কলকাতা: তাঁর যে লুক যে চর্চা হয়েছে সবচেয়ে বেশি, নিজের নতুন পোস্টারের জন্য সেই লুকটাই বেছে নিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এক আগে 'জওয়ান' (Jawan)-এর যতগুলো লুক সামনে এসেছে, তার সবেতেই আড়াল ছিল ছবির নায়কের মুখ। তবে প্রথম প্রিভিউতে শাহরুখকের একাধিক লুক বেশ চমকেই দিয়েছিল দর্শকদের। কখনও তিনি নায়কচিত, কখনও আবার নেড়া মাথায়, রোদচশমায় এক্কেবারে অচেনা। আর 'জওয়ান'-এর প্রিভিউর সবচেয়ে চর্চিত লুকই ফিরল নতুন পোস্টারে। 'আদিপুরুষ'-এর পরে ফের বিতর্কে অক্ষয় কুমারের (Akshay Kumar)-এর নতুন ছবি 'ওহ মাই গড ২' (OMG 2)! টিজার প্রকাশ্যে আসতেই ফের বিতর্ক উঠল এই ছবি নিয়ে। একটি বিশেষ দৃশ্যে আপত্তি জানিয়েছেন অনেকেই, আর এই দৃশ্যের জন্যই অক্ষয় কুমারের নতুন ছবিকে ফের রিভিউতে পাঠাল সেন্টর বোর্ড (Censor Board)। দিনভর বিনোদন দুনিয়ায় নজর কাড়ল কোন কোন খবর? দেখে নিন বিনোদনের সারাদিন


'জওয়ান' ছবিতে রয়েছে অরিজিতের কণ্ঠে গান


সোমবার মুক্তি পেয়েছে শাহরুখ খান (Shah Rukh Khan) অভিনীত 'জওয়ান' ছবির প্রিভিউ (Jawan Prevue)। সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে সেখানে শাহরুখের চারটি ভিন্ন লুক। সেই আবহে ফের ট্যুইটারে অনুরাগীদের সঙ্গে আলাপচারিতায় মাতলেন অভিনেতা। বৃহস্পতিবার সকালে 'আস্ক এসআরকে' (Ask SRK) শুরু করেন কিং খান। অনুরাগীদের অজস্র প্রশ্নের উত্তর দিলেন, মিলল একাধিক মজার ও বুদ্ধিদীপ্ত উত্তর। সেখানেই জানা গেল ছবির গানের প্রসঙ্গেও। নিঃসন্দেহে শাহরুখের অনুরাগীদের অন্যতম পছন্দের সময় যখন 'আস্ক এসআরকে' চলে। বৃহস্পতিবার সকালেও হঠাৎই ট্যুইটারে প্রশ্নোত্তর পর্ব শুরু করেন তিনি। সেখানেই বিভিন্ন প্রশ্নের মধ্যে একজন জিজ্ঞেস করেন, 'অরিজিত সিংহের গান থাকবে 'জওয়ান' ছবিতে?' তৎক্ষণাৎ উত্তর মিলল কিং খানের। ইতিবাচক উত্তরে হাঁফই ছাড়লেন বোধ হয় অনুরাগীরা।


