কলকাতা: গ্রেফতার করা হল অভিনেত্রী রাখী সবন্তের (Rakhi Sawant) স্বামী আদিল দুরানিকে (Adil Durrani Arrested)। মঙ্গলবার রাতের দিকে মুম্বই পুলিশ (Mumbai Police) গ্রেফতার করে আদিলকে। স্বামীর বিরুদ্ধে তাঁর টাকাপয়সা নয়ছয়ের অভিযোগ করে এফআইআর দায়ের করেছিলেন রাখী। বক্স অফিসে (Box Office) এখনও চলছে 'পাঠান' (Pathaan) ঝড়। মুক্তির পর থেকে শাহরুখ খানের (Shah Rukh Khan) এই ছবি ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। ছবিটি ইতিমধ্যে গ্লোবাল বক্স অফিসের শতরান ছুঁয়ে ফেলেছে (যার পরিমাণ মিলিয়ন ডলারে)। ১২ দিনের মাথায় সেই তালিকার শীর্ষে উঠতে চলেছে 'পাঠান', আন্তর্জাতিক এক সংস্থার দাবি এমনটাই। এবার নতুন রেকর্ড ভাঙল 'পাঠান'। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


গ্রেফতার করা হল রাখী সবন্তের স্বামী আদিল দুর্রানিকে


গ্রেফতার করা হল অভিনেত্রী রাখী সবন্তের (Rakhi Sawant) স্বামী আদিল দুরানিকে (Adil Durrani Arrested)। মঙ্গলবার রাতের দিকে মুম্বই পুলিশ (Mumbai Police) গ্রেফতার করে আদিলকে। স্বামীর বিরুদ্ধে তাঁর টাকাপয়সা নয়ছয়ের অভিযোগ করে এফআইআর দায়ের করেছিলেন রাখী। আদিল দুরানির বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির অধীনে ৪০৬ ও ৪২০ ধারায় এফআইআর দায়ের করে ওশিয়ারা পুলিশ। কাল সন্ধ্যার দিকে এই অভিযোগের সঙ্গে ৪৯৮ এ, ৩৭৭ ধারাও যুক্ত করা হয়। বুধবার অর্থাৎ আজ, তাঁকে আদালতে পেশ করা হবে।  এর আগেই স্বামীর বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনেন রাখী। তাঁর অভিযোগ আদিল তাঁর ওপর নির্যাতন করতেন, এমনকী তাঁর সমস্ত টাকাপয়সা ও গয়নাও নিয়ে নেন ফ্ল্যাট থেকে। এবং এই পুরোটাই রাখীর অজ্ঞাতে হত বলে দাবি অভিনেত্রীর।


স্ত্রীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ নওয়াজউদ্দিন সিদ্দিকির


স্ত্রীর সঙ্গে বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির সম্পর্কের টানাপোড়েন প্রতিদিন ক্রমশ বেড়েই চলেছে। কখনও অভিনেতা ও তাঁর পরিবারের বিরুদ্ধে অভিযোগ আনছেন স্ত্রী আলিয়া। কখনও আবার অভিনেতার পরিবার পুত্রবধুর বিরুদ্ধে অভিযোগ তুলছে। এবার স্ত্রী আলিয়ার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন নওয়াজউদ্দিন সিদ্দিকি। তাঁর আইনজীবী একটি বিবৃতি প্রকাশ করেছেন। সেখানেই তিনি জানিয়েছেন যে, প্রথম স্বামীর সঙ্গেই এখনও বিবাহবিচ্ছেদ হয়নি আলিয়ার। অর্থাত, নওয়াজউদ্দিন সিদ্দিকির স্ত্রী এখনও আইনত তাঁর প্রথম স্বামীর স্ত্রী-ই রয়েছেন। সম্প্রতি বলিউড অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকির আইনজীবী নাদিম সাফর জইদি একটি সাংবাদিক বৈঠক করেন দিল্লিতে। সেখানে তিনি অভিনেতা এবং তাঁর স্ত্রীর মধ্যে চলা মামলা নিয়ে বিবৃতি প্রকাশ করেন। তিনি বলেন, '২০০১ সালে আলিয়া ওরফে অঞ্জলি কুমারী, যিনি অষ্টম শ্রেণী ফেল, বিবাহ করেন বিনয় ভার্গব নামে এক ব্যক্তির সঙ্গে। এরপর তিনি মুম্বই চলে আসেন। আর মুম্বই এসে কখনও অঞ্জনা পাণ্ডে হয়ে যান। ২০১০ সালে তিনি অঞ্জনা আনন্দ হয়ে যান। এরপর তিনি ইসলাম ধর্মে নিজেকে বদলান এবং নাম বদলে জাইনাব হয়ে যান। এরপর তিনি অভিনেতা নওয়াজউদ্দিন সিদ্দিকিকে বিয়ে করেন। এবং ২০১১ সালে দুজনের সম্মতিতে বিবাহবিচ্ছেদ হয়। কিন্তু যেই নওয়াজউদ্দিনের কেরিয়ার রকেটের গতিতে উঠতে শুরু করে, তখন ফের তিনি আলিয়া হয়ে ফিরে আসেন। ২০২০ সালে তিনি বিবাহবিচ্ছেদের নোটিস পাঠান, যার কোনও ভিত্তিই নেই। কারণ, দুজনে আগেই আলাদা হয়ে গিয়েছেন।'


