এক্সপ্লোর
Advertisement
বিশ্বের সবচেয়ে বেশি আয়ের ১০ অভিনেত্রীর তালিকায় দাীপিকা
নিউইয়র্ক: বিশ্বের সবচেয়ে বেশি রোজগেরে অভিনেত্রীর তালিকায় স্থান পেলেন দীপিকা পাড়ুকোন। ১০ মিলিয়ন মার্কিন ডলার আয় তাঁর। এই তালিকায় হলিউডের প্রথমসারির অভিনেত্রীদের সঙ্গে রয়েছেন দীপিকা। তালিকায় রয়েছেন অস্কার-জয়ী অভিনেত্রী জেনিফার লরেন্স, জুলিয়া রবার্টস এবং 'ফ্রেন্ডস' তারকা জেনিফার অ্যাটিনসনের মতো তারকা।
ফোর্বস-এর ২০১৬-র তালিকায় এই প্রথম চলে এলেন বলিউডের ৩০ বছরের অভিনেত্রী দীপিকা। তাঁর স্থান দশম। ফোর্বস বলেছে, ‘বাজীরাও মস্তানি’, ‘পিকু’-র মতো সিনেমায় বক্স অফিসে দুরন্ত সাফল্য পেয়েছেন দীপিকা। হলিউড অভিনেত্রীদের তুলনায় সিনেমায় অভিনয়ের জন্য আয় কম হলেও দীপিকা তা পুষিয়ে নিয়েছেন প্রায় ডজন খানেক এনডোর্সমেন্টের সুবাদে।
ফোর্বস বলেছে, ২০০৭-এ শাহরুখ খানের ‘ওম শান্তি ওম’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ দীপিকার। এরপর তাঁর বহু সিনেমায় বক্স অফিসে ১৫০ মিলিয়ম বা ১০০ মিলিয়ন ব্যবসার গণ্ডি ছাড়িয়েছে।
ভিন ডিজেলের সঙ্গে হলিউডেও তাঁর অভিষেক হচ্ছে। ২০১৭-তে ‘এক্সএক্সএক্স রিটার্ন অফ জেন্ডার কেজ’ সিনেমায় তাঁকে দেখা যাবে।
ফোর্বস-এর তালিকায় আগের বছরের মতো এবারও শীর্ষে রয়েছেন অস্কার জয়ী ‘হাঙ্গার গেমস’-এর অভিনেত্রী লরেন্স। তাঁর রোজগার ৪৬ মিলিয়ন মার্কিন ডলার। ‘ঘোস্টবাস্টার্স’ –এর অভিনেত্রী মেলিসা ম্যাকার্থি দ্বিতীয় (৩৩ মিলিয়ন)। তৃতীয় স্থানে রয়েছেন স্কারলেট জনসন। চতুর্থ অ্যাটিনসন। পঞ্চম চিনা অভিনেত্রী ফান বিংবিং। এরপরের স্থানগুলিতে রয়েছেন যথাক্রমে অ্যামি অ্যাডামস, জুলিয়া রবার্টস।
বিনোদনের (Entertainment) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে
আরও দেখুন
Advertisement
ট্রেন্ডিং
Advertisement
Advertisement
সেরা শিরোনাম
জেলার
ক্রিকেট
জেলার
জেলার
Advertisement