'জওয়ান'-কে দেখেই 'পাঠান'-এর সংলাপ


তাঁর যে লুক যে চর্চা হয়েছে সবচেয়ে বেশি, নিজের নতুন পোস্টারের জন্য সেই লুকটাই বেছে নিলেন শাহরুখ খান (Shah Rukh Khan)। এক আগে 'জওয়ান' (Jawan)-এর যতগুলো লুক সামনে এসেছে, তার সবেতেই আড়াল ছিল ছবির নায়কের মুখ। তবে প্রথম প্রিভিউতে শাহরুখকের একাধিক লুক বেশ চমকেই দিয়েছিল দর্শকদের। কখনও তিনি নায়কচিত, কখনও আবার নেড়া মাথায়, রোদচশমায় এক্কেবারে অচেনা। আর 'জওয়ান'-এর প্রিভিউর সবচেয়ে চর্চিত লুকই ফিরল নতুন পোস্টারে। এই প্রথম, ছবির কোনও পোস্টারে প্রকাশ্যে এলেন শাহরুখ। নেড়া মাথা, চোখে রোদচমশা আর হাতে বন্দুক... শাহরুখের এই ছবির চরিত্র নেতিবাচক নাকি ইতিবাচক, তা এখনও স্পষ্ট নয়। তবে শাহরুখেক প্রথম লুক প্রকাশ্যে আসবে আর উন্মাদনা থাকবে না তাও কি হয়! 'জওয়ান'-এর লুক প্রকাশ্যে আসতে যেমন অনুরাগীরা উত্তেজিত, তেমনই অবাক হয়েছেন, প্রশংসা করেছেন বলিউডের অন্যান্য তারকারা। 'জওয়ান'-এর পোস্টারে অনুরাগীর তুলে এনেছেন সেই সংলাপকে। তবে 'পাঠান'-এর মতো 'জওয়ান' ব্যবসা করবে কি না, সেই উত্তর দেবে সময়। কিন্তু জওয়ান নিয়ে অনুরাগীদের মধ্যে যে উত্তেজনা রয়েছে, তা চোখে পড়ছে সবারই। সদ্য মুক্তি পেয়েছে শাহরুখ খানের নতুন ছবি 'জওয়ান'-এর প্রিভিউ! আর সেই ২ মিনিটের কিছু বেশি সময়ের প্রিভিউতে যে দৃশ্য চর্চার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে, তা হল মেট্রোর মধ্যে শাহরুখের নাচ! 'জওয়ান'-এর প্রিভিউতে যে দৃশ্যটি ভাইরাল হয়েছে, সেটি হল মেট্রোয় আপাদমস্তক ব্যান্ডেজ বেঁধে উঠছেন শাহরুখ। তারপরে মেট্রো চলতে চলতে ধীরে ধীরে খুলে ফেলছেন মুখের ব্যান্ডেজ। তারপরে তাঁর যে চেহারা প্রকাশ পাচ্ছে, তা বেশ চমক লাগাচ্ছে অনুরাগীদের মনে। লাল কালো চেক শার্টে শাহরুখের মাথা নেড়া, কার্যত চকচকে টাক। যদিও ঝলকেই বোঝা যায়, এ প্রস্থেটিক মেকআপের কারসাজি। আর সেই সাজেই শাহরুখকে পা মেলাতে দেখা গেল বিখ্যাত গান 'বেকরার করকে হামে'-র তালে পা মেলাতে।


'OMG 2'-কে রিভিউর নির্দেশ দিল সেন্সর বোর্ড


 'আদিপুরুষ'-এর পরে ফের বিতর্কে অক্ষয় কুমারের (Akshay Kumar)-এর নতুন ছবি 'ওহ মাই গড ২' (OMG 2)! টিজার প্রকাশ্যে আসতেই ফের বিতর্ক উঠল এই ছবি নিয়ে। একটি বিশেষ দৃশ্যে আপত্তি জানিয়েছেন অনেকেই, আর এই দৃশ্যের জন্যই অক্ষয় কুমারের নতুন ছবিকে ফের রিভিউতে পাঠাল সেন্টর বোর্ড (Censor Board)। টিজারের ঠিক কোন দৃশ্যে আপত্তি রয়েছে? ঝলকে মহাদেব শঙ্করের ভূমিকায় দেখা যাবে অক্ষয় কুমারকে আর অন্যদিনে, মহাদেবের একনিষ্ঠ ভক্তের চরিত্রে দেখা যাবে পঙ্কজ ত্রিপাঠিকে (Pankaj Tripathi)। আর টিজারে দেখা গিয়েছে মহাদেবের রুদ্রাভিষেকের একটি দৃশ্য। সেখানে দেখা যাচ্ছে, মন্দিরে গঙ্গাজল ঢালা হচ্ছে শিবলিঙ্গের মাথায়, অন্যদিকে, রেলওয়ের জলের বড় পাইপ দিয়ে ঠিক একই সময়ে জলে স্নাত হচ্ছেন ধ্যানরত অক্ষয় কুমার। যিনি মহাদেব শঙ্করের ভূমিকায় অভিনয় করেছেন, তাঁকে রেলওয়ের জল দিয়ে স্নান করানোতেই উঠেছে আপত্তি। তবে কি নিষিদ্ধ হয়ে যাবে এই ছবি? সেন্টর বোর্ডের তরফ থেকে বলা হয়েছে, 'সেন্সর বোর্ডের কোনও ছবিকে বাতিল করার ক্ষমতা নেই। সেন্সর বোর্ড কেবল ছবিটির একটি রিভিউ করার জন্য নোটিশ পাঠাতে পারে। যাতে বিশেষ কোনও দৃশ্যে আপত্তি থাকলে সেটা পরিবর্তন করা যায় ও ছবিটিকে আবার প্রেক্ষাগৃহে আনা যায়। 