'পাঠান' গড়ল নতুন রেকর্ড


বক্স অফিসে (Box Office) এখনও চলছে 'পাঠান' (Pathaan) ঝড়। মুক্তির পর থেকে শাহরুখ খানের (Shah Rukh Khan) এই ছবি ভেঙে চলেছে একের পর এক রেকর্ড। ছবিটি ইতিমধ্যে গ্লোবাল বক্স অফিসের শতরান ছুঁয়ে ফেলেছে (যার পরিমাণ মিলিয়ন ডলারে)। ১২ দিনের মাথায় সেই তালিকার শীর্ষে উঠতে চলেছে 'পাঠান', আন্তর্জাতিক এক সংস্থার দাবি এমনটাই। এবার নতুন রেকর্ড ভাঙল 'পাঠান'। গত সোমবার, ৬ ফেব্রুয়ারির নিরিখে ছবির আয় ১০৩.৬ মিলিয়ন ডলারের গণ্ডি ছুঁয়ে ফেলেছে। সেই নিরিখে 'পাঠান' বলিউডের প্রথম ছবি যা ১০০ মিলিয়ন ডলারের গণ্ডি পার করে ফেলল চিনে মুক্তি না পেয়েও। ভারতে এই ছবির আয় ৫২৬ কোটি টাকা অর্থাৎ ৬৪.২ মিলিয়ন ডলার এবং ভারতের বাইরে আয়ের পরিমাণ ৩৯.৪ মিলিয়ন ডলার। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি ইতিমধ্যেই বিশ্বজুড়ে মুক্তিপ্রাপ্ত সবচেয়ে বড় হিন্দি ছবি হয়ে উঠেছে। 


বিয়ের পর প্রথমবার প্রকাশ্যে সিদ্ধার্থ কিয়ারা


বিয়ের পরে প্রথমবার প্রকাশ্যে সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra) ও কিয়ারা আডবাণী (Kiara Advani)। বিমানবন্দরে ক্যামেরাবন্দি নবদম্পতি। আজই সূর্যগড় প্যালেস ছেড়ে ফেরার কথা তাঁদের। আর ফেরার পথেই পাপারাৎজিদের মুখোমুখি 'শেরশাহ' জুটি। আজ সিদ্ধার্থ-কিয়ারার যে ছবি ধরা পড়ল, তাতেও ছিল রংমিলান্তি। কালো টপ আর কালো প্যান্ট পরেছিলেন কিয়ারা। সঙ্গে গায়ে দিয়ে নিয়েছিলেন একটি সাদা কালো প্রিন্টেড স্টোল। 


