কলকাতা: ২৮ জুলাই মুক্তি পেয়েছে 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। কর্ণ জোহর পরিচালিত এই ছবিতে আলিয়া ভট্টের মা বাবার চরিত্রে দেখা গেছে বাংলা সিনে দুনিয়ার দুই তারকা অভিনেতা ও অভিনেত্রীকে। বলিউডে জমিয়ে কাজ করেছেন টোটা রায়চৌধুরী ও চূর্ণী গঙ্গোপাধ্যায়। সমালোচক ও দর্শকদের বিশেষ নজর কেড়েছেন টোটা। প্রথম তিন দিনের শেষে সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি অদেখা ছবি পোস্ট করলেন অভিনেতা। ফিরে দেখলেন পর্দার পিছনের তিন শিল্পীকে।
টোটার পোস্টে চিত্রনাট্যকারদের প্রশংসা
সোমবার নিজের সোশ্যাল মিডিয়ায় একটি সেলফি পোস্ট করেন 'ফেলুদা' টোটা রায়চৌধুরী। বলিউডে মুক্তি পেয়েছে তাঁর ছবি 'রকি অউর রানি কি প্রেম কাহানি'। ভূয়সী প্রশংসা পেয়েছে টোটার নাচের দৃশ্য। সকলকে ধন্যবাদ জানিয়ে এদিন ছবি পোস্ট করেন টোটা।
টোটা রায়চৌধুরী এদিন ছবি পোস্ট করে লেখেন, 'যদি চলচ্চিত্র নির্মাণ একটি অভিযান হয় তবে এর কার্টোগ্রাফার হচ্ছেন চিত্রনাট্য রচয়িতারা। শক্তিশালী তিন রচয়িতার সঙ্গে, যাঁরা 'রকি অউর রানি কি প্রেম কাহানি'র এই দুর্দান্ত চিত্রনাট্য লিখেছেন, বাঁদিক থেকে শশাঙ্ক খৈতান, ইশিতা মৈত্র ও সুমিত রায়। ফ্রেমে বাদ পড়ে গেছেন কর্ণ জোহর স্যর যাঁর এই গল্প ও চিত্রনাট্যে অশেষ অবদান ছবিটিকে ব্লকবাস্টার বানিয়েছে।'
প্রসঙ্গত, 'রকি অউর রানি কি প্রেম কাহানি' ছবির নায়িকা আলিয়া ভট্ট বাঙালি পরিবারের সন্তান। রানি চট্টোপাধ্যায়ের বাবার চরিত্রে অভিনয় করেছেন টোটা। ছবিটি ইতিমধ্যেই যাঁরা দেখে ফেলেছেন, তাঁরা নিশ্চয়ই জানেন, ছবিতে রণবীর সিংহের সঙ্গে জনপ্রিয় 'ডোলা রে ডোলা' গানে নাচ করেছেন টোটা রায়চৌধুরী। তাঁর এই অবতারে মুগ্ধ হয়েছেন বাঙালি দর্শক তো বটেই, গোটা দেশের দর্শক। অভিনেতার নাচের প্রশংসায় ভরেছে তাঁর পোস্টের কমেন্ট বক্স।
প্রসঙ্গত, ৭ বছর পর ফের পরিচালকের আসনে বসলেন কর্ণ জোহর। কথা দিয়েছিলেন তাঁর ছবির হাত ধরে ফিরিয়ে আনবেন 'ওল্ড বলিউড ভাইব'। দর্শক ও সমালোচকদের মতে সেই পথেই এগিয়েছে তাঁর নতুন ছবি। প্রথম দিনেই বক্স অফিসে দুই অঙ্কের লাভ দেখেছিল ছবিটি। নির্মাতারা আশা করেছিলেন শনিবার ও রবিবার বাড়বে ব্যবসার পরিমাণ। প্রথম তিনদিন কেটে গিয়েছে। সর্বশেষ হিসেব অনুযায়ী, এই ছবি তৃতীয় দিনে অর্থাৎ প্রথম রবিবার ১৯ কোটি টাকার ব্যবসা করেছে। অর্থাৎ প্রথম সপ্তাহান্ত শেষে এই ছবির মোট আয়ের পরিমাণ ৪৬ কোটি টাকা।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম টেলিগ্রামেও। যুক্ত হোন