সুশান্তের জীবন নিয়ে তৈরি ছবির সম্প্রচার বন্ধ করল না দিল্লি হাইকোর্ট


এবার সুশান্ত সিংহ রাজপুতের (Sushant Singh Rajput)-কে নিয়ে তৈরি করা ছবির অনলাইন স্ট্রিমিং নিষিদ্ধ করা থেকে বিরত থাকল দিল্লি আদালত। সুশান্ত সিংহ রাজপুতের জীবনী নিয়ে তৈরি এই ছবিকে ব্যক্তিগত পরিসর লঙ্ঘিত করছে এই মর্মে নিষিদ্ধ করার আর্জি জানানো হয়েছিল অভিনেতার পরিবারের তরফ থেকে। এই ছবি বন্ধ করার জন্য আদালতের দ্বারস্থ হয়েছিলেন সুশান্তের বাবা কৃষ্ণকিশোর সিংহ। Nyay:The Justice নামের এই ছবিটি তৈরি হয়েছিল সুশান্তের জীবনী নিয়ে। কিন্তু তাঁর পিতার অভিযোগ, এই ছবি বানানোর আগে নাকি কোনোরকম অনুমতি নেওয়া হয়নি তার থেকে। শুধু তাই নয়, সুশান্তের জীবনের বিভিন্ন ব্যক্তিগত তথ্যও নাকি এই ছবিতে তুলে ধরা হয়েছে। আজ এই ছবি নিয়ে দিল্লি হাইকোর্ট জানায়, কোনও মানুষের ব্যক্তিগত জীবন তার সঙ্গে সঙ্গেই শেষ হয়ে যায়। সুশান্তের জীবনকে ছবিতে তুলে ধরা নিয়ে যে আর্জি জানানো হয়েছে, সেই অধিকার কেবল একজন জীবিত মানুষের ওপরেই বর্তায়। সুশান্ত সিংহ রাজপুতের মৃত্যুর পর তাঁর ব্যক্তিগত বিষয় প্রচারে লাগাম টানতে আবেদনকারীরা যে উত্তরাধিকার সত্ত্বের সুরক্ষা চেয়েছিলেন, বিচারপতি শঙ্কর তার প্রেক্ষিতে কোনও অন্তর্বর্তীকালীন স্বস্তি দেননি।


শরীরচর্চার ছবি পোস্ট করে 'মির্জা'-র প্রস্তুতির ইঙ্গিত অভিনেতার


জীবনের নতুন সফরের প্রস্তুতি শুরু করলেন অঙ্কুশ হাজরা (Ankush Hazra)? সোশ্যাল মিডিয়ায় নিজের শরীরচর্চার ছবি দিয়ে সেই ইঙ্গিতই করলেন অভিনেতা। কী সেই সফর? সদ্য সোশ্যাল মিডিয়ায় একটি ছবি শেয়ার করে নিয়েছেন অঙ্কুশ। সেখানে লিখেছেন, 'অ্যাকশন মোড অন। ৪ মাসের ভীষণ কষ্টকর প্রস্তুতি ছিল আমার জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জের জন্য।' অঙ্কুশ এই পোস্টটা ট্যাগ করেছেন অঙ্কুশ হাজরা মোশন পিকচার্স (Ankush Hazra Motion Pictures) ও সুমিত শাহিল (Sumit Sahil)-কে। এই ছবিটি যুগ্মভাবে প্রযোজনা করা কথা ছিল নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড ও অঙ্কুশ হাজরা মোশন পিকচার্সের। এই ছবির হাত ধরেই শুরু হওয়ার কথা ছিল প্রযোজক অঙ্কুশের যাত্রা। তবে কিছুদিন পরে, সোশ্য়াল মিডিয়ায় একটি অফিসিয়াল পোস্ট দিয়ে অঙ্কুশের সংস্থার তরফে জানানো হয়, কিছু মতপার্থক্যের জন্য একসঙ্গে কাজ করতে পারছে না অঙ্কুশের সংস্থা ও নেক্সজেন ভেঞ্চার্স প্রাইভেট লিমিটেড। আর সেই কারণেই, আপাতত স্থগিত রাখতে হচ্ছে মির্জার কাজ।


আরও পড়ুন: Shiboprosad Exclusive: 'শিল্পীরা সবাই সময়ে সেটে আসবে তো?' শ্যুটিং শুরুর আগেই শিবপ্রসাদকে প্রশ্ন করেছিলেন ভিক্টর    


আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন


https://t.me/abpanandaofficial