ডাকঘর মুক্তি পাবে ২৪ ফেব্রুয়ারি


ওয়েবের পর্দায় নতুন জুটির সমীকরণ। মুক্তি পেল দিতিপ্রিয়া রায় (Ditipriya Roy) আর সুহোত্র মুখোপাধ্যায় (Suhotro Mukherjee)-র নতুন সিরিজ ডাকঘর (DaakGhor)-এর পোস্টার। 'হইচই' (Hoichoi) -এর ওয়েব প্ল্যাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। এর আগে মুক্তি পেয়েছিল বাস্তব আর গল্পের টুকরো টুকরো কোলাজ। আজকের পোস্টারে অবশ্য সাজ থেকে ছবির টোন, সবেতেই নস্ট্যালজিয়ার ছোঁয়া। আজ প্রকাশ্যে এসেছে সিরিজের মুক্তির দিন। চলতি মাসের ২৪ তারিখেই 'হইচই'-তে মুক্তি পাবে এই সিরিজ। সদ্য মুক্তি পাওয়া পোস্টারে ফুলহাতা সালোয়ার কামিজ, সাইকেল ধরে দিতিপ্রিয়া যেন আশির দশকের অষ্টাদশী। তাঁর লুকে স্নিগ্ধতা। আর সুহোত্রের পোস্টমাস্টারের পোশাক আর অগোছালো চুলে নস্ট্যালজিয়া।


আরও পড়ুন: Trina Indrashish Kaushik: 'স্রোত-ঝোরা' নামকরণের পিছনে কাজ করেছে কোন ভাবনা? জানালেন 'বালিঝড়'-এর লেখিকা


 


কোথায় কবে রিসেপশনের আয়োজন করেছেন সিদ্ধার্থ-কিয়ারা?


জয়সলমীর থেকে দিল্লির সফর। নববধূর আগমন হল মলহোত্র পরিবারে। সিদ্ধার্থ মলহোত্র (Siddharth Malhotra)-র বাড়িতে পা রাখলেন নববধূ কিয়ারা আডবাণী (Kiara Advani)। আর দিল্লিতে এসেই কিয়ারা নিজেকে মুড়ে নিলেন ভালবাসার রঙে। লাল। তার ছোঁয়া লাগল সিদ্ধার্থের পোশাকেও। এদিন লাল মখমলে সালোয়ার কামিজে সাজলেন কিয়ারা। খোলা চুলের মধ্যে ঝলমলে সিঁদুর। হালকা গয়নার সঙ্গে সোনালি জুতো পরেছিলেন কিয়ারা। আর লালের ওপর কাজ করা শেরওয়ানিতে সাজলেন সিদ্ধার্থ। সঙ্গে সাদা পাজামা আর গলায় সূক্ষ কাজ করা কাশ্মীরি শাল। পায়ে নাগরা। সূত্রের খবর, আগামীকাল দিল্লিতেই থাকবেন 'শেরশাহ' জুটি। ৯ ফেব্রুয়ারি দিল্লিতে বন্ধু ও পরিবারের জন্য একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে। এর পরের দিন, অর্থাৎ ১০ ফেব্রুয়ারি মায়ানগরীর উদ্দেশে পাড়ি দেবেন নবদম্পতি। এরপর, ১২ তারিখ মুম্বইতে আরও একটি রিসেপশনের আয়োজন করা হয়েছে। সেখানে হাজির থাকবেন বলিউড ইন্ডাস্ট্রির সমস্ত তারকারা। 


'বিবাহ অভিযান ২'


মজার মোড়কে ফের কয়েকটি জুটির প্রেমের গল্প। সৌমিক হালদারের পরিচালনায় আসছে নতুন ছবি, 'আবার বিবাহ অভিযান'। ২০১৯ সালে 'বিবাহ অভিযান' ছবিটি দর্শকদের মধ্যে বেশ জনপ্রিয় হয়েছিল। নজর কেড়েছিল অনির্বাণ ভট্টাচার্য্য (Anirban Bhattacharyya) ও প্রিয়ঙ্কা সরকার (Priyanka Sarkar)-এর অভিনয়। নতুন ছবিতেও দেখা যাবে এই জুটিকে। তাঁরা ছাড়াও এই ছবিতে থাকছেন গোটা টিম 'বিবাহ অভিযান'-ই। থাকছেন, অঙ্কুশ হাজরা (Ankush Hazra), রুদ্রনীল ঘোষ (Rudranil Ghosh), নুসরত ফারিয়া (Nusrat Fariha) ও সোহিনী সরকার (Sohini Sarkar)। নতুন ছবিতে অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে সৌরভ দাস (Sourav Das)-কে। ১৩ এপ্রিল, নববর্ষে মুক্তি পাবে এই ছবি।