন অভিনেতা। তিনি বলেন, 'হ্যাঁ, ৫০ বছর বয়সে আমি দ্বিতীয়বার বাবা হলাম। আমার নিজেকে ভীষণ পরিপূর্ণ লাগছে। খুব খুশি আমি।' বাবা হওয়ার পরে, নিজের কাজের পরিধি নিয়েও মুখ খোলেন শিল্পী। তিনি বলেন, 'আমি আমার কাজও কিছুটা কমিয়েছি। এখন আর ছুটে বেড়াতে ইচ্ছা করে না। এখন পরিবারের সঙ্গে সময় কাটাতে চাইছি আমি।' ২০২০ সালে মুম্বইয়ের একজন ফিজিওথেরাপিস্ট সঙ্গে বিয়ে করেন প্রভু দেবা।   


আরও পড়ুন: Food Tips: পাতে কোন পেয়ারা? কাঁচা না কি পাকা? কোনটায় বেশি উপকার?


আরও পড়ুন: Healthy Food: সুস্থ শরীরে আয়ু বৃদ্ধি করতে চান? পাতে রাখুন এই খাবার